মেয়ে পটানোর ১৫টি ছন্দ-মেয়ে পটানোর সেরা ডায়লগ
প্রিয় পাঠক মেয়ে পটানোর ১৫টি ছন্দ ও মেয়ে পটানোর সেরা ডায়লগ জেনে নিন আপনি যখন কোন মেয়ের সাথে বা আপনার প্রিয়তমার সঙ্গে কথা বলবেন তখন সব সময় চেষ্টা করবেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে কারণ মেয়েরা তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলা কে অনেক পছন্দ।
মেয়েদের সঙ্গে কথা বলার সময় অন্য দিকে তাকিয়ে কথা বলবেন না বা তার শরীরের অন্য কোন জায়গার দিকে তাকিয়ে। মেয়েরা সবসময় চায় তাদের রূপের ও গুনের প্রশংসা করুক কোন ছেলে এজন্য বেশি বেশি তাদের প্রশংসা করবেন সব সময়। এই সম্পর্কে জানতে নিচে আরও পড়ুন ।
ভূমিকা
মেয়েরা সব সময় তাদের সম্বন্ধে প্রশংসা মূলক কথা বা ডায়লগ বেশি পছন্দ করে। যেমন এক্সকিউজ মি মিস, কিউটের ডিব্বা, ওয়ান্ডারফুল, বিউটিফুল, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার কথাগুলো অনেক মিষ্টি, কিন্তু তাদের সঙ্গে কথা বলার সময় হাতে একটি গোলাপ ফুল বা কিছু উপহার নিয়ে যাবেন কারণ মেয়েরা তাদের প্রশংসার পাশাপাশি ছোটখাট উপহার পেতে খুব পছন্দ করে।
মেয়ে পটানোর ১৫টি ছন্দ
সুপ্রিয় ভাইজান আপনারা সবাই অনেক ভাল আছেন ইন শা আল্লাহ । আজকে আমি আপনাদেরকে এমন সব মেয়ে পটানোর গোপন টিপস দিব যা আপনার ভীষণ কাজে দেবে। নতুন নতুন মেয়ে পটানো গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করা ও মেয়ের বান্ধবী কে প্রেমে আকৃষ্ট করা সব ধরনের টেকনিক আপনারা এই আর্টিকেলটিতে পাবেন।
আরও পড়ুনঃ কি খেলে ফর্সা হওয়া যায়
আপনি মেয়ে বান্ধবীকে পটাতে চাচ্ছেন তাহলে আপনাকে শিখতে হবে সুন্দরভাবে কথা বলা এসএমএস করা এমন সব সময় মিষ্টি কথা বলবেন ও এসএমএস করবেন যাতে আপনার মেয়ে বান্ধবী আপনার প্রতি পাগল হয়ে যায়। মেয়েদের একটি প্রধান গুন আছে খুব সহজে মুখ ফুটে কিছু বলতে চায় না কিন্তু তাদের চোখের ভাষা বুঝতে হয়।
এইটা যে ছেলে বুঝবে না তার দ্বারা জীবনে কিছু হবে না বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন সব মিষ্টি ছন্দ শিখিয়ে দেব যাতে আপনার প্রেমিকা খুব সহজেই আপনার প্রেমে হাবুডুবু খায়।
- মনের সৌন্দর্য দেখে ভালোবাসো-ধনের প্রাচুর্যতা দেখে নয়
- গুণের প্রেমে পড়ো-রূপের প্রেমে নয়
- রাত জেগে স্বপ্ন দেখো-দিনের বেলা নয়
- একজনকেই ভালোবাসো-এগার জনকে নয়
- ধীরে ধীরে তুমি মনের ভিতর প্রেম জাগালে
- তাইতো হৃদয় দিয়ে ভালবাসি আমি তোমাকে
- একসাথে দুজনে সারা জীবন থাকবো একসাথে
- দিন যাবে দিন আসবে-সময়ের স্রোতে ভেসে ভেসে
- কেউ কাঁদবে কেউ হাসবে তাতে কি যায় আসবে
- খুঁজে দেখো তোমার আশেপাশে-তোমায় তোমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসে
- ভালবাসি ভালবাসি ভালোবাসি বাগানের ফুল
- ভালোবাসি সুরমা নদীর কূল-ভালবাসি ডানা মেলে উড়ে যাওয়া পাখি
