বাংলাদেশের নদীর সংখ্যা কত-বাংলাদেশের নদের তালিকা জানুন
প্রিয় পাঠক বাংলাদেশের নদীর সংখ্যা কত ও বাংলাদেশের নদের তালিকা জানুন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এজন্য দেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কারণ নদীর সঙ্গে জীবিকা নির্বাহ করে আমাদের দেশের মানুষের সংসার চালানা হয়
মাছ ধরা থেকে শুরু করে সেচের জমিতে পানি নেওয়া পর্যন্ত সব ক্ষেত্রে নদীর গুরুত্ব অপরিসীম। নদী আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ এই সম্পদকে রক্ষা করা আমাদের কর্তব্য
ভূমিকা
বাংলাদেশের ছোট বড় মিলিয়ে প্রায় হাজারের উপরে নদনদী রয়েছে। এইসব নদ নদীর নাম ও দৈর্ঘ্যের তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো এ সম্পর্কে জানতে নীচে আরো পড়তে থাকুন।
বাংলাদেশের নদীর সংখ্যা কত
আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত। এটি একটি নদীমাতৃক দেশ এদেশের ছোট বড় মিলিয়ে প্রায় ৭০০ টির বেশি নদনদী বিপুল পরিমাণে জলরাশি নিয়ে প্রায় ২২ হাজার ১৫৫ কিলোমিটার জায়গা রয়েছে এদেশের অভ্যন্তরে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর তথ্য মতে ২০১৩ সালের আগে বাংলাদেশের নদ নদীর সংখ্যা ছিল ৩১০ টি।
আরও পড়ুনঃ বাংলাদেশের সবচেয়ে সন্দর শহর কোনটি জানুন
তবে এখন সেই সংখ্যা প্রায় ৭০০ টির উপরে। বাংলাদেশের নদীর সংখ্যা কয়টি এ নিয়ে অনেক আগে থেকেই বিভিন্ন মতভেদ তৈরি হয়ে আসছে তবে বর্তমান সময়ে ২৪ সেপ্টেম্বর ২০২৩ সালের বাংলাদেশে নদ নদীর সংজ্ঞা ও সংখ্যা বিষয়ক একটি সেমিনারে নতুন একটি তথ্য দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। বর্তমানে সারাদেশে মিলিয়ে এখন
মোট নদীর সংখ্যা ১ হাজার ৮ টি। এর আগে নদী রক্ষা কমিশন একটি খসড়া হিসাব দিয়েছিলেন যে বাংলাদেশের নদ নদীর সংখ্যা ৯০৭ টি। এই তথ্য প্রকাশের পর থেকে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন অনেক ধরনের আপত্তি জানায়। এরই পর্যবেক্ষণে নতুন করে প্রতিটি জেলায় সঠিক ভাবে জরিপ করা হয় এ থেকে জানা যায় বাংলাদেশ প্রতিটি
আরও পড়ুনঃ বাংলাদেশের ৬৬তম জেলার নাম কি
জেলার উপর দিয়ে মোট ২০ টি করে নদী প্রবাহিত হয়েছে এবং শুধু সুনামগঞ্জ জেলার উপর দিয়ে ৯৭ টি নদী প্রবাহিত হয়েছে। নদীর সংখ্যা উল্লেখ করে তিনি বিভিন্ন দিকে বড় থেকে ছোট ভাগ করেছেন এই তালিকায়
