ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো-কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব জানুন
প্রিয় পাঠক ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ও কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব জানুন। বর্তমানে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা
বিশ্বের সকল উন্নত দেশগুলোর ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে অনেক দক্ষতা ও স্কিল গড়ে তুলেছে এর ফলে দিন দিন তারা অনেক অর্থ লাভ করেছেন
ভূমিকা
ফ্রিল্যান্সিং এমন একটি মাধ্যম যেখান থেকে আমরা ঘরে বসে কাজ করে ইনকাম করতে পারব তবে এই ইনকাম করার জন্য আমাদেরকে সঠিক মাধ্যম ও সঠিক বিষয়ে কাজ শিখতে হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিস্তারিত ভাবে জানতে নীচে আরও পড়তে থাকুন
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
বর্তমানে চাকরির বাজার এত টাই কঠিন যে বেশিরভাগ ছেলে মেয়েরাই এখন ফ্রিল্যান্সিং করার পিছনে ঝুঁকে পড়েছেন। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এই মুহূর্তে বিষয়টি বর্তমানে তরুণ তরুণীরা অনেক পছন্দ করে নিয়েছেন এর প্রধান কারণ ঘরে বসেই বিদেশের
বিভিন্ন তথ্য প্রযুক্তির অঙ্গনের কাজ করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে । তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ বিষয়টি জানিনা যে ফ্রিল্যান্সিং কিভাবে শিখতে হয় শুরুটা কোথায় করব বা সঠিক পথপ্রদর্শক হিসেবে কাউকে খুঁজে পাই না তবে এ বিষয়ে কিছু তথ্য নিচে জানানো হলো। বাংলাদেশের বর্তমান ফ্রিল্যান্সিং দুটি উপায়ে শেখা সম্ভব
প্রথম অনলাইনে বিনামূল্যে এবং দ্বিতীয় অফলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানের কাছে টাকার বিনিময়ে। এজন্য প্রয়োজন আপনার প্রথমেই আপনি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করতে চান গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান আপনার মাথায় একটা চিন্তা থাকতে হবে যে আপনি
অফলাইনে দেখে নীজে শিখতে পারবেন কিনা বা আশেপাশে এলাকার কোন অফলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে ক্লাস করার মাধ্যমে শিখবেন। এ বিষয়ে তথ্য নিতে আপনাকে বেশি বেশি গুগল সার্চ করতে হবে এবং ইউটিউব ভিডিও দেখতে হবে আপনি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করতে চান সেটি নির্দিষ্ট ভাবে ভেবে থাকলে খুব দ্রুত সে বিষয়ে কাজ করা শুরু করুন
কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব জানুন
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং শিখার জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি । কিন্তু ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলতে হয় এটা আমরা অনেকেই জানিনা এ বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খোলার
প্রথম ধাপঃ
Freelancer.com ওয়েব সাইটে যাওয়ার পরে একটি পেজ দেখা যাবে Earn money freelancing নামে একটি লিংক দেখা যাবে এই লিংকে ক্লিক করলে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য একটি ফরম চলে আসবে
দ্বিতীয় ধাপঃ
