জয়তুন তেল ব্যবহারের উপকারিতা-ত্বীন ফলের ১০টি গোপন উপকারিতা
প্রিয় পাঠক জয়তুন তেল বিভিন্নভাবে ব্যবহার করা যায়। জয়তুন তেল ব্যবহারে উপকারিতা ও ত্বীণ ফলের ১০ টি গোপন উপকারিতা হল এটি আমাদের রান্নায় ও আমাদের ত্বক এবং চুলের সৌন্দর্যে ব্যবহার করা যায়। এটি নিয়মিত খেলে ও ব্যবহার করলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ।
ত্বীণ ফলের মধ্যে রয়েছে প্রায় ৭১ টির ও বেশি পুষ্টি উপাদান ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিংক কপার ওমেগা ৩ ও ৬ ডায়েট্রি ফাইবার এবং বেশ কয়েক প্রকার ভিটামিন। এজন্য এই ফলটি খেলে আমাদের শরীর সুস্বাস্থ্যকর ও শক্তিশালী হয়ে ওঠে।
ভূমিকা
জয়তুন তেল বা জলপাই তেল যেটাই বলি না কেন বাজারে অলিভ অয়েল নামেই পরিচিত। এই তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ও ভিটামিন সহ আরো অনেক উপাদান আছে যা আমাদের শরীরের এবং ত্বকের বিভিন্ন ধরনের রোগ নিরাময় করতে সাহায্য করে। এই তেল আমাদের মাথার খুশকি দূর করতে সহায়তা করে এ সম্পর্কে জানতে নিচে আরও পড়ুন।
জয়তুন তেল ব্যবহারে উপকারিতা
জয়তুন কে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। আমাদের দেশে আমরা জলপাই ও অলিভ নামে ডেকে থাকি। তবে পবিত্র কুরআনে একে জয়তুন নাম দেওয়া হয়েছে। জয়তুন কিংবা জলপাই এর মধ্যে থেকে অলিভ অয়েল তৈরি হয়। এরমধ্যে এন্টিঅক্সিডেন্ট খনিজ ও ভিটামিন এবং আরো পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান আছে।
আরও পড়ুনঃ খেজুরের রস খাওয়ার ১০টি উপকারিতা
এই তেলের বৈজ্ঞানিক নাম হচ্ছে (ওলেয়া ইউরোপিয়া)। এইতেলের মধ্যে সবচেয়ে ভালো তেল হচ্ছে এক্সট্রা ভার্জিন জয়তুন তেল। এই তেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল এর পরিমাণ অন্যান্য জয়তুন তেলের চাইতে বেশি। কিন্তু এসিডের পরিমাণ অনেক কম। চুলের যত্নে এইতেল অনেক সাহায্যকারী ভূমিকা পালন করে।
- এই তেল আমাদের স্বাস্থ্য ত্বক ও চুলের জন্য অনেক কার্যকরী। আমাদের মাথার খুশকি দূর করা নতুন চুল গজানো এবং আমাদের ত্বকের ব্রণ দূর করতে এইতেল ব্যবহার করতে হবে।
- এই তেল নিয়মিত আমাদের মাথার ত্বকে এবং চুলের মধ্যে ভালোভাবে মালিশ করতে হবে। এর ফলে আমাদের মাথার চুলের গোড়া অনেক শক্তিশালী হবে এবং চুল ঝলমলে হয়ে উঠবে।
- আমাদের দেশে চুল পড়া একটি গুরুতর সমস্যা। এই সমস্যা নারী পুরুষ উভয়েরই আছে। যেসব মানুষের চুল ঝরে যাওয়া চুলের গোড়া দুর্বল। সেসব ব্যাক্তি নিয়মিত এই তেল ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। সেজন্য এইতেল আপনাদের হাতের তালুতে নিয়ে মাথার মধ্যে ম্যাসেজ করতে হবে হালকা করে। এর ফলে আমাদের মাথার ত্বকের ভেতরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে চুলের গোড়া শক্ত হওয়ার পাশাপাশি চুল ঝরে যাওয়া রোগ প্রতিরোধ হবে। এর সাথে আমাদের চুল আরও ঘন ও লম্বা হয়ে উঠবে।
ত্বীন ফলের ১০টি গোপন উপকারিতা