- আর ভালোবাসি তোমার ওই কাজল নয়নের আঁখি
- তোমার ওই কালো চোখের কাজল -কানে ঝুমকোর দুল
- ঠোঁটে জেন রক্তে রাঙা গোলাপ ফুল-চোখে তোমার মিষ্টি মিষ্টি হাসি
- আমি যে তোমায় সত্যিই অনেক বেশি ভালোবাসি
- তুমি আমার সেই কবিতা-যাকে নিয়ে প্রতিদিন ভাবি
- আঁকতে পারিনা-তোমার সেই ছবি
- তুমি আমার ভালোবাসা-যাকে আমি প্রতিদিন চাই
- বলতো তোমাকে আমি কোথায় পাই
মেয়ে পটানোর সেরা ডায়লগ
বন্ধুরা আজ আমি আপনাকে এমন সব মেয়ে পটানোর আইডিয়া দিব যেটা আপনার প্রেমিকা বান্ধবী ও অপরিচিত মেয়ে পটানোর জন্য অনেক কার্যকরী। মেয়েদের ইমপ্রেস করার বেশ কিছু ডাইলগ শিখিয়ে দেব। আমরা নতুন কোন মেয়ের সাথে কথা বলতে বা মেয়েদের সঙ্গে কথা বলতে একটু আন ইজি ফিল করি। যে কি বলতে কি বলে দেব সে কি ভাববে প্রপোজ করলে
আমাকে খারাপ ভাববে কিনা বিভূতি সব চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরপাক খায় সব সময়। এজন্য আমি আপনাদেরকে আজ এমন সব ডায়লগ শিখাবো যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে সাহসিকতায় ও অনেক সুন্দর ও সাবলীল প্রেমময় ভঙ্গিতে কথা বলতে পারবেন।
- আপনার প্রেমিকার উদ্দেশ্যে বলবেন যেদিন থেকে তুমি আমার মনের ঘরে বাসা বেধেছো ঠিক সেইদিন থেকে আমার মনের ঘরের রাস্তা পৃথিবীর নকশা থেকে হারিয়ে গেছে। এর অর্থ হচ্ছে আপনার হৃদয়ে সে ব্যতীত অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না।
- আপনার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলবেন তুমি জানো কি। ঠিক তখন আপনার প্রেমিকা বলবে কি। তুমি যখন আমার জীবনে পদার্পণ করেছ তখন থেকে আমার জীবন বুলেট ট্রেনের গতিতে চলছে। এর মানে হচ্ছে সে মেয়েটি আশাতে আপনার জীবন অনেক সুন্দর ভাবে চলছে। একথা শুনে সে অনেক খুশি হয়ে যাবে।
- অপরিচিত মেয়েকে প্রপোজ করতে গিয়ে এই ডায়লগ দিতে পারেন আমি নিঃশ্বাস হারাতে পারি তোমাকে হারাতে পারবো না। এই কথাটি শুনবেন মেয়েটির হৃদয় স্পর্শ করে যাবে এবং খুব সহজেই আপনার প্রেমে হাবুডুম খাবে।
- যে মেয়েটি সব সময় আপনার কাছাকাছি থাকে কিন্তু আপনি তাকে প্রপোজ করতে পারছেন না সেই মেয়েটির উদ্দেশ্যে বলবেন তুমি আমার মনের ভেতরে ও ব্রেইনে যেভাবে ঘুরপাক খাও এতে তুমি খুব সহজেই চাঁদের দেশ থেকে ঘুরে আসতে পারবে। এই কথাটি বললে আপনার প্রেমিকা খুব সহজে ইমপ্রেস হয়ে যাবে।
- প্রেমিকার উদ্দেশ্যে এই কথাগুলো বলতে পারেন আমার ফোনে তোমার ভুল অথবা মেসেজ আসলে আমার ফোন ভাইব্রেট না হলেও আমার হৃদয় ভাইব্রেট হয়ে উঠে । আমার মনের ভিতরে রোমান্টিক সব গান বেজে ওঠে। এসব কথা শুনলে আপনার প্রেমিকা খুব দ্রুত আপনার প্রতি আকৃষ্ট হয়ে উঠবে।
- মেয়েরা সাধারণত সব সময় তাদের প্রশংসা শুনতে পছন্দ করে এই জন্য সব সময় তাদের এইভাবে বলতে হবে এক্সকিউজ মি মিস আপনি কি কোন ম্যাজিক জানেন তখন মেয়েটি আপনাকে বলবে কেন। আপনি তখন তার চোখের দিকে তাকিয়ে বলবেন না মানে আপনার চোখের দিকে তাকালে আমার আশেপাশে সবকিছু হারিয়ে যায়।