এবার একটি পেজ আসবে সেই পেজটিতে সাইন আপ অপশন দেখা যাবে দুই রকম ভাবে account তৈরি করা যাবে প্রথমটি নিজেদের ফেসবুক একাউন্ট ব্যবহার করে এবং দ্বিতীয়টি ইমেইল আইডি ব্যবহার করে। এখানে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে নিজের ইমেইল আইডি ব্যবহার করে একাউন্ট খুলবেন এজন্য প্রথমে বক্স এ
গিয়ে নিজের ইমেইল আইডি লিখতে হবে এবং দ্বিতীয় বক্সে পাসওয়ার্ড দিতে হবে এরপর I agree to freelancer user agreement and privacy policy অপশন এ ক্লিক করতে হবে নিচে দেখা যাবে join Freelancer অপশনে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপঃ
এরপর আপনাকে username দিতে বলবে। নাম দেওয়ার পরে Suggestion এ আপনাকে কিছু username দেখাবে আপনি চাইলে সেখান থেকে একটি সিলেক্ট করতে পারেন। সঠিকভাবে username সিলেক্ট করা হয়ে গেলে নিচে থাকা Next বাটনে ক্লিক করতে হবে।
চতুর্থ ধাপঃ
এবার আপনাকে একাউন্টের প্রকার বেছে নিতে বলবে আপনি যদি টাকা ইনকাম করার জন্য username account তৈরি করতে চাইলে I want to work অপশনে ক্লিক করতে হবে. এবং যদি অন্য freelance দিয়ে কাজ করাতে চান তাহলে I want to hire অপশনে ক্লিক করতে হবে আপনি যেহেতু কাজ করতে চান সেতু I want to hire অপশনটিতে ক্লিক করুন
পঞ্চম ধাপঃ
আপনার একাউন্ট সাইন আপ প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবার আপনাকে একটি নতুন পেজ জায়গা যেখানে আপনার নিজের স্কিল skills গুলো সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি কি কি কাজ করে টাকা ইনকাম করতে চান সেই কাজগুলোর প্রজেক্ট আপনার সামনে আসবে এর মধ্যে থেকে আপনি কোন প্রযুক্তির কাজ জানেন সেই প্রজেক্ট সিলেক্ট করতে হবে প্রজেক্ট সিলেক্ট করা হলে Next Step অপশনে ক্লিক করুন।
ষষ্ঠ ধাপঃ
এবার আপনাকে একটি পেজ দেখাবে সেখানে আপনার প্রোফাইল এর সঙ্গে জড়িত details দি দিতে বলবে যেমন প্রথমে আপনাকে একটি প্রোফাইল পিক আপলোড করতে বলবে এরপর আপনার সম্পূর্ণ নাম দিতে হবে এবং আপনি কি কি ভাষায় জানেন সেই ভাষা গুলি সিলেক্ট করে শেষে আপনাকে কাজের experience বিষয় বলে দিতে হবে সব শেষ নিচে থাকা Next Step বাটনে ক্লিক করতে হবে
সপ্তম ধাপঃ
এবার আপনাকে payment method যুক্ত করি সেটাকে verify করার জন্য বলবে এখানে আপনার Credit / debit card অথবা PayPal account ব্যবহার করার জন্য বলবে তবে এই কাজগুলো আপনি পরেও করতে পারবেন এগুলো স্কিপ করে for now বাটনে ক্লিক করতে হবে
অষ্টম ধাপঃ
এইবার আপনাকে একটি Promotion পেজ দেখানো হবে। মানে কিছু টাকা দিয়ে freelancer ওয়েবসাইটের তরফ থেকে plus membership নিয়ে থাকে । আপনি যেহেতু নতুন সেহেতু এ বিষয়টি নেওয়ার প্রয়োজন মনে করছি না এজন্য skip for now অপশনে ক্লিক করতে হবে।
ফ্রিল্যান্সিংয়ে Project bid / bidding মানে কি
Freelancer ওয়েব সাইটে যখন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন আপনার freelancer dashboard এ আপনি অনেক ধরনের কাজের project দেখতে পাবেন। এই project প্রজেক্ট গুলো করানোর জন্য কোন কোম্পানি বা ব্যাক্তি এই project টি পাবলিস্ট করেছে। যেসব ব্যক্তিরা এই কাজগুলো করতে চায় তারা সকলে
