বাংলাদেশের বিভাগের নাম-বাংলাদেশের জেলা কয়টি জানুন
সম্মানিত পাঠক বাংলাদেশের বিভাগের নাম ও বাংলাদেশের জেলা কয়টি জানুন। বাংলাদেশে মোট বিভাগ ও জেলা কয়টি এ সম্পর্কে এই আর্টিকেলটিতে আলোচনা করা হলো
বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ বিভাগ এই বিভাগের আয়তন খুবই কম মোট চারটি জেলা নিয়ে এ বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে
ভূমিকা
বাংলাদেশের সর্বশেষ ও ছোট বিভাগ ও বাংলাদেশের সবথেকে বড় বিভাগ কোনটি। এবং বাংলাদেশের মোট জেলার সংখ্যা কয়টি এই সম্পর্কে জানতে নিচে আরও পড়ুন।
বাংলাদেশের বিভাগের নাম
আমাদের বাংলাদেশ ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে মোট আটটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে এই সব স্থানকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। বাংলাদেশে মোট ৮ টি বিভাগ রয়েছে এই বিভাগ নাম গুলোর নাম
- খুলনা বিভাগ
- চট্টগ্রাম বিভাগ
- রাজশাহী বিভাগ
- ঢাকা বিভাগ
- সিলেট বিভাগ
- রংপুর বিভাগ
- বরিশাল বিভাগ
- ময়মনসিংহ বিভাগ
বাংলাদেশে আরো দুইটি নতুন বিভাগের নাম প্রস্তাব পেশ হয়েছেন এগুলো হলো আমাদের দেশের বৃহত্তম দুটি নদীর নামের অনুসারে নামকরণ করা হবে পদ্মা বিভাগ ও মেঘনা বিভাগ।
বাংলাদেশের জেলা কয়টি জানুন
আমাদের বাংলাদেশ মোট আটটি বিভাগের মধ্যে ৬৪ জেলায় বিভক্ত। এই সব জেলাগুলি আবার ৪৯৫ টি উপজেলায় বিভক্ত হয়েছে। এইসব জেলার নাম নিচে দেওয়া হল। বাংলাদেশের প্রথম জেলা প্রতিষ্ঠিত হয়েছিল ১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা। এবং বাংলাদেশের দ্বিতীয় জেলা প্রতিষ্ঠিত হয়েছিল ১৭৬৯ সালের ১৬ই ডিসেম্বর রংপুর জেলা। এবং বাংলাদেশের সর্বশেষ ১৯৮৪ সালে ৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল ফেনী জেলা।
- বরিশাল বিভাগঃ বরগুনা জেলা , ভোলা জেলা , ঝালকাঠি জেলা , পটুয়াখালী জেলা , বরিশাল জেলা , পিরোজপুর জেলা।
- চট্টগ্রাম বিভাগঃ বান্দরবান জেলা , খাগড়াছড়ি জেলা , চাঁদপুর জেলা , ব্রাহ্মণবাড়িয়া জেলা , কক্সবাজার জেলা , ফেনী জেলা,নোয়াখালী জেলা , রাঙ্গামাটি জেলা , লক্ষীপুর জেলা , কুমিল্লা জেলা , চট্টগ্রাম জেলা
- রাজশাহী বিভাগঃ রাজশাহী জেলা , নওগাঁ জেলা , বগুড়া জেলা , সিরাজগঞ্জ জেলা , নাটোর জেলা , পাবনা জেলা , চাঁপাইনবাবগঞ্জ জেলা , জয়পুরহাট জেলা
- ঢাকা বিভাগঃ ফরিদপুর জেলা , মুন্সিগঞ্জ জেলা , গোপালগঞ্জ জেলা , ঢাকা জেলা , গাজীপুর জেলা , টাঙ্গাইল জেলা , শরীয়তপুর জেলা , রাজবাড়ী জেলা , নরসিংদী জেলা , নারায়ণগঞ্জ জেলা , মানিকগঞ্জ জেলা , মাদারীপুর জেলা , কিশোরগঞ্জ জেলা
- খুলনা বিভাগঃ চুয়াডাঙ্গা জেলা , বাগেরহাট জেলা , ঝিনাইদহ জেলা , যশোর জেলা , খুলনা জেলা , মাগুরা জেলা , কুষ্টিয়া জেলা , মেহেরপুর জেলা , নড়াইল জেলা , সাতক্ষীরা জেলা
- ময়মনসিংহ বিভাগঃ নেত্রকোনা জেলা , জামালপুর জেলা , ময়মনসিংহ জেলা , শেরপুর জেলা
