মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ। জাফলং কিসের জন্য বিখ্যাত


প্রিয় পাঠক মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ ও জাফলং কিসের জন্য বিখ্যাত। বাংলাদেশের সিলেট বিভাগে ভ্রমণ করতে চাইলে প্রথমে চলে আসে মৌলভীবাজার জেলার নাম।  চারদিকে সবুজ চা বাগান দৃষ্টিনন্দন সব ঝর্ণাধারা এ যেন এক প্রকৃতির মায়াবী খেলা দেখলেই প্রাণ জুড়িয়ে যায় বলাবাহুল্য বাংলাদেশের একটি অন্যতম পর্যটন নগরী।
মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ
ভ্রমণ পিয়াসু মানুষদের জন্য এই জেলার অপরূপ সৌন্দর্য ও নৈসর্গিকতা পর্যটকদের হৃদয় ছুঁয়ে যায় এ জেলার প্রধান উৎপাদিত ফসল ধান চা এবং পাট এর পাশাপাশি বেশ কিছু পর্যটনকেন্দ্র আছে যা এই জেলার অর্থনীতির মূল স্তম্ভ।

ভূমিকা 

সোনারগাঁও শহরের ধ্বংসাবশেষ  এই জেলা। এই জেলাটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক মাধব কুন্ডের হিন্দু মন্দির বিখ্যাত জান্নাতুল ফেরদৌস মসজিদ সহ অনেক বড় বড় দর্শনীয় স্থান আছে হাওর জলপ্রপাত ঝর্ণাধারা পাহাড়ের টিলা চা বাগান দৃষ্টিনন্দন সব সৌন্দর্য ঘিরা জায়গা এ সম্পর্কে জানতে আরো পড়ুন।

মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ 

বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের এই জেলা পর্যটন নগরি হিসেবে এই জেলা অনেক নাম করে নিয়েছে বাংলাদেশ সহ সারা পৃথিবীর বুকে এই জেলার গ্রামীণ অন্তর্ভুক্ত রূপ বৈচিত্রের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সৌন্দর্যের চা বাগান চা শিল্পকে কেন্দ্র করে আদিবাসীদের কর্মযজ্ঞ সবকিছু মিলিয়ে এক অপরূপ সৌন্দর্যের জেলা হচ্ছে সিলেট 

এ জেলার পর্যটক কেন্দ্রের উল্লেখযোগ্য কিছু স্থান হযরত শাহ মুস্তাফা রাঃ এর মাজার শরীফ ৯২ টি চা বাগান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ ও লাওয়াছাড়া জাতীয় উদ্যান আনারস বাগান টিলা পাহাড় হাওড় ও বিল পৃথিমপাশা নবাব বাড়ি এবং চা গবেষণায় ইনস্টিটিউট এছাড়াও আছে কালাপাহাড়

পাথুরিয়া পাহাড় কমলা রানীর দীঘি রাজনগর আদমপুর বন মাধবকুণ্ড ঝর্ণা হামহাম ঝরনা ঝর্ণা পরিকুন্ড ঝর্ণা হাকালুকি হাওর সহ আরও অনেক সৌন্দর্যপূর্ণ জায়গা আছে।

জাফলং কিসের জন্য বিখ্যাত

বাংলাদেশের অনেক সৌন্দর্যের একটি স্থান জাফলং এটি সিলেট জেলার গোয়াইনঘাটা উপজেলার ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তি অঞ্চল সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে জাফলং অবস্থিত। জাফলং কেন বিখ্যাত এখানে রয়েছে ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড় পিয়াইন নদীর স্বচ্ছ পানি ধারার খেলা ও সাদা সাদা মেঘমালার ঢেউ 

মানুষের হৃদয় স্পর্শ করে যায় বর্ষাকালে এবং শীতকালে জাফলং এর সৌন্দর্য এতটাই বৃদ্ধি পায় যে এই সময়টাতে এখানে গেলে মনে হয় যেন প্রকৃতির মাঝখানে হারিয়ে যাব। আরো কিছু দর্শনীয় স্থান আছে লালাখাল তামাবিল জৈন্তাপুর সংগ্রামপুঞ্জি ঝর্ণা এখানকানে বিখ্যাত কিছু রেস্তোরাঁ ক্ষুধা রেস্টুরেন্ট ও পিকনিক রেস্টুরেন্ট নামে বড় বড় কিছু রেস্টুরেন্ট আছ।

শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান

সিলেট বিভাগের এই জেলার শ্রীমঙ্গল উপজেলা অপরূপ সৌন্দর্যের এক পর্যটন নগরী যেদিকে চোখ যায় সেদিকেই যেন সবুজের সমারোহ চা বাগানের টিলা ও পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথ এ যেন মনে হয় এক অন্য জগত পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য নয়নাভিরাম একটি জায়গা শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান সমূহ নীলকণ্ঠের সাত রঙের চা 

লাওয়াছড়া জাতীয় উদ্যান ৭১ এর বদ্ধভূমি হামহাম জলপ্রপাত বাইক্কা বিল মাধবকুণ্ড জলপ্রপাত মাধবপুর লেক শীতেপ বাবুর চিড়িয়াখানা চা জাদুঘর চা গবেষণা কেন্দ্র ও বিখ্যাত জান্নাতুল ফেরদৌস মসজিদ আরো কিছু দর্শনীয় স্থান আছে যেমন চা কন্যা ভাস্কর্য টিলাঘেরা সবুজ চা বাগান খাসিয়া পল্লী