- নিশ্চয়ই আমার চোখে কোন সমস্যা হয়েছে নইলে আপনার দিকে একবার তাকালে আর অন্য দিকে তাকাতে পারছি না।
- তোমার কি কোন জমজ বোন আছে তখন মেয়েটি বলবে কেন তখন আপনি বলবেন আপনি মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী।
- আপনার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে আপনি বলবেন আমি আপনাকে গ্রেফতার করতে চাই। উত্তরে মেয়েটি বলবে কেন। তখন আপনি বলবেন তুমি আমার মন চুরি করে নিয়েছো তাই ।
- এক মিনিট দাঁড়ান দাঁড়ান আমাকে একবার জান্নাতে টেলিফোন করতে হবে। কারণ সেখান থেকে একটি হুরপরী হারিয়ে গেছে মনে হয়।
মেয়ে পটানোর মিষ্টি কথা ও sms জেনে নিন
কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। মেয়ে পটানোর মিষ্টি কথা ও sms জেনে নিন । রোমান্টিক সব কথা এসএমএস মেসেজ ও ডাইলোগ আপনাদেরকে শিখিয়ে দিব যা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার পছন্দের মানুষের মন জয় করতে পারবেন।
আপনারা অনেকেই প্রিয় মানুষটিকে মেসেজ অথবা চিঠি দিয়ে আপনার মনের কথাগুলো খুব সহজে বলতে পারেন। এ বিষয়ে নিচে আরও পড়ুন ।
- শোনো আমি তোমাকে কি পরিমান যে ভালবাসি এই কথাটি বলে বোঝাতে পারবো। তোমার ভালোবাসার পরীক্ষা দিতে দিতে আমার এক জীবন অনেক ছোট হয়ে যাবে।
- সাত সমুদ্র তেরো নদী পার করে বার বার আসবো শুধু তোমার কাছে ফিরে । আমার হৃদয়ে দাও ধরা। যতনে রাখিবো যতই আসুক বাধা।
- কতদিন থাকব একা সামনে থাকো তবু দাওনা কেন ধরা ও প্রিওসি মন চায় সব সময় তোমার সাথে থাকতে।
- তোমায় আমি ভালোবাসি তুমি আমার জান তুমি আমার একলা জীবনের মিষ্টি জর্দা পান। বৃষ্টির ধারা ঝরে পড়ছে। তোমার কল্পনাতে আমার আঁখি নয়ন জ্বলছে।
- জোছনা ভরা রাতে তোমার সাথে হাঁটতে অনেক ভালো লাগবে। বৃষ্টি ভেজা বিকেলে তোমার শাড়ির আঁচলে তোমার পাশে বসে থাকতে ইচ্ছে করে।
- এক জীবনে শুধু তোমাকেই চায়। তুমি আমার প্রথম প্রেম তুমি আমার শেষ ভালোবাসা।
- কখনো কারো সাথে এক সঙ্গে পথ চলিনি তোমার সাথে সারা পৃথিবী ঘুরবো বলে। ভালোবাসি কথাটি বলিনি কাউকে তোমায় পাবো বলে ।
- আমার নিঃশ্বাসে তুমি আমার বিশ্বাসেও তুমি।
- ভালোবাসা এক অন্যরকম অনুভূতি যা আপনাকে পূর্বের দুঃখের স্মৃতি দূর করে দেয় এবং নতুন করে ভালোবাসা দিয়ে আপনার হৃদয়কে প্রশান্ত মহাময় করে দেয় ।
- সব কথা কি মুখে বলা যায় কিছু কিছু কথা চোখ দেখে বুঝতে পারো না।
- ভালোবাসার মানুষটির হাত কখনো ছাড়বে না। কারণ জীবনের টাকা পয়সা বাড়ি গাড়ি আসবে যাবে কিন্তু প্রিয় মানুষ একবার হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবেন না।
অপরিচিত মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৪ সালের সেরা টিপস
