স্বামীকে ইমপ্রেস করার উপায়-জীবনসঙ্গী নিয়ে উক্তি জানুন
প্রিয় পাঠক স্বামীকে ইমপ্রেস করার উপায় ও জীবনসঙ্গী নিয়ে উক্তি জানুন। একজন স্বামী সব সময় মনে মনে তার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করে। তাইতো একজন উত্তম স্ত্রী তার একটু যত্নশীল আচরণ ও ভালোবাসার শব্দ
তার স্বামীকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষের জীবনের সাফল্যের পিছনে একজন নারীর অবদান থাকে ।
ভূমিকা
নারী মহান আল্লাহ তায়ালা একটি অদ্ভুত মায়া দিয়ে তাদেরকে তৈরি করেছেন তাদের সঙ্গে শক্ত ও কঠিন রূপে আচরণ করলে তারা মন থেকে আপনাকে ঘৃণা করতে শুরু করবে। আর মধুর মত ভালোবাসার ও যত্নশীল দায়িত্ববোধ প্রকাশ করলে তারা পৃথিবীর জীবন এবং পরকালীন জীবনে জান্নাতে আপনাকে স্বামী হিসেবে চাইবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচে আরও পড়ুন।
স্বামীকে ইমপ্রেস করার উপায়
আগেকার দিনের নানি দাদীরা বলেন সংসার সুখের হয় রমনীর গুনে । এই কথাটির ভাবার্থ অনেক থাকলেও সংসার সুখের হয় স্বামী-স্ত্রী উভয়ের ভালোবাসা মিলে। একজন স্ত্রী একটু ভালোবাসা দিলে তার স্বামীর মন অল্পতেই ভালো করে দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক রয়েছে তা অনেক মধুর একটি সম্পর্ক টক মিষ্টি ঝাল খুনসুটি ভালোবাসা মধ্য দিয়ে
আরও পড়ুনঃ স্ত্রীকে খুশী করার উপায়
এবং ঝগড়া রোমান্সের মাঝেই একটি সংসার গড়ে ওঠে এজন্য স্বামী স্ত্রীর ভালবাসার মধ্যে কোন বাধা-বিপত্তি নেই তারা একে অন্যকে প্রচুর পরিমাণে ভালোবাসতে পারে আর এ ভালোবাসা দায়িত্ববোধ ও সম্মানবোধের মধ্যেই টিকে থাকে সম্পর্ক। এজন্য প্রত্যেকটি মেয়েরই প্রয়োজন তাদের জীবনে সবচাইতে বড় সম্পদ স্বামীর প্রতি
বেশি বেশি দায়িত্ববান হওয়া ও যত্নশীল হয়ে ওঠা । তাহলে প্রত্যেকটি পুরুষই পৃথিবীতে জান্নাত খুঁজে পাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই নিজের স্বামীকে মনের কথা বলতে একটু লজ্জা ও ভয় করে বা গুছিয়ে কথা বলে উঠতে পারে না। এর ফলে তাদের স্বামীরাও তাদের মনের কথা খুব একটা বেশি জানতে পারে না
আরও পড়ুনঃ প্রিয় মানুষকে খুশী করার সেরা উপায়
আপনাদের জন্য আজকের এই আর্টিকেল আপনাদের মনের কথা খুব সুন্দর ভাবে আপনাদের হাসবেন্ড বা স্বামীর কাছে উপস্থাপন করতে পারেন এ সম্পর্কে নিচে কিছু উপায় জানানো হলো