পবিত্র কুরআনে মহান আল্লাহতালা এই ত্বীণ সম্পর্কে বলেছেন। তবে কুরআনে যে ত্বীণ ফলের কথা উল্লেখ আছে এই ত্বীণ ফল আমাদের বাংলাদেশে নাই। এই ডুমুরের বৈজ্ঞানিক নাম (Ficus hispaida) এবং
আরও পড়ুনঃ জাফরান খাওয়ার গোপন উপকারিতা
পবিত্র কোরআনে যে ত্বীণ ফলের কথা বর্ণনা করা হয়েছে তার বৈজ্ঞানিক নাম (Ficus carica)। ত্বীণ ফলে বিদ্যমান আছে অনেক পুষ্টিগুণসমৃদ্ধ উপাদান ভিটামিন এ, বি, সি ও কে জিংক আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও কপার। ত্বীণ ফল খাওয়ার উপকারিতা হল ।
- ত্বীণ ফলের মধ্যে আছে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই এন্টি অক্সিডেন্ট উপাদান আমাদের শরীরের জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। এবং প্লাজমার লিপোপ্রোটিন বাড়াতে কাজ করে।
- এই ফলটি নিয়মিত খেলে বয়স্ক ব্যক্তিদের ম্যাকুলার অবক্ষয়ের কারণে চোখে ছানি পড়া ও দৃষ্টিশক্তি লোপ পাওয়া রোগ সৃষ্টি হয়। এই সময় এই ফলটি খেলে এসব রোগ প্রতিরোধ হয়।
- প্রতিদিনের কাজের চাপে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগ ও বলি রেখা দেখা দেয়। ত্বীণ ফলে বিদ্যমান রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এজন্য এটি খেলে আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা ব্রণ ও কালো কালো দাগ দূর হয়ে যায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
- ত্বীণ ফলের মধ্যে রয়েছে অনেক বেশি পরিমাণে জিংক আয়রন ও পটাশিয়াম ছাড়াও এর মধ্যে রয়েছে। ম্যাগনেসিয়াম এন্ড্রোজেন ও এসট্রোজেন আমাদের শরীরে হরমোন উৎপাদনে সাহায্য করে। এজন্য ত্বীণ ফল খেলে পুরুষ ও নারী উভয়েরই বিভিন্ন ধরনের জটিল সমস্যা দূর হয়ে যাবে।
- রাতের বেলা শোবার আগে ত্বীণ ফল দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে তা খেতে হবে। এভাবে খাওয়ার ফলে আমাদের শরীর আরো শক্তিশালী হয়ে উঠবে।
- ডায়াবেটিস আক্রান্ত রোগীদের শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
- এতে বিদ্ধমান থাকা আইরন আমাদের শরীরে উচ্চ কোলেস্টরের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়।
- ত্বীণ ফলে অনেক বেশি পরিমাণে রয়েছে ক্যালসিয়াম ও খনিজ উপাদান যার কারণে আমাদের হাড় শক্ত ও সুস্বাস্থ্যকর হয়ে ওঠে।
- আমরা অনেক সময়ই বিভিন্ন ধরনের ডিপ্রেশন মূলক মানসিক চাপ সমস্যায় ভুগতে থাকি ওমেগা ৩ ও ৬ এর অভাবে। তবে ত্বীণ ফলে এই দুটি উপাদান অনেক বেশি পরিমাণে বিদ্যমান আছে। আর সেজন্য এটি খেলে এসব রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।
- যেসব মেয়েদের অনিয়মিত মিন্সের সমস্যা আছে তারা এই ত্বীণ ফল খেলে এই সমস্যাটি দূর হয়ে যায় এবং যেসব নারীদের দ্রুত গর্ভপাত হওয়ার সমস্যা হচ্ছে তাদের সুস্বাস্থ্য ধরে রাখতে সহায়তা করে।
ত্বকের যত্নে জয়তুন তেলের উপকারিতা
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ আমাদের উদ্দেশ্য বলেছেন এটি একটি বরকত পূর্ণ ও পুষ্টিগুণ সম্পন্ন গাছের তেল। ত্বকের যত্নে জয়তুন তেলের উপকারিতা অনেক ।