এই ডিজিটাল যুগে মেয়েরাও অনেক ডিজিটাল জীবন যাপন করা শুরু করছে। এসব মেয়েদের খুব সহজে পটানো সম্ভব না এদেরকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ইমপ্রেস করতে হবে। অপরিচিত মেয়ে পটানোর মিষ্টি কথা ২০২৪ সালের সেরা টিপস সম্পর্কে নিচে পড়তে থাকুন ।
- আপনি কিছু না মনে করলে একটা কথা বলতে পারি -জি বলুন তখন আপনি বলবেন আমার কাছে মনে হচ্ছে প্রশংসাই করা চলবে না কারণ যা করব তাই কম হয়ে যাবে। আপনি এতটাই সুন্দর যে বিশ্ব সুন্দরী এঞ্জেলিনা জুলিকেও হার মানিয়ে দিবেন।
- এক্সকিউজ মি আমি আপনার চেহারার দিকে বারবার তাকাচ্ছি এজন্য আপনি রাগ করবেন না। কারণ আপনার চেহারাতে আমার নজরটা এমন ভাবে আটকে গেছে যে আমি আর আমার দৃষ্টি শক্তি কন্ট্রোল করতে পারছি না।
- তুমি আমার হারানো কবিতা প্রতিদিন মনে হয় কিন্তু লিখতে পারি না। তুমি আমার মনের কোণে ডুবে থাকা সেই ছবি যাকে বাইরের দুনিয়াতে আঁকা যায় না। তুমি আমার অজানা ভালোবাসা তোমাকে সবসময়ই কাছে পেতে চাই কিন্তু পাই না।
- আমার দুহাত উঁচু করে দাঁড়িয়ে আছি তোমার দুটি হাত ধরার জন্য। সারা জীবন একসাথে চলবো দুজনে ছিড়বে না ভালোবাসার বাঁধন।
- মিথ্যে ভালবাসা দিওনা হৃদয়ের ভালোবাসা প্রকাশ করো। কেননা ছলনার ভালোবাসা ঠুনকো হয়ে রবে হৃদয়ের ভালোবাসা মন জুড়িয়ে দিবে।
- কখনো বাহ্যিক সৌন্দর্য দেখে প্রেমে পড়োনা কারণ এটা শুধু তোমাকে কাঁদাবে।
- রাতের তারার মতো ভালোবাসবো তোমাকে। সকালের শিশির ভেজা ঘাসে হাঁটবো দুজনে।
- হঠাৎ একদিন আপনি মেয়েটিকে বলবেন আপনি জানেন আপনাকে কেমন লাগে। উত্তর মেয়েটি বলবে কেমন লাগে। তখন আপনি বলবেন স্ট্রবেরি ফলের মতো ভেতরে ভেতরে সুইট আর বাইরে অনেক কিউট।
- কথার ছলে আপনার পছন্দের মেয়েটিকে বলবেন
- আপনার কথা এত মিষ্টি কেন যেন করলার তরকারিতেও দিলে করলার তরকারি ও মিষ্টি হয়ে যাবে
মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা জেনে নিন
বর্তমান জেনারেশনের মেয়েরা সব সময় টাকাওয়ালা ছেলে খোঁজে প্রেম করার জন্য। তবে প্রকৃত অর্থেই যেসব মেয়েগুলো ভালো তারা কখনোই অর্থ সম্পদের প্রাচুর্যতার কথা তারা সব সময় একজন ভালো মনের মানুষের খুঁজবে তাদের লাইফ পার্টনার বানানোর জন্য। মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা জেনে নিন ।
- আপনার পছন্দের মেয়েটিকে একদিন বলবেন আপনি অনেক স্পেশাল একেবারে বকুল ফুলের মত। যাকে নিয়ে অন্য কারো সাথে তুলনা করা যায় না।
- আপনি জানেন আপনি যখন আমার জীবনে এন্ট্রি নিয়েছেন ঠিক সেই সময় থেকে আমার জীবন অনেক ফাস্ট হয়ে গেছে।