- সব সময় স্বামীর কথা ভুল ধরবেন না কিছু কিছু ক্ষেত্রে তাদের কথা একটু মূল্যায়ন করবেন এবার একটু বেশি মূল্যায়ন করবেন। তিনি আপনার জন্য কষ্ট করে যে কাজগুলো করে সেই কাজগুলোকে হাসিমুখে প্রাধান্য দিন এবং বেশি বেশি প্রশংসা করুন স্বামীকে বুঝিয়ে বোঝান যে তার ওই কাজগুলোতে আপনি অনেক খুশি ও আনন্দিত হয়েছেন এই ছোট্ট ছোট্ট প্রশংসা গুলো আপনার স্বামীকে একটু অন্যরকম ভালবাসার ফিল দিবে এবং আপনার প্রতি তার ভালোবাসা ও দায়িত্ব দিন দিন বেড়ে যাবে।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- একজন স্বামী সবসময় তার স্ত্রীর কাছ থেকে ভালো মূল্যবোধ ও এটেনশন পেতে পছন্দ করে তিনি কখনো এটা মেনে নিতে পারবে না যে তার স্ত্রী তাকে কখন অপছন্দ করুক বা উপেক্ষ করুন। কারণ এই কষ্ট কোন পুরুষই মেনে নিতে পারে না তাদের মনে অনেক কষ্ট হয় এজন্য সবসময় খেয়াল রাখবেন তার কি প্রয়োজন তার মন খারাপ ও সুখে দুঃখে সব সময় তা তার প্রতি বিশ্বাসী মনোভাব প্রকাশ করুন এতে তার কনফিডেন্স অনেক বৃদ্ধি পাবে আপনার প্রতি এবং ভালোবাসা বৃদ্ধি পাবে।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- আমরা অনেক সময় অনেক ছোট ছোট কাজের জন্য নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করি এতে সারাদিন ক্লান্তির পরে আমাদের স্বামীর মন অনেক খারাপ হয়ে ওঠে তবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ছোট ছোট সমস্যাগুলো ঝগড়া দেখে না এগিয়ে অল্পে ই সবকিছু মিটমাট করে নিয়ে তার প্রতি বেশি বেশি যত্নশীল হয়ে উঠতে হবে তার পছন্দের সবকিছু করতে হবে এতে তার মনে আপনার প্রতি অনুভূতি ও কেয়ারী হবে আরো দৃঢ় হবে।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- সব সময় আপনার স্বামীর পাশে থাকবেন তার সুখে-দুখে খারাপ সময় কখনো তার হাত ছেড়ে যাবেন না এবং তাকে কটু কথা শোনাবেন না কারণ এই সময় পুরুষেরা সবচাইতে বেশি কষ্ট পায় আর এই সময় যেসব নারী তাদের স্বামীকে সাপোর্ট দিয়ে মুচকি হেসে বলে কোন সমস্যা নেই এসব ছোটখাটো সমস্যা খুব দ্রুত চলে যাবে তুমি সামনে এগিয়ে যাও আমি তোমার পাশে আছি । সেই পুরুষের মধ্যে একটি অন্যরকম শক্তি সঞ্চয় হয় এবং সামনে অনেক ভালো কিছু একটা সাফল্য অর্জন করে।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- কথা বলার সময় সব সময় আপনার স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলবেন এতে তার প্রতি আপনার মনোযোগ ও ভালোবাসার দৃঢ়তা এবং কৃতজ্ঞতা প্রকাশ পায় এতে তিনি আরো খুশি হয়ে উঠেন।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- বেশি বেশি তাকে প্রশংসা করো করুন তার ব্যক্তিত্বের তার কর্মের তার সৌন্দর্যের গুণাবলীর প্রশংসা করুন এতে তিনি অনেক লজ্জা পেলেও মনে মনে অনেক খুশি হবেন
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার প্রধান বন্ধন চুম্বন এজন্য তাকে বেশি বেশি চুম্বন নেই এতে তার প্রতি আপনার যে ভালোবাসা তিনি সেটা বুঝতে পারবেন এবং এর বিপরীতে তিনিও আপনাকে এর চাইতে অনেক গুণ বেশি ভালোবাসা দিবেন