- ৩০০ কিলোমিটারের বেশি রয়েছে ২ টি নদী পদ্মা ও ইছামতি। এরমধ্যে ইছামতি নদী আছে মোট ১১ টি
- ২৮০ কিলোমিটারের বেশি রয়েছে ৫ টি নদী
- ২০০ থেকে ২৭৯ কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে আছে মোট ৯টি নদী
- ১০০ থেকে ১০০৯ কিলোমিটারের মধ্যে রয়েছে মোট ৪২ টি নদী
- ১০০ কিলোমিটারের মধ্যে আজ রয়েছে ৫ টি নদী
- ১০ থেকে ৯৯ কিলোমিটারের মধ্যে আছে ৪৮০ টি নদী
- ১ থেকে ৯ দৈর্ঘ্যের মধ্যে আছে ৩৭৬ টি নদী
- ১ কিলোমিটারের কম দৈর্ঘ্যের আছে ৪১টি নদী
- এছাড়াও কোন দৈর্ঘ্যের তথ্য নেই এরকম নদী রয়েছে মোট ৫৫ টি
বাংলাদেশের প্রধান কিছু নদীর তালিকার নাম প্রকাশ করা হলোঃ
- আড়িয়াল খাঁ দীর্ঘ ১৬০ কিলোমিটার অবস্থান ফরিদপুর ও বরিশাল জেলা
- বংশী নদী ২৩৮ কিলোমিটার দৈর্ঘ্য অবস্থান ময়মনসিংহ ঢাকা জেলা
- ভদ্রা নদী ১৯৩ কিলোমিটার অবস্থান যশোর ও খুলনা জেলা
- বেতনা-খোলটুয়া নদী ১৫১ কিলোমিটার অবস্থান যশোর ও খুলনা জেলা
- ব্রহ্মপুত্র/যমুনা নদীর দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার অবস্থান রংপুর ও পাবনা
- বুড়িগঙ্গা ০.২৭ কিলোমিটার অবস্থান ঢাকা জেলা
- চিত্রা নদী ১৭০ কিলোমিটার অবস্থান কুষ্টিয়া ও যশোর জেলা
- ধলেশ্বরী নদী ১৬০ কিলোমিটার অবস্থান ময়মনসিংহ ঢাকা জেলা
- ডাকাতিয়া ২০৭ কিলোমিটার অবস্থান কুমিল্লা ও নোয়াখালী জেলা
- ধনু নদী ১৩৫ কিলোমিটার অবস্থান ময়মনসিংহ ও সিলেট জেলা
- করতোয়া ৪৫০ কিলোমিটার রংপুর বগুড়া ও পাবনা জেলায় অবস্থিত
- পদ্মা ৩৭৮ কিলোমিটার অবস্থিত রাজশাহী পাবনা ঢাকা ও ফরিদপুর জেলায়
- মধুমতি নদী ৩৭১ কিলোমিটার অবস্থান কুষ্টিয়া ফরিদপুর যশোর খুলনা ও বরিশাল জেলায়
- ঘাঘট নদী ২৭৬ কিলোমিটার অবস্থান রংপুর জেলা
- আত্রাই নদী ৫৯৭ কিলোমিটার অবস্থান দিনাজপুর রাজশাহী ও পাবনা জেলায়
- কর্ণফুলী নদী ১৮০ কিলোমিটার অবস্থান পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলায়
- কুবা ডাক নদী ২৬০ কিলোমিটার অবস্থান যশোর ও খুলনা জেলায়
- কুমার নদী ১৬২ কিলোমিটার অবস্থান যশোর ও ফরিদপুর জেলায়
- কুশিয়ারা নদী ২২৮ কিলোমিটার অবস্থান সিলেট জেলায়
- ফেনী নদী এক ১৯৫ কিলোমিটার অবস্থান নোয়াখালী ও কুমিল্লা জেলায়
- নিম্ন মেঘনা ১৬০ কিলোমিটার অবস্থান চাঁদপুর জেলা
- মাথাভাঙ্গা ১৫৬ কিলোমিটার অবস্থান রাজশাহী ও কুষ্টিয়া জেলা
- নবগঙ্গা ২৩০ কিলোমিটার অবস্থান কুষ্টিয়া ও যশোর জেলায়
- মাতামুহুরি ২০৮৭ কিলোমিটার অবস্থান চট্টগ্রাম জেলা
