সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস-ভালোবাসার সেরা ১০টি স্ট্যাটাস
প্রিয় পাঠক সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস ও ভালোবাসার সেরা ১০টি স্ট্যাটাস জেনে নিন। ভালোবাসার মানুষকে যে জন খুশি রাখতে পারে সেজনিতো প্রকৃত ভালোবাসা পাবার যোগ্য
সবার জীবনে সত্যিকারের ভালোবাসা কোন না কোন সময় আসবেই হোক সেটা ক্ষণিকের জন্য বাহ চিরজীবনের জন্য
ভূমিকা
লাভ শব্দের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত কিন্তু এই শব্দের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ লুকিয়ে থাকে সম্মান বিশ্বাস দায়িত্ববোধ ভালোবাসা এসব কিছু মিলিয়ে নিজের ভালোবাসার মানুষকে যে ভালো রাখতে পারবে সেই প্রকৃত পুরুষ এ সম্পর্কে জানতে নিচে আরও পড়ুন।
সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস
সত্যিকারের ভালোবাসা বা প্রকৃত ভালোবাসা মনে হলো একটি নিঃস্বার্থ ভালোবাসা যা কখনো পরিবর্তন হয় না। একে অন্যের প্রতি সম্মান দায়িত্ববোধ সুখে-দুঃখে পাশে থাকা খুনসুটি শত কষ্টের মধ্যেও ভালোবাসার এক অটুট বন্ধনের মাঝে আবদ্ধ থাকার নামই হচ্ছে প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা নিয়ে স্ট্যাটাস ও উক্তি এই পোস্টটিতে আপনারা পাবেন।
আরও পড়ুনঃ মেয়ে পটানোর সেরা ডায়ালগ জানুন
- জীবন তার সঙ্গেই কাটানো প্রয়োজন যার চেহারার থেকে মন অনেক বেশি সুন্দর।
💙💟 সংগৃহীত 💟💙
- সত্যিকারের ভালোবাসা ত্যাগের মধ্যেই বিদ্যমান থাকে।
💙💟 সংগৃহীত 💟💙
- প্রকৃত ভালোবাসা তৈরি হয় দুজন মানুষের পছন্দ ও মনের ইচ্ছা থেকে
💙💟সংগৃহীত 💟💙
- ভালোবাসা খাঁটি হলে সেটি জীবনের শেষ সময় পর্যন্ত টিকে থাকে আর ভালোবাসার মধ্যে কোন অপবিত্রতা ও কমতি থাকলে সেটি খুব বেশি সময় পর্যন্ত টিকবে না।
💙💟 সংগৃহীত 💟💙
- ভালোবাসা হলো একে অন্যের প্রতি যত্নশীল ও কেয়ারিং হওয়া কোন কারণ ছাড়া কখনো অবহেলা না করা।
💙💟 সংগৃহীত 💟💙
- প্রকৃত ভালোবাসা হচ্ছে খাঁটি মধুর মত যার সুখ কখনো কল্পনা করে শেষ করা যাবে না
💙💟 সংগৃহীত 💟💙
- সত্যিকারের ভালোবাসা খাঁটি হলে তাদের জীবনে যত বাধাই আসুক না কেন তারা দুজন কখনো একে অপরকে ছেড়ে যাবে না।
💙💟 সংগৃহীত 💟💙
- সত্যিকারের ভালোবাসার জন্য বিশেষ কিছু ত্যাগের প্রয়োজন পড়ে।
💙💟 সংগৃহীত 💟💙
- তুমি যা দিয়েছো তার বিনিময়ে তুমি কখনো কিছু আশা করোনা কেননা সবার কাছে তোমার মত এত সুন্দর একটি হৃদয় নেই।
💙💟 সংগৃহীত 💟💙
- সত্যিকারের ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না সত্যিকারের ভালোবাসা হয় বোঝাপড়া দিয়ে
💙💟 সংগৃহীত 💟💙
- সত্যিকারের ভালোবাসা অনেকে হাজারবার খুঁজেও পাইনা আবার কেউ পেয়েও তার মর্ম সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনা।
💙💟 সংগৃহীত 💟💙
- সত্যিকারের ভালোবাসা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভোলা যাবে না