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- সব সময় তার পছন্দের কর্মকাণ্ড ও খেলাধুলা দেখার চেষ্টা করবেন এর মধ্যে মাধ্যমে তার সঙ্গে আপনার সম্পর্ক আরো বেশি পাকাপোক্ত হবে।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- সবসময় চেষ্টা করবেন তার পছন্দনীয় সাজে নিজেকে সাজিয়ে রাখার কোন বাইরের পুরুষের জন্য নিজেকে সাজাবেন না এই মনোভাব থাকলে আপনার স্বামী কখনোই আপনাকে ব্যতীত অন্য নারীর দিকে তাকাবে না।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- কর্মজীবনে অনেক ব্যস্ততার মাঝে আপনার স্বামী ঘোরাঘুরির সময় হাতে অনেক কম থাকে তাই একটু সময় পেলেই তাকে বোঝাবেন ঘুরতে যাওয়ার জন্য এবং তার পছন্দনীয় জায়গাতে বেশি বেশি ভ্রমণ করার চেষ্টা করবেন আরো অনেক বেশি খুশি হয়ে উঠবে।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
জীবনসঙ্গী নিয়ে উক্তি জানুন
বন্ধুরা আজকে আমি আপনাদের জীবনসঙ্গী নিয়ে কিছু কথা বলতে চাই। উত্তম জীবনসঙ্গী মহান আল্লাহ তায়ালার একটি অনেক বড় নেয়ামত। জীবনসঙ্গী মানে আমাদের সমাজ ও পরিবার কাঠামো মেনে আমরা যাকে বিয়ে করি বা একে অপরে বিবাহবন্ধনে আবদ্ধ হই তাকেই বলে কারণ এটা যে অনেক পবিত্র বন্ধন।
জীবনে সঠিক ও উত্তম জীবনসঙ্গিনী পাওয়া দুনিয়াতে জান্নাত লাভের মতো। তাই আজকের এই পোস্টে নিজের জীবন সঙ্গী নিয়ে উক্তি জানুন।
- সব সময় আমার সঙ্গে কথা বলো , আমি আমার পুরো জীবন অতিবাহিত করে দেব তোমাকে বুঝতে
💜💕 কামান্ড কোজৌরি 💕💜
- স্বামী স্ত্রীর সম্পর্ক টাইটানিক ঘড়ির মতো যা একবার সঠিক সময়ে জন্য অপেক্ষা করে ডুবে যায়
💜💕 ড. পি এস জগদেশ কুমার 💕💜
- একজন অজ্ঞাত ব্যক্তি সহজে আমাদের জীবন সঙ্গী হতে পারে । কিন্তু তার চেয়েও খুব তাড়াতাড়ি একজন জীবনসঙ্গী অচেনা কেউ হয়ে যেতে পারে
💜💕 আমিত কালান্ত্রি 💕💜
- এর জীবনসঙ্গী সবসময় সে হওয়া জরুরি নয় যে তোমাকে গিফট এনে দেয় ফুল এনে দেয়। জীবনসঙ্গী হল সে যে তোমাকে ফুল থেকে বাঁচিয়ে রাখে কারণ ফুলে তোমার এলার্জি হয়
💜💕 সোন মেহত 💕💜
- মৃত্যু জীবনের শেষ নয়। বরং জীবনসঙ্গী হল জীবনের শেষ প্রান্ত।
💜💕 ড. পি এস জগদেশ কুমার 💕💜
- যদি আপনার জীবনসঙ্গী আপনার ভিতরে সেরাটা বের করে আনতে না পারে তাহলে ধরে নিবেন আপনি ভুল সম্পর্কে আছেন
💜💕 সংগৃহীত 💕💜
- একজন ধনী জীবনসঙ্গী তুমি খুব সহজেই খুঁজে নিতে পারো। কিন্তু একজন উত্তম জীবনসঙ্গী যে তোমাকে শ্রদ্ধা করে সম্মান করে যত্ন করে তোমার সব কিছুতে খেয়াল রাখে ও সর্বদাই সৎ অনিষ্ঠা বন্ধ থাকে যে তোমাকে সত্যিই অনেক ভাগ্যবান বানিয়ে দিতে পারে
💜💕 সংগৃহীত 💕💜