- সাঙ্গু ১৭৩ কিলোমিটার অবস্থান চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
- সুরমা নদী ৬৭০ কিলোমিটার অবস্থান সিলেট বরিশাল ও কুমিল্লা জেলায়
- পশুর নদী ১৪১ কিলোমিটার অবস্থান খুলনা জেলায়
- তিস্তা নদী ১১৫ কিলোমিটার অবস্থান রংপুর জেলায়
- হালদা নদী ০.৮১ কিলোমিটার অবস্থান চট্টগ্রাম জেলা
- পুরাতন ব্রহ্মপুত্র ২৭৬ কিলোমিটার অবস্থান ময়মনসিংহ জেলা
বাংলাদেশের নদের তালিকা জানুন
বাঙালি জাতিকে মাছে ভাতে বাঙালি বলা হয়। এর প্রধান কারণ হলো বাংলাদেশের একটি নদীমাতৃক দেশ। এ দেশে ছোট বড় মিলিয়ে প্রায় অসংখ্য নদ-নদী রয়েছে। বাংলাদেশের প্রধান কয়েকটি নদ-নদীর মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র, কর্ণফুলী মেঘনা, পদ্মা , যমুনা, তিস্তা , পশুর, সাঙ্গু। বাংলাদেশের নদের সংখ্যা মোট চারটি এগুলো হলোঃ
- ব্রমপুত্র
- কপোতাক্ষ
- আড়িয়াল খা
- কুমার
বাংলাদেশের আন্তর্জাতিক নদী কয়টি
আন্তর্জাতিক নদী বলতে আন্তঃসীমান্ত নদীকে বোঝায়। আন্তঃসীমান্ত নদী হল একের অধিক কোন দেশের অভ্যন্তরে রাজনৈতিক সীমানা অতিক্রম করে প্রবেশ করে তাকে বোঝায়। বর্তমানে সারা বিশ্বে আন্তসীমান্ত বা আন্তর্জাতিক নদীর সংখ্যা মোট ২৬০ টি। এর মধ্যে থেকে আমাদের বাংলাদেশ ও বেশ কয়েকটি আন্তঃসীমান্ত নদী রয়েছে।
আরও পড়ুনঃ পদ্মা সেতুর দৈর্ঘ কত ও পিলার কয়টি জানুন
বাংলাদেশের আন্তর্জাতিক নদী কয়টি জানুন। বাংলাদেশের আন্তর্জাতিক নদী মোট ৫৭ টি । তবে উইকিপিডিয়া এর মতে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা ৫৮ টি এবং বাংলাপিডিয়ার মতে ৫৭ টি।
এর মধ্যে থেকে ৫৪ টি নদী ভারতের সঙ্গে এবং বাকি ৩ টি সাঙ্গু নাক ও মাতামুহুরী নদী মায়ানমারের সঙ্গে সংযুক্ত আছে।
- ভারত বাংলাদেশ ও চীনের মধ্যে প্রবাহিত নদ ব্রহ্মপুত্র বাংলাপিডিয়ার তথ্য মতে।
- বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করেছে নাফ নদী
- বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করেছে হাড়িয়াভাঙ্গা নদী
- নবাংলাদেশের ১টি মাত্রআন্তর্জাতিক নদী পদ্মা
বাংলাদেশের আন্তর্জাতিক নদীর তালিকা নিচে প্রকাশ করা হলোঃ
- ইছামতি-কালিন্দী
- রায়মঙ্গল
- বেতনা-কোদালিয়া
- ভৈরব-কপোতাক্ষ
- মাথাভাঙ্গা
- পাগলা পাগলা
- আত্রাই
- গঙ্গা
- পুণ্য ভরবা
- তেতুলিয়া
- টাঙ্গন
- কুলিক
- নগর
- করতোয়া
- ডাহুক
- মহানন্দা ঘোড়ামারা
- যমুনেশ্বরী