এখানে apply করতে হবে। project bidding এই প্রজেক্ট গুলো আপনি যেটা করতে ইচ্ছুক সেটাতেই ক্লিক করতে হবে project এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এর সাথে জড়িত সকল তথ্য আপনাকে দেখিয়ে দিবে এবার এই প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত আপনার যেসব অভিজ্ঞতা দক্ষতা ও জ্ঞান রয়েছে সে বিষয়ে লিখে দিতে হবে কেন আপনাকে
এই কাজ দেওয়া উচিত সেটা ভালো করে লিখতে হবে এবং কাজটি করার জন্য আপনি কত টাকা নিবেন এবং কতদিনে প্রযুক্তি কমপ্লিট করে জমা দিবেন সেটাও আপনাকে লিখে দিতে হবে এসব সমস্ত বিষয়গুলি লিখা হয়ে গেলে নিচের দিকে থাকা Place Bid অপশনে ক্লিক করতে হবে। এবার আপনার প্রজেক্টের আবেদনটি
পাবলিস্ট করে দেওয়া হবে তার কাছে আর এই প্রক্রিয়াটিকেই বলে প্রজেক্ট বাইন্ডিং. আর এর মধ্যে থেকে বায়ার যে ব্যক্তিকে সেরা মনে করবে তাকেই কাজ দিবে।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো । মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে সবার আগে আপনাকে একটি বিষয়ে দক্ষ হয়ে উঠতে হবে কোন দক্ষতা লাভ করার পর আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন । মোবাইলে ফ্রিল্যান্সিং শিখার সবচাইতে বড় মাধ্যম হলো ইউটিউবে ভিডিও দেখে ক্লাস করে করে শিখতে হবে।
এছাড়াও গুগল সার্চ করে সঠিক বিষয়ে একটি ব্লগ পোস্ট পড়ে মোবাইল দিয়ে কাজ স্বীকার আয়ত্ত অর্জন করতে পারবেন। অনলাইন থেকে কাজ শেখার জন্য এটি সহজ মাধ্যম রয়েছে সেটি হল বিভিন্ন কোর্সের মাধ্যমে শেখা আর কোর্স দুই প্রকারের হয়ে থাকে প্রথমত পেইড কোর্স দ্বিতীয়ত ফ্রী কোর্স এর মাধ্যমে আপনি এই কাজগুলো শিখতে পারবেন
নতুনদের জন্য ফ্রিল্যান্সিং
বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে হাজার হাজার ছেলেমেয়ে প্রবেশ করতে চাচ্ছে কিন্তু কোনভাবেই তারা বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন কোন বিষয় নিয়ে শিখবেন কোন বিষয়টি শিখলে কাজ পাওয়া যাবে এ বিষয়ে আমরা কেউই পুরোপুরিভাবে অবগত না। তাই আজকে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং শিকার কিছু টিপস নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং শুরুর প্রাথমিক কিছু দক্ষতা গুলি হল
প্রথমে বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে বর্তমান প্রযুক্তি নির্ভর ইন্টারনেটের যুগে কম্পিউটার একটি অবিচ্ছেদ অংশ আর ফ্রিল্যান্সারদের জন্য কম্পিউটার একটি উপরে উঠার সিঁড়ি। কারণ অনলাইন প্লাটফর্মগুলোতে ক্লায়েন্টেরা যেসব কাজগুলো দিয়ে থাকেন সেসব কাজগুলো করতে কম্পিউটারই সবচাইতে
ভালো কার্যক্ষমতা সম্পন্ন ডিভাইস। আমরা মোবাইল ফোনে সব কাজ করতে পারি না কিন্তু কম্পিউটারে খুব সহজেই অনেক কঠিন প্রকৃতির কাজগুলো করতে পারি আর বেসিকদের জন্য বিভিন্ন ধরনের যেমন মাইক্রোসফট ওয়ার্ড গুগল ড্রাইভ টাইপ টাইপিং ইত্যাদি কাজ জানা খুবই গুরুত্বপূর্ণ।
ইন্টারনেট ব্যবহার ফ্রিল্যান্সিং এর কাজগুলো অনলাইন ভিত্তিক হয়ে থাকে সেজন্য আমাদেরকে ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে সার্চ ইঞ্জিন যে কোন কিছু রিসার্চ করে সমাধান বের করার দক্ষতা এবং বিভিন্ন সফটওয়্যার এর কাজ জানা থাকলে কাজ করার সময় কোন বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে
