জিপিএফ ব্যালেন্স চেক ও জিপিএফ হিসাব জানুন
প্রিয় পাঠক জিপি ব্যালেন্স চেক ও জিপিএফ হিসাব জানুন। আগেকার সময়ে জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য উপজেলার হিসাব রক্ষণের অফিসে গিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হতো। তবে বর্তমান সময়ে
জিপি এফ ব্যালেন্স চেক করার বিষয়টি অনলাইন প্লাটফর্মে আসার কারণে এটি অনেক সহজলভ্য হয়ে এসেছে এজন্য এটি আমরা যেকোনো অবস্থায় যেকোন স্থান থেকে চেক করতে পারি
ভূমিকা
জিপিএফ এর ব্যালেন্স চেক করার জন্য উপজেলা হিসাবরক্ষণের অফিসে এখন আর যেতে হবে না এখন আমরা খুব সহজেই আমাদের হাতের স্মার্টফোন বা ল্যাপটপে আমাদের জিপিএফের ব্যালেন্স চেক করতে পারব ও এর স্লিপ উঠাতে পারবো এ বিষয়ে বিস্তারিত জানতে নিচে আরো পড়ুন।
জিপিএফ ব্যালেন্স চেক
সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেসব ব্যক্তিদের চাকরির বয়স দুই বছর পূর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ চাঁদা কর্তন বাধ্যতামূলক হয়েছে। বর্তমান সময়ে জিপিএফ ব্যবস্থা অনেক আধুনিকায়ন করে অনলাইনের মাধ্যমে করা হচ্ছে।
আরও পড়ুনঃ জাপানের প্রধান মন্ত্রীর নাম কি
এখন ( Office Of The Chief Accounts Officer Pension And Found Management ) এই ওয়েবসাইটের সাহায্যে জিপি এফ ব্যালেন্স চেক করা যায়। এবং জিপিএফ স্লিপ প্রিন্ট করে নেওয়া হয়। বর্তমানে সরকারি হিসাব ব্যবস্থার ডিজিটালাইজড হওয়ার কারণে আমরা যে কোন জায়গা থেকে যে কোন অবস্থায় নিজেই
নিজের জিপিএফ হিসাব অনলাইনে দেখতে পারব অনলাইন জিপিএফ একাউন্ট ব্যালেন্স চেক করে এর স্লিপ প্রিন্ট করে নিতে পারব।
জিপিএফ হিসাব জানুন
সরকারি কর্মকর্তা বা চাকরিজীবীরা প্রত্যেক বছরের জুলাই মাসে জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড এই স্লিপ হিসাব রক্ষণ অফিস থেকে সংগ্রহ করে। তবে এখন এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ায় কষ্ট করে আর হিসাব রক্ষকের অফিস কক্ষে যেতে হয় না । সরকারি চাকুরীজীবীদের প্রতিমাসের মূল বেতনের
আরও পড়ুনঃ পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরের নাম কি
একটি নির্দিষ্ট পরিমাণ জিপিএফ ফান্ডে জমা করা হয়। এর পরিমাণ মূল বেতনের সর্বনিম্ন ৫% এবং সর্বোচ্চ ২৫% হয়ে থাকে। এটি একমাত্র নিজস্ব বিষয়ে যে কে কত পারসেন্ট বেতনে ফান্ডে রাখবে। আর এই জমাকৃত জিপিএফ ফান্ডের লাভের হার প্রদান করে থাকে সর্বোচ্চ ১৩%। এই জি পি এফ এর হিসাব দেখার ও জিপি এফ ব্যালেন্স চেক করার জন্য
আগে আমাদের উপজেলার হিসাব রক্ষণের অফিসে যেতে হতো। বর্তমান সময়ে এই অনলাইন ব্যবস্থার কারণে অনেকটা কমে গেছে । এর জন্য হাতের স্মার্টফোন দিয়ে পৃথিবীর যেকোনো জায়গা থেকে খুব সহজেই আমরা আমাদের জিপি এফ ব্যালেন্স চেক করতে পারি। তবে আমাদের মধ্যে অনেকেই আছে । জিপি এফ ব্যালেন্স চেক করতে হয় কিভাবে তা জানিনা।
সেজন্য অন্য আরেকজনের তার কাছে দারস্ত হই নিজের জিপিএফ এর ব্যালেন্স চেক করার জন্য । জিপিএফ হিসাব ও ব্যালেন্স চেক করার সব চাইতে ভালো উপায় নিচে দেওয়া হল
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম
সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ অনলাইনে চেক করার জন্য সরকারি চাকরিজীবীদের নিজস্ব আই বাস আইডি থেকে সরকারি চাকরিজীবীদের জিপিএফ হিসাব ভিডিও এই আইডি থেকে বের করা হয়ে থাকে। অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম। তবে এখন অনেক সহজেই ( Office Of The Chief Accounts Officer Pension And Found Management )
এই ওয়েবসাইটের সাহায্যে জিপি এফ ব্যালেন্স চেক করা যায়। সেজন্য কোন ভিডিও দেখার প্রয়োজন নেই। এই ব্যালেন্স চেক করার জন্য প্রয়োজন আমাদের
- এনআইডি কার্ড বা পে ফিক্সেশনে ব্যবহার হওয়া জাতীয় পরিচয় পত্রের নম্বর
- কম্পিউটার ট্যাব বা স্মার্টফোন
অবশ্যই কাজ শুরুর আগে ইন্টারনেট কানেকশন করে নিতে হবে। এরপর google ক্রোমো ব্রাউজার ওপেন করে এর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে www.cafopfm.gov.bd এটি লিখে ইন্টার বাটনে ক্লিক করতে হবে। https://www.cafopfm.gov.bd/ সরাসরি এই ওয়েবসাইটে ঢুকতে এই বাটনে ক্লিক করতে হবে। জিপিএফ ইনফরমেশন এর নিচে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে নিচে একটি পেজ দেখা যাবে।