💙💟 সংগৃহীত 💟💙
- জীবনের সত্যিকারের ভালোবাসা বেঁচে থাকলে সমস্ত বাধা অতিক্রম করে চলতে হবে।
💙💟 সংগৃহীত 💟💙
- সত্যিকারের ভালোবাসায় কখনো কোন চাওয়া পাওয়া ও কোন ধরনের স্বার্থ লুকিয়ে থাকে না।
💙💟 সংগৃহীত 💟💙
- ভালোবাসা এমন একটি সম্পদ এটি তার সাথেই হয় যে আগে মন থেকে ভালোবাসা যায়।
💙💟 সংগৃহীত 💟💙
- যার ভালোবাসার গভীরতা বেশি তার অভিমান অনেক বেশি আর বেশিরভাগ রাগী ছেলেরাই বড় মন মানসিকতার হয়ে থাকে।
💙💟 সংগৃহীত 💟💙
- ভালোবাসা হলো নানা অনুভূতির মত যা প্রতিটা মানুষের জীবনে ছড়িয়ে আছে রংধনুর ৭ টি রঙের মতো।
💙💟 সংগৃহীত 💟💙
ভালোবাসার সেরা ১০টি স্ট্যাটাস
ভালোবাসা শুধু পাওয়ার মধ্যে না প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়া যায় ত্যাগের মধ্যে । ত্যাগ না থাকলে সে ভালোবাসা কোন ভালোবাসাই না প্রিয় মানুষের প্রতি ভালোবাসার একটু যত্নশীল মনোভাব তার মনে অনেক বড় জায়গা করে নিতে পারে ভালোবাসার বিক্ষ্যাত ১০ টি স্ট্যাটাস জানুন।
আরও পড়ুনঃ মেয়ে পটানোর সেরা ১০ টি উপায় জানুন
- পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও নিজের মায়ের ভালোবাসার চোখে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না।ভালোবাসার এই অমূল্য প্রেম শুধুমাত্র ভালোবাসা দিয়েই তা পরিশোধ করা সম্ভব।
💗 সংগৃহীত 💗
- ভালোবাসা হলো এক ধরনের মায়া যা এক পুরুষ থেকে অন্য পুরুষকে ও এক মহিলা থেকে অন্য মহিলাকে দূরে রাখতে পারে।
💗 সংগৃহীত 💗
- কাউকে ভালোবাসা কোন অন্যায় না এটি শুধু আমাদের মনের ভেতরের অনুভূতি প্রকাশ করে।
💗 সংগৃহীত 💗
- ভালোবাসা কথাটি বিবাহ কথা থেকে অনেক গুণ বেশি প্রাণবন্ত মনে হয়।
💗 সংগৃহীত 💗
- গভীর ভালোবাসা শুধু মানুষকে কাছেই টানতে পারে না অনেক সময় দূরে ঠেলে দিতে পারে।
💗 সংগৃহীত 💗
- ভালোবাসা অন্ধ তাই তো ভালোবাসা দেখেনা কোন পথ কোন বাধা-বিপত্তি।
💗 সংগৃহীত 💗
- ভালোবাসা কথার অর্থ হল কোন কিছুকে পছন্দ হলে সে জিনিসটাকে নিয়ে বেঁচে থাকার ইচ্ছা কে বলে।
💗 সংগৃহীত 💗
- সঠিক মানুষ কখনো হাত ছেড়ে যায় না তারা সব সময় পাশে থেকে যাওয়ার উপায় খুঁজে।
💗 সংগৃহীত 💗
- জীবনে কাউকে একবার ভালোবেসে থাকলে তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব মনে হবে।
💗 সংগৃহীত 💗
- ভালোবাসা খুঁজতে হয় না যদি আপনার জন্য কেউ থেকে থাকে তাহলে ঠিক সময় তাকে আপনি পেয়ে যাবেন।
💗 সংগৃহীত 💗
- যে ভালোবাসে কিন্তু প্রকাশ করে অনেক কম তার ভালোবাসার গভীরতা অনেক বেশি।
💗 সংগৃহীত 💗
ভালোবাসার স্ট্যাটাস বাংলা জেনে নিন
ভালোবাসা এমন একটি অমূল্য সম্পদ যা কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। জীবনে সৎ ও যত্নবান ভালোবাসার মানুষ পেয়ে গেলে জীবনে আর কোন কিছুর প্রয়োজন হয় না। একটি সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সম্মানবোধ অত্যন্ত জরুরি ভালোবাসার স্ট্যাটাস বাংলা জেনে নিন।