সর্বোপরি সবচাইতে বড় যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হল ইংরেজি ভাষায় দক্ষতা। কারণ এই অনলাইনে সমস্ত কাজগুলো আমাদেরকে ইংরেজি ভাষায় নিতে হয় এবং প্রজেক্ট গুলো করে ইংরেজি ভাষাতেই জমা দিতে হয় এবং বিদেশী বায়ারদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হয় সেজন্য আমাদের ইংরেজি বিষয়ে ভালো এক্সপার্ট হতে হবে।
ফ্রিল্যান্সিং কোর্স
বর্তমানে বাংলাদেশে বেশ কিছু ফ্রিল্যান্সিং কোম্পানি রয়েছে। এর মধ্যে থেকে বেস্ট ফ্রিল্যান্সিং এর কোর্স খুজে নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করাটা আমাদের একটু কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সেরা কিছু ফ্রিল্যান্সিং কোর্স এর তালিকা জানাবো
- গ্রাফিক্স ডিজাই
- অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং
- পাইথন ডিজঙ্গ
- আউটসোর্সিং ফ্রিল্যান্সিং
- ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন
- ভিডিও এডিটিং
- এফিলিয়েট মার্কেটিং
- ওয়েব ডেভেলপমেন্ট
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
- ওয়েব ডিজাইন development
- ফেসবুক মার্কেটিং
- ইউটিউব মার্কেটিং
- Instagram মার্কেটিং
ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়
বর্তমানে বাংলাদেশে হাজার হাজার ফ্রিল্যান্সারদের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। তবে আমরা অনেকেই জানিনা ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়। ফ্রিল্যান্সিং এর টাকা তোলার জন্য প্রয়োজনীয় তথ্য
প্রথমে ব্যাংকের নাম ঠিকানা ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যাংকের সুইফট কোড নাম্বার জানতে হবে।
- আপনি যে একাউন্টে বা ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করতে চান সেই ব্যাংকটিতে নিজস্ব একাউন্ট থাকতে হবে এবং ব্যাংকটির ইন্টারন্যাশনাল ইন্টারনেট ব্যাংকিং সুবিধা থাকতে হবে যেমন Bank Asia, DBBL,Brac Bank, Islami Bank etc. আমাদের দেশের এসব ব্যাংকগুলোতে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা রয়েছে।
- আপনি যে দেশের ফ্রিল্যান্সিং সাইটে বা মার্কেটপ্লেসে কাজ করেন সেই দেশের একটি ব্যাংকের নাম সংগ্রহ করতে হবে যেটা মধ্যস্তকারী হিসেবে কাজ করবে তারপর আপনি আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে জানুন সেই ব্যাংকগুলোর সাথে আপনার ব্যাংক লেনদেন করে কিনা আর কোন ব্যাংকের সঙ্গে লেনদেন করে থাকলে আপনাকে সেই দেশের ব্যাংকের মধ্যস্থকারী ব্যাংকের Router Number সংগ্রহ করতে হবে যেটা আপনি ওই ব্যাংকের ওয়েবসাইটে কিংবা গুগল সার্চ করে পেয়ে যাবেন অনেক দেশে এই নাম্বারকে ভিন্ন ভিন্ন নামে ডাকে তবে যুক্তরাষ্ট্র এই নাম্বারকে ABA Routing Number
- সর্বশেষ তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার একাউন্টে আপনার উপার্জিত কষ্টের সেই টাকা পৌঁছে যাবে এবং প্রতি বারে এই টাকা উত্তোলনের সময় আপনার একাউন্ট থেকে ৪ থেকে ৮ ডলার খরচ হতে পারে
শেষ কথা
ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করা খুবই ভালো একটি মাধ্যম। তবে বর্তমানে বাংলাদেশে এই বিষয়ের ওপর বহু ফাঁদ পেতে বসে আছে বেশ কিছু অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান এজন্য সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে এই পথে সামনে এগোনোর চেষ্টা করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url