- আপনার পরিচিত মেয়ে কিন্তু আপনি তাকে প্রপোজ করতে পারছেন না এ ধরনের মেয়েকে বুদ্ধি করে প্রপোজ করার কায়দা হচ্ছে। আপনি তাকে বলবেন আপনার কাছে ফায়ার সার্ভিসের কোন নাম্বার আছে উত্তরে মেয়েটি বলবে নাতো কেন কি হয়েছে। তখন আপনি বলবেন আপনাকে দেখার সময় আমার হৃদয়ে আগুন জ্বলতে থাকে। এ কথাটি বলার কিছুক্ষণ পর মেয়েটির চোখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলবেন একটু ফান করলাম। কিন্তু আপনাকে সত্যিই অনেক সুন্দর লাগছে।
- যখন মেয়েটির সঙ্গে আপনি গল্প করছেন কিন্তু প্রপোজ করার সাহস হচ্ছে না ঠিক সেই মুহূর্তে। আপনি মেয়েটিকে প্রশ্ন করতে পারেন
- ভালোবাসার অর্থ প্রিয় মানুষটার কাছ থেকে কোন কিছু পাওয়া না বরং ত্যাগের মধ্যে লুকিয়ে থাকে প্রকৃত ভালোবাসা।
মেয়ে পটানোর হাসির কথা
অনেক ছেলেরা আছে যারা মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পায়। মেয়েদের সামনে গেলে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না। বর্তমান সময়ের মেয়েদের সবসময় মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালো লাগে কেউ তাদের প্রশংসা করুক এটা সবসময় তারা চায়। মেয়ে পটানোর হাসির কথা শিখে নিন।
- আপনার প্রিয় মানুষটিকে দেখে আপনি বলবেন এই যে মিস আপনি কি গ্রীস থেকে এসেছেন উত্তরে মেয়েটি বলবে আপনি কি বলেন এসব। জবাবে আপনি তখন বলবেন না মানে সব দেবীরা গ্রিস থেকে আসে তো তাই আর কি। এই কথা শুনে মেয়েটি মনে করবে আপনি তাকে দেবীর সঙ্গে তুলনা করছেন। এবং মেয়েটি আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে ।
- প্রিয়তোমাকে দেখে বলবেন এই যে আপনার কোন জমজ বোন আছে কি। আপনার কোন যমজ বোন না থাকলে আপনি বিশ্বের সবথেকে বেশি সুন্দরী।
- আপনি যখন কথা বলেন এত পরিমাণ মিষ্টি লাগে যে চকলেটও এতো মিষ্টি লাগে না।
স্কুলের মেয়ে পটানোর টিপস মনে করেন আপনার একটি মেয়েকে পছন্দ হয়েছে মেয়েটি পড়ে নওগাঁ কেডি হাই স্কুলে । আপনি মেয়েটিকে দেখে ক্রাশ খেয়ে গেছেন তো সেই মেয়েটির সামনে গিয়ে বলবেন আপনি কোন স্কুলে পড়েন উত্তরে মেয়েটি বলবে কেডি হাই স্কুলে। তখন আপনি এই মেয়েটিকে বলবে পৃথিবীর সব সুন্দরী মেয়েগুলো মনে হয় এই স্কুলে পড়ে।
উত্তরে মেয়েটি বলবে কি বলতে চাইছেন। তখন আপনি বলবেন এর আগে আমি একটা মেয়ের সঙ্গে প্রাইভেট পড়তাম সেই মেয়েটিও দেখতে অনেক সুন্দর ছিল এবং সে এই হাই স্কুলে পড়তো। তার কথা নাইবা বললাম কিন্তু আপনি তো দেখছি পুরাই কিউটের রানী। এ কথা বলার পর আপনি মেয়েটির চোখের দিকে তাকাবেন। দেখবেন মেয়েটি মুচকি হাসি দিচ্ছে আপনাকে আপনি বুঝে নিবেন যে মেয়েটি আপনার প্রতি ইমপ্রেস হয়ে গেছে।
শেষ কথা
মেয়ে পটানোর মিষ্টি সব মেসেজগুলো আপনারা পড়লেন ।এরই ধারাবাহিকতায় আশা করি আপনারা খুব সুন্দর ভাবে আপনাদের প্রিয় মানুষটিকে ইমপ্রেস করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যতই প্রেম করুন না কেন টাকা না থাকলে এসব প্রেমের কোন মূল্যায়ন নেই এজন্য আগে বেশি বেশি টাকা ইনকাম করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url