- ভুল জীবনসঙ্গী বেছে নেওয়া আমাদের জীবন ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে
💜💕 সংগৃহীত 💕💜
- নিজের স্ত্রী বা সঙ্গী সাথীকে নিজের কাছে সবসময় ধরে রাখার প্রধান মাধ্যম হল বিশ্বাস
💜💕 সংগৃহীত 💕💜
- সত্যিকারের ভালোবাসা কখনো লুকোচুরি খেলা নয় সত্যিকারের ভালোবাসা দুজন সঙ্গী একে অপরকে খুঁজে
💜💕 সংগৃহীত 💕💜
- আপনার সঙ্গীর সাথে সমস্ত সুখ ভাগ করে নেওয়ার মধ্যে দিয়েই আনন্দের পণ্য মূল্য পাওয়া সম্ভব
💜💕 সংগৃহীত 💕💜
- আমি এমন একজন জীবন সঙ্গীকে পেয়েছি যাকে আমার আত্মা অনেক ভালোবাসে
💜💕 সংগৃহীত 💕💜
স্বামীকে নিয়ে ভালোবাসার স্ট্যাটাস জানুন
স্বামীকে নিয়ে ভালোবাসার স্ট্যাটাস জানুন। কারণ নিজের স্বামীকে ভালোবাসার কথা বললে আপনাদের ভালোবাসা অনেক পূর্ণতা পায়। কিন্তু আমরা অনেকেই সঠিকভাবে নিজের স্বামীকে ভালোবাসার কথা বলতে পারিনা। এজন্য আমাদের মধ্যে সঠিক প্রেমও তৈরি হয় না একটু দূরত্ব থেকে যায় সবসময় এসব সমস্যা কাটিয়ে ওঠার জন্য এই আর্টিকেলটি আপনাদের জন্য।
- স্ত্রীকে মাসে বা সপ্তাহে একদিন ঘুরতে ও ফুচকা খাওয়াতে নিয়ে গেলে স্বামীর শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে
💛💙💗 সমরেশ মজুমদার 💗💙💛
- সেই প্রকৃত পুরুষ যে অন্য নারীর সঙ্গে পরকীয়া করার চেয়ে নিজের স্ত্রীকে একবেলা পিটায় এবং পিটানোর পর আরও তিনগুণ বেশি থাকে ভালোবাসে
💛💙💗 জহির রায়হান 💗💙💛
- সে কাপুরুষ যে নিজের স্ত্রীর কাছে প্রেমিক হয়ে উঠতে পারেনি
💛💙💗 কাজী নজরুল ইসলাম 💗💙💛
- যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সেই স্ত্রী জান্নাতি
💛💙💗 আল হাদিস 💗💙💛
- যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদ হওয়ার আশঙ্কা অনেক কম থাকে
💛💙💗 রবীন্দ্রনাথ ঠাকুর 💗💙💛
- পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি হচ্ছে তিনি যে একজন নেককার স্ত্রী পেয়েছেন
💛💙💗আবু ইবনে তালিব রাদিয়াল্লাহু তা'আলা আনহু💗💙💛
- প্রতিদিন একবার স্ত্রীকে জড়িয়ে ধরে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি একথা বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়
💛💙💗 সত্যজিৎ রায় 💗💙💛
- স্ত্রীকে অনেক বেশি পরিমাণে সময় দিন না হলে অনেক বেশি পরিমাণে বিশ্বাস করুন তাহলে সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না
💛💙💗 সুনীল গঙ্গোপাধ্যায় 💗💙💛
- বর্তমান এই রোবটিক বিশ্বে এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সত্যিকারের শক্তি আমাদের স্ত্রীর কাছ থেকে যে সমর্থন পায় তার মধ্যেই অধিষ্ঠিত
