নিজোডার শ্যাম্পুর ৫টি উপকারিতা-নিজোডার ২ শ্যাম্পু দাম কত


আসসালামু আলাইকুম প্রিয় পাঠক নিজোডার শ্যাম্পুর ৫টি উপকারিতা ও নিজোডার ২ শ্যাম্পু দাম কত এই সম্পর্কে সঠিক তথ্য জেনে নিন । আমরা আমাদের মাথার খুশকির ও চুল ঝরে পড়ার সমস্যার জন্য প্রাকৃতিকভাবে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে চুলে ব্যবহার করে থাকি
নিজোডার শ্যাম্পুর ৫টি উপকারিতা জানুন
কিন্তু মাথার খুশকি পুরোপুরিভাবে নির্মূলের ক্ষেত্রে নিজোডার শ্যাম্পু সিলেক্ট প্লাস শ্যাম্পু বেশ কার্যকরী ভূমিকা পালন করে । এইসব শ্যাম্পু ব্যবহার করলে আমাদের মাথার ত্বকের সমস্যা সৃষ্টি হওয়া ও খুশকি তৈরি হওয়া রোধ করে ।

ভূমিকা 

খুশকি একটি ছোঁয়াচে রোগ এ জন্য কারো মাথায় পূর্বে থেকে খুশকি ছিল এরূপ মাথায় আচঁড়ানো চিরুনি দিয়ে আমরা পরবর্তীতে মাথা আচঁড়ালে আমাদের মাথায় খুশকি পার হয়ে যাবে। এটি শুষ্ক আকৃতির এবং খুব দ্রুত বাড়ে । এই সমস্যাটি একবার আমাদের মাথায় তৈরি হলে খুব সহজে নির্মূল করা যায় না এই সমস্যা সমাধানের বেশ কয়েকটি উপায় জানতে নিচে আরো পড়ুন ।

নিজোডার শ্যাম্পুর ৫টি উপকারিতা

নিজোডার শ্যাম্পুর ব্যবহার ও উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানিনা । এই শ্যাম্পু ব্যবহারের সঠিক তথ্য না জেনে ব্যবহার করা ঠিক না। এই শ্যাম্পু ব্যবহারের জন্য সকল ধরনের চিন্তা দূর হয়ে যাবে । এজন্য এই আর্টিকেলটি পুরোপুরি পড়বেন । এই শ্যাম্পু ব্যবহারের ফলে আমাদের শরীরের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা ও 

মাথার খুশকি জনিত সমস্যা দ্রুত নির্মূল হয়ে যাবে । এই শ্যাম্পু ব্যবহারের জন্য অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিবেন । এই শ্যাম্পুটি প্রত্যেক সপ্তাহে দুই দিন ব্যবহারের নির্দেশনা দেয় প্রথম অবস্থায় এবং একমাস পর সপ্তাহে অন্তত একবার ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারগণ । এই শ্যাম্পুটি 

ব্যবহারের নিয়ম হচ্ছে গোসলের সময় এই শ্যাম্পু মাথা থেকে শুরু করে শরীরের পুরো অংশে ভালো করে মেখে সুন্দরভাবে ফ্যাঁনা করে নিতে হবে এরপর ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে সুন্দরভাবে গোসল করে নিতে হবে এভাবে করলে আমাদের ত্বকের সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে ।
  • নিজোডার ২% শ্যাম্পু আমাদের ত্বকের ও চুলের জন্য অনেক কার্যকরী । এজন্য শরীরের ত্বকের ও চুলের সব ধরনের সমস্যায় এই শ্যাম্পুটি ব্যবহার করা যায় যেমন অসময়ে চুল পড়ে যাওয়া মাথার খুশকি চুলের গোড়া ফুলে যাওয়া সব ধরনের সমস্যা সমাধানের উৎস হিসেবে কাজ করে নিজোডার ২% শ্যাম্পু ।
  • আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন ব্রণ ও কালো কালো দাগ তৈরি হলে এই শ্যাম্পু ব্যবহার করলে আমাদের ত্বকের ভেতর থেকে সব ধরনের ভাইরাসের সংক্রমণ দূর করে । এইসব রোগ হওয়া থেকে ত্বককে বিরত রাখে।
  • আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন ফুসকুড়ি ছুলি অথবা ছেঁয়াল রোগ হলে এই শ্যাম্পুটি ব্যবহার করলে এই সকল রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ।
  • এই শ্যাম্পু ব্যবহারের ফলে আমাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা যেমন ত্বক কুঁকড়িয়ে যাওয়া রোগ হলে এই শ্যাম্পু ব্যবহার করলে ত্বকের এই ধরনের সমস্যা খুব দ্রুত নির্মূল হয়ে যায় ।
  • শীতের সময় মাথায় অতিরিক্ত পরিমাণে খুশকি হওয়ার কারণে আমাদের মাথার চুল দ্রুত ঝরতে থাকে আর এই সময় ডাক্তারের দ্বারস্থ হলে তারা প্রথমেই নিজোডার ২% শ্যাম্পু ব্যবহারের নির্দেশনা দেন।