- রংপুর বিভাগঃ গাইবান্ধা জেলা , দিনাজপুর জেলা , লালমনিরহাট জেলা , কুড়িগ্রাম জেলা , নীলফামারী জেলা , রংপুর জেলা , পঞ্চগড় জেলা , ঠাকুরগাঁও জেলা
- সিলেট বিভাগঃ হবিগঞ্জ জেলা , সুনামগঞ্জ জেলা , সিলেট জেলা ,মৌলভীবাজার জেলা
বাংলাদেশের ৬৫ তম জেলার নাম কি জানুন
১৯৭১ সালে দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশের জেলার সংখ্যা মোট ৬৪ টি। বাংলাদেশের ৬৫ তম জেলার নাম কি জানুন। বাংলাদেশের ৬৫ তম জেলা এখনো হয়নি তবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর জন্মস্থান এলাকা কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে পঁয়ষট্টি তম জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রস্তাবনা জারি আছে।
বাংলাদেশের বিভাগ ও জেলা কয়টি জানুন
বাংলাদেশ ১৯৭১ সাল থেকে ২০১১ সালের আগ পর্যন্ত ৭ টি বিভাগের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের বিভাগ ও জেলা কয়টি জানুন। বাংলাদেশ সর্বশেষ ২০১১ সালে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল এই নিয়ে বাংলাদেশে মোট বিভাগের সংখ্যা ৮ টি । এই আটটি বিভাগ আবার ৬৪ জেলায় বিভক্ত এই জেলাগুলো কোন বিভাগে কয়টি জেলা রয়েছে তা বিস্তারিত জেনে নিন
- চট্টগ্রাম বিভাগঃ ১১ টি জেলা আছে
- রাজশাহী বিভাগঃ ৮ টি জেলা আছে
- খুলনা বিভাগঃ ১০ টি জেলা আছে
- রংপুর বিভাগঃ ৮ টি জেলা আছে
- ঢাকা বিভাগঃ ১৩ টি জেলা আছে
- বরিশাল বিভাগঃ ৬ টি জেলা আছে
- ময়মনসিংহ বিভাগঃ ৪টি জেলা আছে
- সিলেট বিভাগঃ ৪ টি জেলা আছে
বাংলাদেশের নতুন বিভাগের নাম কি
বাংলাদেশের নতুন বিভাগের নাম কি জানুন। বাংলাদেশের বিভাগ মোট আটটি এখনো নতুন কোন বিভাগ প্রতিষ্ঠিত হয়নি। তবে নতুন দুইটি বিভাগের জন্য প্রস্তাব পাস করেছেন জাতীয় সংসদ এই দুইটি বিভাগ কুমিল্লা অঞ্চলকে ঘিরে মেঘনা নদীর নামের অনুসারে নামকরণ করা হবে মেঘনা বিভাগ আরেকটি পদ্মা নদীর নামকরণ অনুসারে নামকরণ করা হবে পদ্মা বিভাগ।
বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি
আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি জানুন। বাংলাদেশের সব থেকে বড় চট্টগ্রাম বিভাগ। এই বিভাগের আয়তন ৩৩ হাজার ৯০০৯ বর্গ কিলোমিটার। এই বিভাগের জেলার সংখ্যা মোট ১১ টি। এবং আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা । এই বিভাগের আয়তন ২০ হাজার ৫০৯ বর্গ কিলোমিটার।
আরও পড়ুনঃ বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর কোনটি
এবং আয়তনের দিক থেকে বাংলাদেশের সব থেকে ছোট বিভাগ ময়মনসিংহ বিভাগ যার মোট আয়তন ১০ হাজার ৬৬৯ বর্গ কিলোমিটার।
শেষ কথা
আজকের এই আর্টিকেলটিতে আমরা বাংলাদেশের বিভাগ ও জেলা সম্পর্কে কিছু তথ্য জানলাম। বাংলাদেশ সর্বমোট ৬৪ টি জেলায় অন্তর্ভুক্ত। যা মোট ৮ টি বিভাগের মদ্ধ্যে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url