- শীত মৌসুমে এই তেল আমাদের শরীরে ময়েশ্চারাইজার এর কাজ করে থাকে। আমাদের ত্বকের আর্দ্রতা ও সুস্থতা ধরে রাখার জন্য অলিভ অয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- প্রতিদিন আমাদের শরীরে এইতেল মালিশ করলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা ও ডেড স্কিন সেলস রিপ্যায়ার করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
- আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে মানসিক চাপের কারণে খুব দ্রুত বয়সের ছাপ দেখা যায় এই সময় প্রতিদিন এই তেল আমাদের শরীরের ব্যবহার করলে এবং খাবারের সঙ্গে খেলে আমার আমাদের ত্বকের উপরে পড়া বার্ধকের ছাপ কমতে থাকে।
- আমাদের শরীরের চামড়া সতেজ সুন্দর ও টাইট রাখার জন্য প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই উপাদানটি ভার্জিন অলিভ অয়েলে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়।
- রাত জেগে কাজ করার জন্য আমাদের চোখের চারপাশে কালো দাগ দেখা দেয় এজন্য এইতেল আমাদের চোখের চারপাশে মেখে দিলে এই সমস্যা কেটে যায় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়ে আমাদের দৃষ্টিশক্তি আরো উন্নত করে।
- এই তেল আমাদের মাথায় ব্যবহার করলে । চুলের খুশকি অতিরিক্ত চুল পড়া রোগ প্রতিরোধ করে। চুলের গোড়া শক্ত করে চুলকে ঝলমলে ও দ্রুত বর্ধনশীল করে তুলে।
জয়তুন ফলের উপকারিতা
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রিয় খাবার গুলির মধ্যে জয়তুন ফল একটি। জয়তুন ফলের উপকারিতা গুলো জেনে নিন।
- এইফল আমাদের শরীরের ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ করে মেমব্রণকে রক্ষা করতে সাহায্য করে।
- আমাদের দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দাঁতের মাড়ি ক্ষয় ও ক্যাভিটি দূর করতে সাহায্য করে।
- রক্তশূন্যতা রোগ ও অ্যানিমিয়া রোগ দূর করতে এইফল বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
- প্রজনন প্রক্রিয়ায় কার্যকরী ভূমিকা পালন করে এই ফল
- এইফল খেলে কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয় এবং ডায়াবেটিস রোগ প্রতিরোধ হয়।
- আমাদের ত্বকের রুক্ষতা ও ত্বক ফাটা রোগ প্রতিরোধ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই ফল।
- বিভিন্ন ধরনের ক্যান্সার ও জটিল টিউমার রোগ প্রতিরোধ করতে এই ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- এই ফলে বিদ্যমান রয়েছে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান সোডিয়াম আয়রন ফসফরাস আয়োডিন ও পটাশিয়াম যা আমাদের দেহে গুরুত্বপূর্ণ ভিটামিন ও এমাইনো এসিড সরবরাহ করে থাকে। এই ফলে রয়েছে অলীক এসিড যা আমাদের হার্টের সুরক্ষা দিতে সাহায্য করে।
ত্বীন ফল কি ডুমুর ফল
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর অনেক পছন্দের একটি খাবার এই ত্বীণ ফল। ত্বীণ ফল কি ডুমুর ফল এ সম্পর্কে জানুন। বিশ্বের বিভিন্ন দেশে যেমন মিশর তুরস্ক যুক্তরাষ্ট্র জর্ডান ও ভারতে এই ফলটির নাম আন্জির। তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এই ফলটিকে ত্বীণ ফল নামে ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম (Ficus carica L) moraceae. (Genus ficus)