এই পেজটির ১ নম্বর ঘরে ১৭ ডিজিটের ( NID ) এনআইডি কার্ড নম্বর বা ১০ ডিজিটের ( SMART ) স্মার্ট কার্ড এর নম্বর লিখতে হবে।
২ নম্বর ঘরে ব্যক্তিগত নিজস্ব মোবাইল নম্বর লিখে তারপরে ( Pay Fixation ) এর প্রদত্ত মোবাইল নম্বর দিতে হবে এরপরে সাবমিট ( Submit ) বাটনে ক্লিক করতে হবে
এরপর ( Employee Verfication ) ইমপ্লয়ি ভেরিফিকেশন এর একটি বক্স আসবে এই বক্সে আমাদের মোবাইলে SMS এসএমএসে যাওয়া ( OTP ) ওটিপি কোড লিখে ( Submit ) সাবমিট করতে হবে নিচের এই পেজটিতে
এই পেজে ( GPF Accounts Slip ) জিপিএফ একাউন্ট স্লিপ অপশন থেকে আপনার যে বছরের হিসাব দেখা প্রয়োজন সে বছরের হিসাব সিলেক্ট করে (GO) গো বাটনে ক্লিক করুন পরের পেজে আপনি আপনার জিপিএফ ব্যালেন্স সহ (GPF) জিপিএফ এর সকল তথ্য দেখতে পাবেন।
এখন সরাসরি ডান পাশের সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিতে পারেন। প্রিন্ট করতে চাইলে প্রিন্ট অপশনে ক্লিক করে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন ।
ব্যক্তিগত জিপিএফ তথ্য জানুন
ব্যক্তিগত জিপিএফ তথ্য জানুন। এখন স্মার্ট ফোনেই জিপিএ ব্যালেন্স চেক করা অনেক সহজ। এটি এক ধরনের ব্যাংক হিসাবের মতোই গোপনীয় বিষয়। এজন্য নিজের ব্যালেন্স নিজে চেক করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আপনার মোবাইলে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে।
এর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে GPH Balance check / www.cafopfm.gov.bd এই ওয়েবসাইটের নাম লিখতে হবে। এজন্য আগে স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন করে নিতে হবে। এরপর ক্রোম ব্রাউজারে এই এড্রেসটি লিখে (https://www.cafopfm.gov.bd/) সরাসরি এই এড্রেসের মধ্যে যেতে হবে।
জিপিএফ স্লিপ
জিপি এপ স্লিপ চেক করার জন্য www.cafopfm.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে নিয়মিত জিপিএফ স্লিপ ও ব্যালেন্স চেক করে নেওয়া যাবে। আর এই প্রক্রিয়াটি যে কোন অবস্থাতেই যে কোন স্থানে থেকে করা সম্ভব। এর জন্য প্রথমে প্রয়োজন Visit www.cafopfm.gov.bd+ GPF Information Click to enter+Input Number/Phone Number/Fiscal Year+OTP From Mobile+Ok Or Done।
এরপর আপনি আপনার জিপিএফ স্লিপ পেয়ে যাবেন।
- এজন্য প্রথমে স্মার্ট ফোন অথবা কম্পিউটারে (Firefox/Google Chrome) ফায়ারফক্স/গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপরে www.cafopfm.gov.bd লিখে ইন্টার ক্লিক করতে হবে।
- দ্বিতীয় ধাপে একটি ইনফরমেশন পেজ আসবে এখানে আপনার ব্যক্তিগত এনআইডি অথবা স্মার্ট কার্ড আইডি নম্বর দিতে হবে এরপর মোবাইল নম্বর দিতে হবে তারপরে পে ফিক্সেশনে Fiscal Year অপশনে গিয়ে যে বছরের জিপিএফ চেক করতে চান তা সিলেক্ট করে সাবমিট করতে হবে.
- তৃতীয় ধাপে সাবমিট বাটনে ক্লিক করার পরে এমপ্লয়ি ভেরিফিকেশন এর জন্য আপনার মোবাইলে এসএমএসের ৪ ডিজিটের একটি ওটিপি কোড যাবে ওই ওটিপি কোড দিয়ে আবার সাবমিট করতে হবে তাহলে পরের পেজে আপনার এনআইডি নম্বর সহ জিপিএফ এর হিসাব নম্বর সহ সকল তথ্য দেখতে পাবেন
অনলাইন জিপিএফ হিসাব জেনে নিন
এখন অনলাইনেই আপনার মোবাইল নম্বর ও এন আই ডি কার্ডের নম্বর দিয়ে সরাসরি জিপিএফ এর ব্যালেন্স চেক করে দেখতে পারবেন। অনলাইন জিপিএফ হিসাব জেনে নিন। এর জন্য প্রথমে প্রয়োজন কম্পিউটার বা স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন সংযোগ করে নেওয়া। এরপর www.cafopfm.gov.bd
এই ওয়েবসাইটে ক্লিক করে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর অথবা এন আইডি কার্ডের নম্বর দিতে। তারপর আপনার মোবাইলে এসএমএসের একটি ওটিপি কোড যাবে এই কোডটি ভেরিফিকেশন করে নিতে হবে আর এই প্রক্রিয়ার ফলে আপনি আপনার জিপিএফ ব্যালেন্স অনলাইনে চেক করতে পারবেন।
শেষ কথা
এই তথ্যটি পেয়ে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পরিচিত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই সমস্ত তথ্য শেয়ার করবেন এবং তাদেরকেও উপকৃত করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url