নিজোডার ২ শ্যাম্পু কি কি

নিজোডার ২% শ্যাম্পু কি কি জানুন। এটি আমাদের চুলের জন্য অনেক উপকারি
  • নিজোডার ২% ৬ এম এল 
  • নিজোডার ২% ১০০ এমএল
  • নিজোডার ২% ১২০ এম এল

কিটোকোনাজল শ্যাম্পুর উপকারিতা সম্পর্কে জেনে নিন

শীতের সময় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মাথায় খুশকি তৈরি হয় । কিটোকোনাজল শ্যাম্পুর উপকারিতা সম্পর্কে জেনে নিন । নিত্য নতুন জ্যাকেট ও নতুন হেয়ার স্টাইল নিয়ে বাহিরে বের হলে চুলের ফাঁকে এবং কাপড়ের উপরে পড়ে থাকা খুশকির জন্য আমাদের 

সকল ধরনের স্টাইল নষ্ট হয়ে যায়। আর এইটা যদি কোন বন্ধু-বান্ধবের চোখে পড়ে তাহলে তারা এটা নিয়ে অনেক হাসিঠাট্টা শুরু করে। কতই না চেষ্টা ছিল লেবু দই ভিনেগার ব্যাবহার করে খুশকি নির্মূলের জন্য প্রাকৃতিক সব উপায় গুলো ব্যবহার করার পরও খুশকি দূর হচ্ছে না । এ অবস্থায় কি করণীয় আমরা অনেকেই জানি না যে মাথার 

ত্বকের মৃত কোষগুলোই হচ্ছে খুশকি । খুশকি প্রায় সব মানুষেরই আছে তবে কারো ক্ষেত্রে কম আবার কারো ক্ষেত্রে বেশি এটি মূলত একটি ছোঁয়াচে রোগ । পূর্বে খুশকি ছিল এমন মাথায় ব্যবহৃত চিরুনি দিয়ে আমরা আমাদের মাথার চুল আঁচড়ানোর জন্য ব্যবহার করলে আমাদের মাথায়ও খুশকি পার হয়ে যাবে । খুশকি একটি অ্যান্টি ফাংগাল ইনফেকশন 

যেটি হলে আমাদের মাথার ত্বক চুলকায় এবং মাথা্র ত্বক গরম হয়ে থাকে । এর পাশাপাশি আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা তৈলাক্ত ভাব ত্বকে ফুসকুড়ি পড়া বিভিন্ন ধরনের সমস্যায় কিটোকোনাজল শ্যাম্পু বেশ কার্যকর । 

আমাদের ত্বকের ও মাথার সব ধরনের সমস্যার জন্য কিটোকোনাজল শ্যাম্পু অনেক সাহায্যকারী ভূমিকা পালন করে এই শ্যাম্পু ব্যবহার করলে ত্বকের সব ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে । অতিরিক্ত পরিমাণে খুশকি তৈরি হলে আমাদের মাথায় খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে । 

তবে বাজারে সব ধরনের পণ্যই নকল বের হয়েছে এ ক্ষেত্রে এ পণ্যটি কিনার আগে সঠিকভাবে যাচাই-বাছাই করে নিবেন এবং ব্যবহার করবেন ।

স্পার্মাটিন ট্যাবলেট এর উপকারিতা জেনে নিন

স্পার্মাটিন ট্যাবলেট এর উপকারিতা জেনে নিন এই ট্যাবলেট খাওয়ার ফলে আমাদের শরীরের অভ্যন্তরীণ সমস্যাগুলো যেমন স্নায়বিক শুক্রমেহু শারীরিক দুর্বলতা শ্বেত প্রদর চিকিৎসায় অনেক ভালো 

