পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম-পায়খানায় যাওয়ার দোয়া


সম্মানিত পাঠক ডায়রিয়া হলে আমাদের দেহ একবারে নাজেহাল হয়ে যায়। পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম ও পায়খানায় যাওয়ার দোয়া সম্পর্কিত কিছু তথ্য আজকে আপনাদের জানাবো । আমরা খাবারের সঙ্গে কোন ধরনের 
পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জানুন
ব্যাকটেরিয়াজনিত ও ভাইরাসজনিত কোন খাবার খেলে আমাদের পেটে বদহজমের সৃষ্টি হয়ে ডায়রিয়া অথবা পাতলা পায়খানা সমস্যা তৈরি হয়।

ভূমিকা

এই সমস্যার পায়খানা সৃষ্টি হলে এই সময় আমরা আমাদের ব্যবহৃত জিনিসপত্র খুব বেশি পরিমাণে ব্যবহার করব না কারণ এটা পরিবারের অন্য সদস্যরাও ব্যবহার করে । টয়লেট শেষে হাত পরিষ্কারভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এ বিষয়ে জানতে নিচে আরো পড়ুন ।

পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম

এই সমস্যার সৃষ্টি হয় আমাদের প্রতিদিনের খাবারের মাধ্যমে কোন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে প্রবেশ করলে সেখান থেকে ডায়রিয়া এই সমস্যার মতো গুরুতর সমস্যার সৃষ্টি হয় । এই রোগটি হলে আমাদের শরীরে শারীরিক সক্ষমতা দুর্বল করে তোলে । মূলত এই রোগটি তিন থেকে চার দিনের 

মধ্যেই সেরে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক দিন ধরে ডায়রিয়া রোগ থাকলে পানি শূন্যতা রোগের সৃষ্টি হয়ে আমাদের মৃত্যু হতে পারে । এই সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এই সমস্যার ট্যাবলেট গুলির নাম
  • শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য প্রযোজ্য (Filmet-400 mg) ফিলমেট ৪০০ মি. গ্রা.
  • বয়স্ক মানুষের জন্য প্রযোজ্য (Flamyd-500 mg) ফ্লামিড ৫০০ মি.গ্র.
  • ছোট শিশুদের জন্য (Ciprocin-250 mg) সিপ্রোসিন ২৫০ মি. গ্রা.
  • প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সেবনযোগ্য (Ciprocin-500 mg) সিপ্রোসিন ৫০০ মি. গ্রা.
  • শুধুমাত্র বড় মানুষের জন্য প্রযোজ্য (Flagyl-400 mg ফ্লাজিল ৪০০ মি. গ্রা.
  • সর্বোপরি এসব ওষুধের থেকে সবচাইতে বেশি কার্যকরী উপাদান মিলবে ওরস্যালাইন খেলে ।

পায়খানায় যাওয়ার দোয়া

বেশিরভাগ সময় আমরা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদের টয়লেট অথবা বাথরুমে প্রস্রাব পায়খানা করে থাকে । আমরা মুসলিম জাতি এজন্য মহান আল্লাহ আমাদের প্রত্যেকটি পদক্ষেপে তার নেয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন । মহান আল্লাহর বিশেষ এক নেয়ামতের মধ্যে আমাদের জন্য রয়েছে প্রস্রাব পায়খানার জন্য দোয়া। 

এই দোয়ার বিশেষ মাহাত্ম্য হচ্ছে আমরা বাথরুমে প্রবেশ করার আগে বাথরুম বন্ধ অবস্থায় থাকে এর মধ্যে কেউ থাকেনা এই স্থান দুষ্টু জ্বীনদের বাসস্থান হিসেবে কাজ করে । এজন্য আমরা টয়লেটে প্রবেশ করার সময় একটি দোয়া পড়ে প্রবেশ করব । আর এই দোয়াটি হচ্ছে আমাদের প্রিয় রাসুল সাঃ বেশি বেশি আমল করতেন ।
  • আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
  • বিসমিল্লাহির রহমানির রহিম
  • বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস
  • গোফানাকা আলহামদুলিল্লাহ জি আজহা বা আন্নিল আজওয়া ফানি আফানি
অর্থঃ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই সকল প্রশংসা মহান আল্লাহর জন্য আমি আপনার কাছে নারী ও পুরুষ খুবিস শয়তানের ক্ষতি থেকে মুক্তি চাই ।

ঘন ঘন পায়খানা বন্ধ করার উপায় জানুন

ঘনঘন এই সমস্যা হলে আমাদের অনেক সমস্যা হতে পারে । যেমন প্রদাহ জনিত তন্ত্রের রোগ ও ডায়াবেটিস ইডিটেবল বাওয়েল সিনড্রোম মূত্রনালীর সংক্রমণ মুত্রাশয়ের সংক্রমণ সৃষ্টি হতে পারে। এ সময় অতি জরুরী ডাক্তারের দ্বারস্ত হয়ে সঠিক চিকিৎসা নিতে হবে । ঘন ঘন পায়খানা বন্ধ করার উপায় জানুন । 