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- এমন কাউকে বিয়ে করেন না যার সাথে আপনি থাকতে পারেন আপনি এমন কাউকে বিয়ে করেন যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো কারণ যদি হাত ব্যথা হয় তাহলে চোখ কাঁদে আর যদি চোখ কাঁদে তাহলে হাত সে চোখের পানি মুছে দেয়
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- একজন দায়িত্ববান স্বামী তার স্ত্রীর অহংকার। আর একজন চরিত্রবান স্ত্রী স্বামীর অহংকার
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- বিবাহবন্ধনে থাকা প্রেম হলো দুটি আত্মার একটি একক চিন্তা এক্ষেত্রে দুটি হৃদয় এক হিসাবে স্পন্দিত হয়
💛💙💗 সংগৃহীত 💗💙💛
স্বামীকে নিয়ে কষ্টের স্ট্যাটাস জেনে নিন
এই পৃথিবীতে প্রধান দুজন মানুষকে একত্রিত করে মহান আল্লাহতালা বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। এটি তার প্রেরিত অনেক বড় একটি নেয়ামত। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা থাকে সে ভালোবাসাটি সঠিক দায়িত্ববোধ সম্মানবোধ ও যত্নশীল আচরণের মধ্যে দিয়ে ফুটে ওঠে। আর এই সমস্ত কিছু
যে সম্পর্কের মধ্যে থাকবে না সেই সম্পর্ক টি অনেক কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। এই জন্য স্বামীকে নিয়ে কষ্টের স্ট্যাটাস জেনে নিন
- পৃথিবীতে প্রধান দুজন মানুষকে ভালোবাসো উচিত একজন হল যিনি তোমাকে জন্ম দিয়েছেন আরেকজন হল যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে।
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- তুমি রাজি থাকলে প্রেম করবো রাজি এনে বিয়ে করবো রাগ করলে কিস করবো দূরে গেলে মিস করবো পাশে থাকলে আদর করবো আর ভুলে গেলে কষ্ট পাব
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- এই পৃথিবীতে যত ঝরা সুখ ছাড়বো না কখনো তোমার হাত আমি তুমি আমার জীবন তুমি আমার মরণ করবো না কখনো পর তোমায় স্বামী
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- স্বামী স্ত্রী সম্পর্ক হল পোশাকের মতো কারণ পোশাক আমাদের লজ্জা স্থান হেফাজত করে রাখে ঠিক তেমনি একজন স্বামী তার স্ত্রীকে হেফাজত করে রাখে আল-কোরআন
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- সারাদিনের ব্যস্ততার মাঝেও আমি তোমায় মনে পড়ে হৃদয়ের গভীর থেকে অনুভব করি তোমায় আছো আমার হৃদয়ে
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- আমি এ জীবনে যেমন তোমার ছিলাম ঠিক তেমনি যেন মৃত্যুর পরের জীবনেও তোমারি হতে পারি
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- এ বুকেতে লিখেছিস আমি তোমার নাম তুমি আমার কখনো হবে না পর
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- আগে নিজেকে পবিত্র করুন তারপরে পবিত্র জীবন সঙ্গী খুঁজুন সত্যিই আজ মানুষ বড়ই অদ্ভুত কারণ তারা নিজেরা পবিত্র না হয়ে তাদের জীবনসঙ্গী পবিত্র খুঁজে