আরও পড়ুনঃ রসুন খেলে পুরুষের গোপন সমস্যা কেটে যাবে
ও এর ইংরেজি নাম (The fig) তবে আমাদের বাংলাদেশে ডুমুর ফল কেই ত্বীণ ফল বলা হয়। এটি অনেক সুস্বাদু ও পুষ্টি উপাদান সমৃদ্ধ ফল যা খেলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধি পায়। তবে পবিত্র কুরআনে যে ত্বীণ ফলের কথা উল্লেখ আছে সেটি আমাদের বাংলাদেশে নেই এটি শুধু মধ্যপ্রাচ্যের
দেশ গুলোতেই আছে সৌদি আরব তুরস্ক মিশর সংযুক্ত আরব আমিরাত এসব দেশগুলোতে পাওয়া যায়। আমাদের দেশে কোথাও কোথাও এ ডুমুর ফলকে আবার কাক ডুমুর জগই ডকডমি ইত্যাদি নামে ডাকা হয়।
জয়তুন তেল ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনে নিন
আমাদের দেশের জয়তুন তেল হিসেবে যে তেল পাওয়া যায় তাকে অলিভ অয়েল বলে। অনেক দামী একটি তেল। জয়তুন তেল ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনে নিন। এইতেল শুধু রান্নাই না এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য ঔষধি গুন হিসেবে কাজ করে। সেজন্য এই তেল বহুকাল আগে থেকে ব্যবহার হয়ে আসছে।
আরও পড়ুনঃ স্ট্রবেরি খাওয়ার গোপন উপকারিতা জেনে নিন
এই তেল রান্নার পাশাপাশি আমাদের শরীরের ত্বকের ও চুলের যত্নে ব্যবহার করা হয়। এই তেলের মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। কয়েক প্রকারের জয়তুন তেল বাজারে পাওয়া যায় ।
- এই তেলের মধ্যে এক্সট্রা ভার্জিন জয়তুন তেলঃ সব থেকে বেশি ভালো ও সবচাইতে বেশি দামি। এরমধ্যে বিদ্যমান থাকা মিনারেল ও এন্টিঅক্সিডেন্ট অন্যান্য জয়তুন তেলের থেকে বেশি থাকলেও এতে এসিডের পরিমাণ অনেক কম থাকে।
- পোমেস গ্রেড জয়তুন তেলঃ এটিও এক প্রকার জয়তুন তেল যা বাজারে বিক্রি হয়। তবে এই তেল রান্নায় অনেক কম ব্যবহার করা হয়।
- বিশুদ্ধ জয়তুন তেলঃ এক্সট্রা ভার্জিন জয়তুন তেলের সংমিশ্রণে এবং এটি এক প্রকার পরিশোধিত তেল। এতে অন্য সব জয়তুন তেলের তুলনায় পুষ্টির মান অনেক কম। এটি আমাদের শরীরের ত্বক ও চুলের জন্য ব্যবহার উপযোগী।
- ল্যাম্প্যান্ট জয়তুন তেলঃ জয়তুনের এই তেলটি আমাদের শরীরের ত্বকে ও চুলে ব্যবহার ও খাওয়া যাবেনা। এই তেলটি প্রযুক্তির কাজে ও জ্বালানির উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
- ভার্জিন জয়তুন তেলঃ এই জয়তুন তেলে এসিডের পরিমাণ অনেক কম এটি রান্নার কাজে ব্যবহৃত হয় এবং এর জনপ্রিয়তা অনেক বেশি। এই তেলটি এক্সট্রা ভার্জিন জয়তুন তেলের চেয়ে কম দামি তবে এর স্বাদ ও পুষ্টিগুণে খুব একটা বেশি পার্থক্য নেই।
লেখকের মন্তব্য
জয়তুন বা জলপাই এর তেল বাজারে অলিভ অয়েল নামে বিক্রি হয়। তবে কিছু কিছু সিন্ডিকেট কারি দোকানদাররা এই তেলের নকল পণ্য বাজারে বিক্রি করছে আসল পণ্যের ছিল লাগিয়ে। এইজন্য এইসব তেল বাজার থেকে কেনার সময় সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কিনবেন। কেননা খারাপ তেল ব্যবহার করলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url