এ বিষয়ে প্রথম অবস্থায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ঘরোয়া পদ্ধতিতে খাবার স্যালাইন তৈরি করে নিতে হবে এর জন্য প্রয়োজন এক গ্লাস পানি এক চিমটি লবণ ও ১০০ গ্রাম গুড় । এই তিনটি উপকরণ দিয়ে স্যালাইন তৈরি করে খেলে বেশ কার্যকরী ফলাফল মিলবে । এর পাশাপাশি এই সময় অনেক বেশি পরিমাণে তরল পানি খেতে হবে কারণ 

পানির মাধ্যমে আমাদের শরীরের অতিরিক্ত টক্সিন ও ব্যাকটেরিয়া বের হয়ে যাবে । এই সময় সফট ড্রিংকস ও কোলড্রিংস জাতীয় পানি পান করার থেকে বিরত থাকুন । এ জাতীয় পানি খেলে আমাদের পাচনতন্ত্র সঠিকভাবে কার্য পরিচালনা করতে পারে না । বিশেষ করে এই সময় কোন ধরনের চর্বিযুক্ত খাবার ও উচ্চ মসলাযুক্ত খাবার খাওয়া যাবে না । 

এই সময় দুগ্ধ-মিষ্টি খাবার হতে বিরত থাকতে হবে । বিশেষ করে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে টয়লেট শেষে হাত ভালোভাবে সাবান অথবা স্যানিটাইজেশন দিয়ে পরিষ্কার করে নিতে হবে । এ সময় অনেক বেশি বেশি ওর স্যালাইন এন খেতে হবে । এ সময় খাবার হিসেবে কাঁচা কলা এবং কলার তরকারি বেশি বেশি 

খাওয়া প্রয়োজন । ডায়রিয়া জনিত সমস্যা সৃষ্টি হলে কি সময় ডাবের পানি ও ভাতের মার খাওয়া যেতে পারে ।

কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয় জানুন

খাবার বিষক্রিয়ার মাধ্যমে আমাদের অনেক সময় ডায়রিয়া ও এই সমস্যার মতো গুরুতর সমস্যা সৃষ্টি হয় । কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয় জানুন । আমরা অনেকেই এই সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের মতামত জেনে আসছি । সেজন্য এই সমস্যা বন্ধের ঘরোয়া কিছু পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো ।
  • এই সমস্যার সময় সর্বোত্তম ওর স্যালাইন খেতে হবে এই সময় বাড়িতে ওর স্যালাইন না থাকলে খাবার স্যালাইন তৈরি করে নিতে হবে । এর জন্য প্রয়োজন প্রথমে এক গ্লাস পানি এক চিমটি লবণ ও ৫০ গ্রাম গুড় গ্লাস ভর্তি পানির মধ্যে গুড়ও লবণ দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে মিক্স করে নিতে হবে এরপর এটা পান করতে হবে।
  • এই সময় প্রচন্ড পেট ব্যাঁথ ও এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ভাতের মাঁড় খেতে পারি । কারণ এই খাবার খেলে আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধি পায় আর এরপরে আমরা আরো কিছু খাবার খেতে পারব রান্না করে যেমন গাজর সেদ্ধ আলু ও সাদা ভাত ।
  • এই সমস্যা রোধে তিন চামচ সরিষা বীজ আধা কাপ পানিতে মিশাতে হবে এর ঠিক ১ ঘণ্টা পরে এটি খেতে হবে দিনে প্রায় দুইবার করে এ পদ্ধতিতে খেলে খুব দ্রুত এই রোগ প্রতিরোধ হবে। কারণ সরিষাতে রয়েছে অনেক পরিমাণে এন্টি ব্যাকটেরিয়াল উপাদান ।
  • কাঁচা পুদিনা পাতা পেস্ট করে এর রস চিপে নিতে হবে এর সঙ্গে এক চামচ মধু ও এক চামচ লেবুর রস মিশিয়ে পান করতে হবে ।
  • কাঁচা পেঁপে ও কলা রান্না অবস্থায় অথবা কাঁচা খেতে হবে তাহলে অতিরিক্ত এই সমস্যা ও পেট ব্যাঁথার হাত থেকে রক্ষা পাওয়া যাবে ।
  • এই সময় দুগ্ধ জাত তৈরিকৃত কোন খাবার খাওয়া যাবেনা দই মিষ্টি প্যারা সন্দেশ ঘি মাখন ইত্যাদি।
  • বাজার থেকে সাবু নিয়ে এসে একটি পরিপূর্ণ গ্লাসে ডুবিয়ে রাখতে হবে এটি তিন থেকে চার ঘন্টা পর এই পানীয়টি পান করলে দ্রুত এই সমস্যা সেরে যাবে ।