- ভালোবাসা হলো সেই অনুভূতি যাকে পাওয়ার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা হারিয়ে যাবে।
💜💕 সংগৃহীত 💕💜
- জীবনে এমন একটা ভালোবাসার মানুষ থাকা প্রয়োজন যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালবাসবে এবং প্রয়োজন ছাড়া আপনার খোঁজ নিবে।
💜💕 সংগৃহীত 💕💜
- ভালোবাসা ও সম্মান এই দুটো জিনিস নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে পেলে বেঁচে থাকার ইচ্ছেটা কয়েক গুণ বৃদ্ধি পায় ।
💜💕 সংগৃহীত 💕💜
- কাউকে মন থেকে একবার ভালোবেসে থাকলে তাকে ছাড়া পৃথিবীর সব কিছু মূল্যহীন মনে হবে।
- ভালোবাসার মানুষ জীবনে আসার থেকেও মূল্যবান ভালো রাখার মানুষ জীবনে আশা অধিক গুরুত্বপূর্ণ।
💜💕 সংগৃহীত 💕💜
- কেউ আপনাকে সাধারন বলে দূরে সরিয়ে দিবে আবার কেউ অসাধারণ বলে আপনাকে জড়িয়ে নেবে।
💜💕 সংগৃহীত 💕💜
- যার উপর সবচেয়ে বেশি অভিমান হয় মনের গভীরে তার জন্যই ভালোবাসাটাও সবচেয়ে বেশি সঞ্চিত থাকে।
💜💕 সংগৃহীত 💕💜
- কাউকে ভালো লাগতে খুব বেশি সময় লাগে না কিন্তু একজন প্রকৃত মানুষকে ভালবাসতে অনেক বেশি সময় লাগতে পারে।
💜💕 সংগৃহীত 💕💜
- তুমি যেমন ভালোবাসা চাও ঠিক তেমনি ভালোবাসা পাবে হয়তো একটু সময়ের ব্যবধানে নয়তো নতুন কারো বাহু ডোরে।
💜💕 সংগৃহীত 💕💜
- কাউকে ভালোবাসাটা খুব সহজ কিন্তু তাকে সারা জীবন নিজের করে রাখা অনেক কঠিন।
💜💕 সংগৃহীত 💕💜
- একদিন আপনাকে কেউ ঠিক সেই ভাবেই ভালোবাসবে যেভাবে আপনি সবসময় চেয়েছিলে।
💜💕 সংগৃহীত 💕💜
- যে ছেড়ে চলে যায় তার জন্য আফসোস না করে যে আপনার কাছে আছে তাকে অনেক বেশি গুরুত্ব দিন।
💜💕 সংগৃহীত 💕💜
Romantic Love রোমান্টিক ভালোবাসার স্ট্যাটাস জানুন
ভালোবাসার মানুষকে সবসময় খুশি রাখার জন্য আমরা বেশি বেশি চেষ্টা করি। এজন্য সব সময় তাদের বেশি বেশি প্রশংসা করব এবং তাদের প্রতি বেশি যত্নশীল হয়ে উঠবো। Romantic Love রোমান্টিক ভালোবাসার স্ট্যাটাস জানুন।
- জোনাকি হচ্ছে রাতের বাতি স্বপ্ন হলো ঘুমের সাথী মন হচ্ছে একটি মায়াবী পাখি বন্ধু নাকি সুখ-দুঃখের সাথী।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকিয়ে পুরো পৃথিবী দেখা যায় সেই ভালোবাসা টি চলে গেলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- তোমার চোখের আড়াল হলে তুমি মন ভেঙ্গোনা তোমার মনের আড়ালে তুমি কারো প্রেমে পড়ো না একটুখানি দুঃখ পেলে কখনো ভুলে যেওনা।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- চোখে কথা মুখে হাসি মন বলে যে শুধু তোমায় ভালোবাসি সময় চলে গেলে আসে না তো আর ফিরে স্মৃতিগুলো বার বার ফিরে আসে