- তালমা ধরোলা
- তিস্তা
- ব্রহ্মপুত্রম
- জিনজিরাম
- চিল্লাখালি
- সোমেশ্বরী
- দামালিয়া
- নয়াগাঁও
- দুধকুমার
- ধরলা
- বুড়ি তিস্তা
- ভোগাই নিতাই
- কর্ণফুলী
- ফেনী
- মুহুরী
- ডাকাতিয়া
- গোমতী
- সিলোনিয়া
- বিজনী
- হাওড়া
- সোনাই
- সুতাং
- খোয়াই
- লংলা
- ধোলাই
- সুরমা
- কুশিয়ারা
- বারদল
- মনু
- জুরি
- জাদুকাটা
- উমিয়াম
- পিয়াইন
- গোয়ায়ইন
- সালদা
- সাঙ্গু
- মাথা মুহুরী
- নাফ
বাংলাদেশের জাতীয় নদীর নাম
আমাদের বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজারের উপরে নদ নদী রয়েছে। এইসব নদী বাংলাদেশের অভ্যন্তরে এবং বিভিন্ন দেশের সঙ্গে সংযোগস্থল স্থাপন করেছে। আমাদের দেশের পশু-পাখি থেকে শুরু করে ফুল-ফল সব কিছুরই জাতীয় একটি নাম রয়েছে নদীর ক্ষেত্রেও ঠিক তেমনি। বাংলাদেশের জাতীয় নদীর নাম হলঃ যমুনা
বাংলাদেশের বৃহত্তম ও দীর্ঘতম নদী কোনটি জানুন
বাংলাদেশের মোট নদ নদীর সংখ্যা ১ হাজার ৮ টি। বাংলাদেশের বৃহত্তম ও দীর্ঘতম নদী কোনটি জানুন । বাংলাদেশের সব থেকে বড় ও দীর্ঘতম নদী পদ্মা। এই নদীর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার দেশের অভ্যন্তরে প্রায় ১২ টি জেলার মধ্যে অবস্থিত । এই নদীর গতিপথ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে এটি রাজশাহী জেলা দিয়ে আমাদের দেশে প্রবেশ করেছে।
এখান থেকে এই নদীটি পদ্মা নাম ধারণ করে। পদ্মা নদীর উপনদী পূনর্ভবা ও মহানন্দা একটি নদী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পদ্মা নদীর শাখা নদীর মধ্যে রয়েছে
- আড়িয়াল খাঁ
- বড়াল
- কুমার
- গড়াই
- কপোতাক্ষ
- মাথাভাঙ্গা
পদ্মার বেশ কিছু শাখা নদী রয়েছে এগুলো হলোঃভৈরব , মধুমতি , পশুর এই নদীগুলো বেশ কয়েকটি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে
- কুষ্টিয়া
- যশোর
- রাজবাড়ী
- ঝিনাইদহ
- সাতক্ষীরা
- নড়াইল
- মাগুরা
- বাগেরহাট
- গোপালগঞ্জ
- ফরিদপুর
- মাদারীপুর
- বরিশাল
- শরীয়তপুর
- পটুয়াখালী
বাংলাদেশের বড় নদী কয়টি
বাংলাদেশের সবথেকে বড় নদী হিসেবে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র শীতলক্ষ্যা তিস্তা এসব নদীকে বোঝায় । বাংলাদেশের বড় নদী কয়টি তার তালিকা নিচে দেওয়া হলঃ
- আড়িয়াল খাঁ দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার ফরিদপুর ও বরিশাল জেলায় অবস্থিত
- বংশী নদী দৈর্ঘ্য ২৩৮ কিলোমিটার ময়মনসিংহ ঢাকা জেলায় অবস্থিত