ফলাফল প্রদান করে এটি পুরোপুরি ইউনানী ঔষধ। এই ট্যাবলেটটি সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে তারপরে দিনে ১ থেকে ২ বার এই ট্যাবলেট খাওয়া যেতে পারে । এটি পুরোপুরি হামদাদ ঔষধ এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই । প্রতি পিস ট্যাবলেট এর মূল্য ২ টাকা এবং পুরো ১ বক্স ট্যাবলেট এর মূল্য ১৮০ টাকা। 

তবে যে কোন সময় অবশ্যই ছোট্ট শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে ।

নিজোরাল শ্যাম্পু ব্যবহার

নিজোরাল শ্যাম্পু ব্যবহার করলে আমাদের ত্বকের মাথার বিভিন্ন ধরনের সমস্যা খুব দ্রুত নির্মূল হয়ে যাবে । নিজোরাল ২% শ্যাম্পু ব্যবহার করলে এতে বিদ্যমান রয়েছে মাইক্রোস প্রেরণ স্পেসিস ট্রাইকোফাইটন স্পেসিস এপিডারমুফাইটন 

স্পেসিস নামক হরমোনের কারণে ত্বকের টিনিয়া মিনাস টেনিয়া পেডিস রোগ দূর করতে সহায়তা করে । এই শ্যাম্পু ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে নেড়ে ঝাঁকিয়ে নিতে হবে বোতলটি । প্রথম অবস্থায় এটি প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করা যাবে এরপরে এই শ্যাম্পুঁটি প্রতিমাসে একবার ব্যবহার করা যেতে পারে । 

এই শ্যাম্পুটি চুলের খুশকি দূর হওয়ার প্রায় তিন মাস পর্যন্ত ব্যবহার করতে হবে যাতে এই সমস্যাটি আবার তৈরি না হয়। নারী ও পুরুষ উভয় এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারবেন । তবে ১২ বছরের বেশি বয়স হলে এই শ্যাম্পু ব্যবহার করা উচিত । নিজোরাল শ্যাম্পু আমাদের মাথার ত্বকের ও আমাদের শরীরের 

ত্বকের বিভিন্ন ধরনের রোগের স্নক্রমন ধ্বংস করতে সাহায্য করে । এই শ্যাম্পু ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এটি আপনার চোখ নাক ও মুখে প্রবেশ না করে এসব স্থানে প্রবেশ করলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে ।

সিলেক্ট প্লাস শ্যাম্পু এর উপকারিতা জানুন

শীতের সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মাথার খুশকি সমস্যা নিয়ে ঝামেলায় পড়ি আর এই সমস্যাটি যখন সামনের কোন ব্যক্তি বা আমাদের কোন বন্ধুর চোখে পড়ে তখন তারা 

এটা নিয়ে অনেক হাসি তামাশা করে । আর এই সমস্যাটি সমাধানের জন্য সিলেক্ট প্লাস শ্যাম্পু খুবই কার্যকরী ভূমিকা পালন করে । সিলেক্ট প্লাস শ্যাম্পু এর উপকারিতা জানুন । সিলেট প্লাস শ্যাম্পু ব্যবহার করলে আমাদের মাথার খুশকি মাত্র কয়েক মিনিটেই দূর করতে পারবে । আর আমাদের মাথার খুশকি পুরোপুরি ভাবে নির্মূল করার জন্য এই শ্যাম্পু প্রতি সপ্তাহে ২ থেকে ৩ বার 

ব্যবহার করতে হবে টানা ৪ সপ্তাহ পর্যন্ত। তবে এক্ষেত্রে খুশকি পুরোপুরি ভাবে আমাদের মাথায় আবার সৃষ্টি হতে না দেওয়ার জন্য এই শ্যাম্পু টি সপ্তাহে অন্তত ১ বার ব্যবহার করতে হবে । মাথার খুশকি পাশাপাশি মাথার বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা চুল ঝরে পড়া ত্বকে ফুসকুড়ি পড়া সব ধরনের সমস্যাতে সিলেট প্লাস শ্যাম্পু অধিক কার্যকরী ।

লেখকের মন্তব্য

আজকে আমরা আমাদের ত্বকের ও চুলের বিভিন্ন ধরনের সমস্যার জন্য সব ধরনের শ্যাম্পুর নাম দাম ও ব্যবহার সম্পর্কে জানলাম । তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন যে এইসব প্রোডাক্ট বাজারে কেনার সময় অবশ্যই সঠিক মান নিয়ন্ত্রণ যাচাই করে কিনবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url