পাতলা পায়খানার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জানুন

আমাদের পেটে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে যেমন গ্যাস অম্বল এর কারণে এই সমস্যার সূত্রপাত ঘটে পাতলা পায়খানার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জানুন ।
  • পেটের মধ্যে কোন ধরনের সমস্যা অস্বস্তিকর ফিলিংস তৈরি হয়ে ডায়রিয়া রোগের উপক্রম হলে খুব দ্রুত প্যারাসিটামল খেতে হবে ।
  • বাসায় ফার্মেসি থেকে কিনা ওর স্যালাইন না থাকলে প্রাথমিক পর্যায়ে ঘরে তৈরিকৃত স্যালাইন খেতে হবে এজন্য প্রথমে প্রয়োজন এক দলা গুড় ও এক চিমটি লবণ এক গ্লাস পানিতে দিয়ে সুন্দর করে নাড়িয়ে স্যালাইন তৈরি করে নিতে হবে এই উপাদানটি বেশ কার্যকরী ।
  • এই সময় প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে ডাবের পানি ভাতের মাড় ও চিড়ার পানি খাওয়ানো যেতে পারে ।
  • মধু অনেক বড় একটি ঔষধি উপাদান প্রাচীনকাল থেকেই এর চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে।মধু আমাদের সুস্বাস্থ্য ধরে রাখার জন্য অনেক বড় একটি নেয়ামত মহান আল্লাহতালার সৃষ্টিকৃত খাবার গুলোর মধ্যে । সেজন্য প্রয়োজন এক চা চামচ পিওর মধু এক গ্লাস পানির সঙ্গে দেড় চামচ দারচিনি গুড়ো ও মধু মিশিয়ে এই সময় নিয়মিত সকাল বেলা খেতে হবে তাহলে খুব দ্রুত এই সমস্যা সেরে যাবে।
  • এই সমস্যার সময় অনেক বেশি পরিমাণে দিনে প্রায় ১০ থেকে ১২ ক্লাস পানি পান করতে হবে ।এই সময় পানির মধ্যে ইলেকট্রোলাইট অর্ডার মিক্স করে পান করলে আরো ভালো ফলাফল পাওয়া যাবে । ডাবের পানি অথবা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত সুপ পান করলে অনেক ভালো ফলাফল মিলবে ।
  • এই সমস্যার সময় বেলের শরবত অথবা শুকনো বেলপাতার সঙ্গে ২ চা চামচ মধু মিক্স করে এ উপাদানটি তিন থেকে চার বার খেলে খুব দ্রুত এই সমস্যা রোগ প্রতিরোধ হবে।

পায়খানা ক্লিয়ার করার ট্যাবলেট এর নাম

পায়খানা আমাদের প্রয়োজনীয় খাবারের মত অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় । পায়খানা যেমন আমাদের অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেলেও আমরা বিভিন্ন সমস্যায় পড়ি । তেমনি নিয়মিত পায়খানা ক্লিয়ার ভাবে না হলে আমাদের শরীরের অভ্যন্তরী অনেক ধরনের সমস্যা তৈরি হয় । পায়খানা ক্লিয়ার করার ট্যাবলেট এর নাম জানুন ।
  • Senna Tablets-সেনা ট্যাবলেট
  • Lactuolax-ল্যাক্টুলোস ট্যাবলেট
  • Duralax-ডুরা লাক্স
  • Bisacodil-বিসাকোডিল
  • Dulcolax- ডুলকোলাক্স
  • Avolac Syrup-এভোলাক সিরাপ
  • Lubigut 8 Tabalate-লুবি গার্ড ৮ ট্যাবলেট
  • Easyfeel Tablet-ইজিফিল ট্যাবলেট
  • Glysup Tablet-গ্লিসাফ ট্যাবলেট
পায়খানা ক্লিয়ার না হওয়ার কারণ ঃ
  • সঠিক সময়ে মলত্যাগ সম্পন্ন করতে হবে।
  • অনেকদিন ধরে অসুস্থ তাই থাকলে
  • খুব কম মাত্রায় পানি খেলে
  • শাকসবজিও ফলমূল না খাওয়ার ফলে
  • অনেক বেশিই দুশ্চিন্তা ও মানসিক চাপ নিলে ।
  • শারীরিক পরিশ্রম না করলে
  • সময়মতো মলত্যাগ না করলে
  • অনিয়মিত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়ার ফলে যেমন ফুচকা ফাস্টফুড।
  • কম ফাইবার যুক্ত খাবার খেলে
  • দুগ্ধজাত তৈরিকৃত খাবার অনেক বেশি পরিমাণে খেলে ।

লেখকের শেষকথা

এই সমস্যা বা ডায়রিয়া একটি গুরুতর সমস্যার দিকে রূপান্তরিত হতে পারে। এজন্য এই সমস্যাটি সৃষ্টি হলে আমরা খুব দ্রুত প্রাথমিক পর্যায়ে কিছু চিকিৎসা নেব এর সঙ্গে খুব দ্রুত ডাক্তারের দারস্ত হয়ে এ বিষয়ে পুরোপুরিভাবে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url