সিমেট্রি নিমাই শিববাড়ি মন্দির লালটিলা মন্দির হরিণছাড়া গলফ মাঠ মাগুর ছড়া খাসিয়া পুঞ্জি হোটেল গ্রান্ড সুলতান বরশি জোড়া ইকোপার্ক মনিপুরীসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবনধারা এবং সংস্কৃতি।

মৌলভীবাজার জেলার চা বাগান কয়টি

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে তথ্য মতে বাংলাদেশের সবকটি জেলার মধ্যে এই জেলাতে সবচাইতে বেশি চা উৎপাদন হয় মৌলভীবাজার জেলার চা বাগান কয়টি। বাংলাদেশে মোট ১৬৭ টি চা বাগান রয়েছে এরমধ্যে এই জেলাতেই ৯২ টি চা বাগান আছে চা উৎপাদনে

এইজেলা সবার শীর্ষে দেশের ৫০ শতাংশ চা উৎপাদন করে এই জেলা সর্বশেষ গত বছর ১০ কোটি কেজি চা উৎপাদন করেছে বাংলাদেশ এবছর তার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০ কোটি ২০ লাখ কেজি চা উৎপাদন করবে বলে ধারণা করছে বাংলাদেশ চা বোর্ড কর্তৃপক্ষ।

মৌলভীবাজার জেলা কিসের জন্য বিখ্যাত

বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত এই জেলার অর্থনীতির প্রধান উৎস হল চা শিল্প এবং রাবার শিল্প মৌলভীবাজার জেলা কিসের জন্য বিখ্যাত সে সম্পর্কে জেনে নেওয়া যাক এই জেলাতে অনেক বেশি পরিমাণে চা ও রাবার এর উৎপাদন হয় এর বাইরে ও এ জেলার অন্যতম পর্যটন শিল্প। ছোট বড় মিলিয়ে অনেক ধরনের পর্যটন শিল্প গড়ে উঠেছে এখানে 

প্রতিদিনই পর্যটকদের অনেক ভিড় দেখা যায়। এই জেলার বিখ্যাত কিছু স্থান শাহ মুস্তাফা রা. এর মাজার ঐতিহাসিক কমলা রানীর দিঘি শ্রী শ্রী ঠাকুর রানীর মন্দির চা বাগান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ চা কন্যা ভাস্কর্য লাউয়াছড়া জাতীয় উদ্যান হামহাম জলপ্রপাত মাটির পুল বড়লেখা হাকালুকি হাওর ৩০০ বছরের পুরনো মাজার 

হাইল হাওর বাইক্কা বিল পুরানগাঁও পালবাড়ি প্রাচীন মন্দির বধ্যভূমি নির্মায় শিববাড়ি আসিদ্রোন জিলাদ পুর তিন গম্বুজ গায়েবী মসজিদ ও অজ্ঞান ঠাকুরের দেওয়াল রাজনগর এছাড়া আরও আছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট পরি কুন্ড জলপ্রপাত মনিপুরী পল্লী দোসাই রিসোর্ট এন্ড স্পা পাথরিয়া পাহাড় ইত্যাদি।

হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ

বাংলাদেশের সিলেট বিভাগের উত্তর পূর্বাঞ্চলের একটি জেলা হবিগঞ্জ হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ এর পাশাপাশি এখানকার মানুষের তৈরি বস্ত্র সিরামিক ও খাদ্য দ্রব্য পর্যটকদের অনেক মনমুগ্ধকর করে তোলে 

এই জেলার দর্শনীয় স্থানগুলো হল শংকর পাশা সাইমসজিদ বিবিয়ানা গ্যাসক্ষেত্র বাওয়ানী টি এস্টেট কমলা রানীর দিঘী রেমা কালেঙ্গা সংরক্ষিত বন হবিগঞ্জ সিটি পার্ক লালন শাহ স্মৃতির পার্ক সুরমা রিভারফ্রন্ট পার্ক নিরিবিলি পার্ক ঘোড়ামারা পার্ক এই জেলাটি বিখ্যাত যে কারণে লোকসাহিত্য সংস্কৃতি ইতিহাস ও 

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমিতে পর্যটকদের আকৃষ্ট করে ফেলে আরও কিছু অন্যতম জায়গা আছে যেমন সাতছড়ি জাতীয় উদ্যান তা প্যালেস লাক্সারি রিসোর্ট বিথাইল বড় আখড়া ও পোলো দিয়ে মাছ ধরা উৎসব।

শেষ কথা 

বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের একটি বিভাগ সিলেট এ বিভাগের সবকটি জেলাতেই অনেক সুন্দর সুন্দর ভ্রমণের স্থান রয়েছে যা পর্যটকদের খুব সহজেই আকৃষ্ট করে তবে এই স্থানগুলোতে ঘুরতে যাওয়ার সময় ভালোভাবে সব কিছুর বিষয়ে খোঁজ-খবর নিয়ে যাবেন। আর এই জায়গাগুলোতে যাওয়ার পর সবকিছুর দরদাম আগে নির্ধারণ করে নিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url