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- স্বামীকে বোঝার চেষ্টা করুন তাহলে আপনার সংসার অনেক সুখের হবে আর সংসার কখনো ভেঙে যাওয়ার ভয় থাকবে না
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- আপনার স্বামী অনেক রেগে গেলে চুপ থাকার চেষ্টা করুন দেবেন কখনো আপনাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে না এবং আপনার স্বামীর ভালোবাসা ও দায়িত্বে আপনার জীবন অনেক সুখের হয়ে উঠবে
💙💕💚 সংগৃহীত 💚💕💙
কেয়ারিং নিয়ে সেরা ১০ টি উক্তি
আজকের এই পোস্টে আমরা কেয়ারিং নিয়ে উক্তি স্ট্যাটাস জানাবো। একটা সম্পর্কের মধ্যে কেয়ারিং বিষয়টা না থাকলে সে সম্পর্ক খুব বেশি দিন টিকবে না একজন দায়িত্ববান পুরুষ অথবা নারী তার যত্নবান ভালবাসা ও সম্মান বোধের মাধ্যমে সারা বিশ্ব জয় করে নিতে পারে। যেসব সংসারে একে অন্যের প্রতি কেয়ারিং মনোভাব নেই
সেই সম্পর্ক গুলো খুব বেশি দিন ভালো থাকে না বা টিকে থাকে না জন্য আমাদের সবাইকে আমাদের প্রিয় মানুষদের প্রতি একে অন্যের প্রতি খুব বেশি কেয়ারিং হয়ে উঠতে হবে তাহলে আমাদের সব ধরনের সম্পর্ক টিকে থাকবে। কেয়ারিং নিয়ে সেরা ১০ টি উক্তি জানানো হলো
- আপনার করা একটু কেয়ার আপনার লাইফ পার্টনার অথবা আপনার প্রিয় মানুষকে অনেক বেশি পরিশ্রমী করে তোলে।
💚💛💜 সংগৃহীত 💜💛💚
- আমার সবটুকু দিয়ে আমি তোমার প্রতি যত্নশীল ও কেয়ারিং ছিলাম। কিন্তু তুমি অবলীলায় দূরে সরে গেছো।
💚💛💜 সংগৃহীত 💜💛💚
- আমার যত্নশীল ও কেয়ারিং মনোভাব দিয়ে আমি তোমাকে এতটাই কাছের করে নেব যে তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে তোমার হৃদয় যেন কেঁপে ওঠে।
💚💛💜 সংগৃহীত 💜💛💚
- আপনার এই কেয়ারিং সবটাই আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল এজন্যই আমি আপনার ভালোবাসার বিনিময়ে আমার সর্বস্ব বাজি রেখেছি।
💚💛💜 সংগৃহীত 💜💛💚
- আমাদের প্রতিটি কেয়ারিং আমাদের প্রিয় মানুষটিকে একটু একটু করে আরো প্রাণবন্ত ও জীবিত করে তোলে জীবনকে উপভোগ্যো করে তোলে।
💚💛💜 সংগৃহীত 💜💛💚
- আপনি জানেন না আপনার এই কিয়ারিং আমাকে প্রতিটা মুহূর্তে আরো রোমাঞ্চকর ও রহস্যময় করে তুলছে এজন্য প্রতিটি মুহূর্তে আমি আপনার দিকে বারবার ছুটে যাচ্ছি।
💚💛💜 সংগৃহীত 💜💛💚
- সবার ভাগ্যে যত্নশীল ও কেয়ারিং জীবনসঙ্গী থাকে না যত্ন নেওয়াটা হল একটি ব্যক্তিগত বিষয় এটি একজন মানুষের নিজস্ব ব্যক্তিত্বের ও সততার মধ্যে থাকে।
💚💛💜 সংগৃহীত 💜💛💚
- প্রকৃত ভালোবাসা লুকোচুরি খেলা নয় সত্যিকারের প্রেমে দুজন দুজনকে একে অন্যের প্রতি অনেক বেশি যত্নশীল করে তোলে।