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- প্রেম মানে মনের টান প্রেম মানে রাগ অভিমান দুইটি পাখির একটি নীড় একটি নদীর দুটি তীর দুটি মনের একটি আশা এরই নাম ভালবাসা।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- তোমার মনে দুয়ারে তাকাই বারবার দেখি স্বপ্নেরা ফিরে আসে পাল উড়িয়ে সুখ-দুঃখের নৌকায় আজ হেলেদুলে মন চলে যে আনন্দবিলাসে।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- আমার হারিয়ে যেতে মন চায় যেখানে আছে তোমার ভালোবাসার নীড় আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই সারাটি জীবন।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- নীল আকাশের তারার মাঝে জোসনা রাতে চাঁদের আলো ভাসে মিষ্টি সকালের শিশিরে ভেজা ভেবে দেখো আমার প্রেমে কতইনা মজা।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
- তুমি আমার অন্ধকার জীবনের আলো মিষ্টি করে সকালের রোদে তুমি আমায় বাসো ভালো।
💙💝💛 সংগৃহীত 💛💝💙
Love ভালোবাসার স্ট্যাটাস ২০২৪
আমাদের সবার জীবনে কোন না কোন সময় প্রকৃত ভালোবাসা আসবে এই ভালোবাসাকে সঠিক মূল্যায়ন করার মাধ্যমে সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায়। Love ভালোবাসার স্ট্যাটাস ২০২৪ এর সেরা কিছু উক্তি ওই স্ট্যাটাস জেনে নিন।
- আমি অনেক ভালো থাকতাম যদি এই পৃথিবীতে স্বার্থপর হয়ে জন্ম নিতাম।
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- জীবনে কারো প্রকৃত ভালোবাসা পেলাম না পেলাম শুধু অবহেলা আর কষ্ট
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- তোমার ভালোবাসা যদি আমার এ জীবনে না থাকে শেষ সময় পর্যন্ত তবে এটুকুই যথেষ্ট।
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- ওই তারা ভরা রাতের আকাশে আসবে তুমি চাঁদ হয়ে হাসিমাখা মুখ নিয়ে ফুলের সুবাস ছড়িয়ে।
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- আমার জীবনে শান্তি মানে ওগো প্রিয় তোমার
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- তোমার ওই কাজলের নয়ন আঁখিতে যেন আমার পুরো পৃথিবীর সুখ খুঁজে পায়
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- প্রথম দেখায় কখনো ভালোবাসা তৈরি হয় না হয় ভালোলাগা আর এই ভালোলাগা নিয়ে ভাবতে থাকলে তৈরি হবে ভালোবাসা।
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- পুরুষেরা ছোটখাটো একটু ভুল বোঝাবুঝির কারণে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে পারে
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- আমার কাছে তুমি অনেক বিশ্বস্ত ও নিখুঁত
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- ফ্রি ফেসবুক যদি বন্ধ করে দেওয়ার জন্য তাহলে বাংলাদেশের কোন মেয়েকে আর কখনো ফেসবুকে দেখা যেত না।
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- রানীর মতো ভাবুন একজন রানী কখনোই ব্যর্থতা স্বীকার করে না সেই সব সময় মহানতার মনোভাব প্রকাশ করে