💚💛💜 সংগৃহীত 💜💛💚
- কিছু মানুষ অনেক বেশি যত্নশীল হয়ে ওঠে তাদের প্রিয় মানুষের জন্য এর মানে একেই ভালোবাসা বলে কারণ যত বেশি কেয়ার করবে ভালবাসার গভীরতা তত বেশি বৃদ্ধি পাবে।
💚💛💜 সংগৃহীত 💜💛💚
- মানুষের জীবনে ঘটে যাওয়া সব স্মৃতির যত্ন নেওয়া প্রয়োজন কেন না সে তাদের পুরনো স্মৃতি আর কখনো ফিরে পাবে না।
💚💛💜 সংগৃহীত 💜💛💚
স্বামীকে নিয়ে ভালোবাসার সেরা ১০ টি স্ট্যাটাস জানুন
যত্নবান স্বামী পাওয়া একজন স্ত্রীর কাছে অনেক বড় ভাগ্যের ব্যাপার। কারণ সব পুরুষ তাদের স্ত্রীর প্রতি যত্নশীল হয়ে ওঠে না এজন্য যে সব পুরুষ তাদের স্ত্রীদের প্রতি বেশি যত্নশীল সেসব স্ত্রীদের তাদের স্বামীকে মাথায় তুলে রাখা উচিত। স্বামীকে নিয়ে ভালোবাসার সেরা ১০ টি স্ট্যাটাস জানুন।
- তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে আমার পৃথিবী হতো মরুভূমি ভালোবাসা কি আমি বুঝেছি তোমার কাছ থেকে
💜💕 সংগৃহীত 💕💜
- সেই স্ত্রী সবচাইতে বেশি উত্তম যে স্ত্রী যে তার স্বামীর কথা ছাড়া এক পাও চলে না যদি দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যায় তবুও
💜💕 সংগৃহীত 💕💜
- আমার জীবন তোমায় পেয়ে অনেক ধন্য বুকের ভিতর আছো তুমি ভালোবাসার জন্য
💜💕 সংগৃহীত 💕💜
- আমার জীবনের সব সুখ শুধু তোমায় ঘিরে এজন্যই বুঝি সুখের আনন্দ কতখানি এই পৃথিবীর বুকে।
💜💕 সংগৃহীত 💕💜
- রাত যত গভীর হয় ভালোবাসার তত তীব্র হয় আছো তুমি আমার পাশে আমি থাকতে চাই চিরজীবন তোমার কাছে।
💜💕 সংগৃহীত 💕💜
- গাছের জীবন লতা পাতা আর মাছের জীবন পানি ছেলের জীবন টাকা পয়সা আর মেয়ের জীবন স্বামী
💜💕 সংগৃহীত 💕💜
- তোমায় ভেবে আমার দিনের শুরু রাত্রিও ভোর হয় তুমি আছো বলেই আমার ভালো থাকা হয়
💜💕 সংগৃহীত 💕💜
- তোমায় নিয়ে আমার মনের মাঝে হাজার চাওয়া পাওয়া তোমার বধু হয়ে আমার সারা জীবন গান গাওয়া
💜💕 সংগৃহীত 💕💜
- তোমার ভালোবাসার বাঁধনে বাধা আমার মন আমার হৃদয়ে লেখা শুধু তোমারি নাম
💜💕 সংগৃহীত 💕💜
- তোমার সঙ্গে চিরজীবন থাকতে পারলেই আমার জীবনটি হবে সম্পূর্ণ
💜💕 সংগৃহীত 💕💜
- তোমার ভালবাসা ছাড়া আমার এই জীবন শূন্য তাইতো তোমার সঙ্গে থাকতে পারলে আমার এই জীবন পরিপূর্ণ।
💜💕 সংগৃহীত 💕💜
শেষ কথা
উত্তম জীবন সঙ্গী আমরা মহান আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। কারণ নেককার স্ত্রী ও সন্তান পেলে এই দুনিয়ায় আমাদের জান্নাতের সুখ পাওয়া সম্ভব এজন্য মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করব এবং উত্তম জীবনসঙ্গী পেয়ে গেলে সব সময় তাদের প্রতি বেশি বেশি যত্নশীল ও সম্মানবোধ আচরণ প্রকাশ করব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url