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- তোমাকে আমি বলতে চাই তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই এজন্য ভালবাসি শুধু তোমায় আর তাইতো জনম জনম ভালোবেসে যেতে চাই।
💙💕💚 সংগৃহীত 💚💕💙
- স্বপ্ন দিয়ে আঁকি সুখের সীমানা হৃদয় দিয়ে খুঁজি মনের ঠিকানা ছায়ার মত থাকবো চিরজীবন তোমার পাশে যদি বলো ভালোবাসি।
💙💕💚 সংগৃহীত 💚💕💙
দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস
আমরা অনেক সময় প্রিয় মানুষকে রেখে জীবিকার নির্বাহের তাগিতে অনেক দূরে যেয়ে থাকি হয়তো সেটা দেশে বা দেশের বাইরে। কিন্তু এই সময় আমাদের প্রিয় ভালোবাসার মানুষ অনেক কষ্ট পাই তাদের সঙ্গে কাছাকাছি না থাকার জন্য এবং কথা না বলার জন্য তাইতো সময় পেলেই দূর থেকে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে
সুন্দর সুন্দর ভালোবাসার উক্তি ও স্ট্যাটাস প্রকাশ করতে পারেন এই সম্পর্কে জানতে এই পোস্টটি পড়ুন দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস জানুন।
- যখন কোন দূরত্ব গুরুত্ব না বাড়ায় তখন সেই দূরত্ব দূরত্বতম হওয়াটাই শ্রেয়।
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- মনের মাঝে দূরত্ব ঢুকে গেলে ধীরে ধীরে ভালবাসা কমতে থাকে তারপর একদিন সম্পর্কটাও শেষ হয়ে যায় রয়ে যায় স্মৃতির পাতায়।
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- দূরত্ব সম্পর্কে কাছাকাছি নিয়ে আসে ঠিক দূরত্ব সম্পর্কের মাঝে অভিমানে ঘনত্ব তীব্র করে সম্পর্কের ধ্বংস সৃষ্টি করে।
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- কোন গন্তব্য থাক বা না থাক তো থাকো কিন্তু কিছুটা ধীরে ধীরে কাছে যাওয়ার দূরত্ব।
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- দূরত্বে ভালোবাসা বৃদ্ধি পায় আর দীর্ঘ সময় দূরত্ব দূরে ঠেলে দেয়।
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- সময় হলে তো এই স্থানের মধ্যে দীর্ঘতম দূরত্ব
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- দূরত্ব হলো সবচেয়ে ভয়ংকর বিষয় এটি আপনি জানেন না যে সেটি আপনাকে স্মরণে রাখবে নাকি আপনাকে ভুলে যাবে।
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- আমাদের মধ্যে নীরবতা ও দূরত্বের একটি সমুদ্র আছে আর আমি তাতে ডুবে যাচ্ছি ।
💛💙💗 সংগৃহীত 💗💙💛
- আমি ভালোবাসার অপার শক্তিতে বিশ্বাস করি যে সত্যিকারের ভালোবাসা যেকোনো পরিস্থিতি কোন না কোন সময় আপনার কাছে প্রকৃত ভালোবাসা মানে না কোন বাধা মানে না কোন দূরত্ব মানেনা কোন অর্থের প্রাচুর্য।
💛💙💗 সংগৃহীত 💗💙💛
শেষ কথা
ভালোবাসার থিওরি পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তিরা উল্লেখ করে গেছেন তাদের জীবনের মূল্যবান কিছু ভালোবাসার গল্প দিয়েছেন। ভালোবাসা এমন একটি শব্দ যা কোন সময় অর্থ ও প্রাচুর্যতার ব্যবধানে হয় না এটি মূলত দুটি মনের বিষয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url