- বেতনা-খোলপাটুয়া দৈর্ঘ্য ১৫১ কিলোমিটার যশোর ও খুলনা জেলায় অবস্থিত
- ভৈরব নদী দৈর্ঘ্য ২৫০ কিলোমিটার যশোর ও খুলনা জেলায় অবস্থিত
- ভদ্রা নদী দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার যশোর ও খুলনা জেলায় অবস্থিত
- কংস নদী দৈর্ঘ্য ২২৫ কিলোমিটার ময়মনসিংহ জেলায় অবস্থিত
- বুড়িগঙ্গা নদী দৈর্ঘ্য ২৭ কিলোমিটার ঢাকা জেলায় অবস্থিত
- ব্রমপুত্র/যমুনা নদী দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার রংপুর ও পাবনা জেলায় অবস্থিত
- চিত্রা নদী দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার কুষ্টিয়া ও যশোর জেলায় অবস্থিত
- ধলেশ্বরী নদী দৈর্ঘ্য ১৬০কিলোমিটার ময়মনসিংহ ঢাকা জেলায় অবস্থিত
- ডাকাতিয়া নদী দৈর্ঘ্য ২০৭ কিলোমিটার কুমিল্লা নোয়াখালী ও চাঁদপুর জেলায় অবস্থিত
- ধনু নদী দৈর্ঘ্য ১৩৫ কিলোমিটার ময়মনসিংহ ও সিলেট জেলায়অবস্থিত
- করতোয়া দৈর্ঘ্য ৪৫০ কিলোমিটার রংপুর বগুড়া ও পাবনা জেলায় অবস্থিত
- গঙ্গা/পদ্মা দীর্ঘ ৩০০ ৭৮ কিলোমিটার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর মুন্সিগঞ্জ ফরিদপুর রাজবাড়ী কুষ্টিয়া মাদারীপুর পাবনা নাটোর জেলায় অবস্থিত
- ঘাঘট নদী দৈর্ঘ্য ২৩৬ কিলোমিটার রংপুর জেলায় অবস্থিত
- আত্রাই নদী দৈর্ঘ্য ৫৯৭ কিলোমিটার দিনাজপুর রাজশাহী ও পাবনা জেলায় অবস্থিত
- কবিতা কোন দৈর্ঘ্য ২৬০ কিলোমিটার যশোর খুলনা জেলায় অবস্থিত
- কর্ণফুলী নদী দৈর্ঘ্য ১৮০ কিলোমিটার চট্টগ্রাম জেলায় অবস্থিত
- কুশিয়ারা নদী দৈর্ঘ্য ২২৮ কিলোমিটার সিলেট জেলায় অবস্থিত
- ফেনী ডাকাতিয়া নদী দৈর্ঘ্য ১৯৫ কিলোমিটার ফেনী চট্টগ্রাম চাঁদপুর নোয়াখালী কুমিল্লা জেলায় অবস্থিত
- মাথা মুহুরী নদী দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার পার্বত্য চট্টগ্রাম জেলায় অবস্থিত
- মাথাভাঙ্গা নদী দৈর্ঘ্য১৫৬ কিলোমিটার রাজশাহী ও কুষ্টিয়া জেলায় অবস্থিত
- নবগঙ্গা দৈর্ঘ্য ২৩০ কিলোমিটার কুষ্টিয়া ও যশোর জেলায় অবস্থিত
- পুরাতন ব্রহ্মপুত্র দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার ময়মনসিংহ জেলায় অবস্থিত
- পশুর নদী দৈর্ঘ্য ১৪১ কিলোমিটার খুলনা জেলায় অবস্থিত
- সাংগু নদী দৈর্ঘ্য১৭৩ কিলোমিটার পার্বত্য চট্টগ্রাম জেলায় অবস্থিত
- মেঘনা নদী দৈর্ঘ্য৬৭০ কিলোমিটার সিলেট সুনামগঞ্জ চাঁদপুর কুমিল্লা ও বরিশালে অবস্থিত
- তিস্তা নদী দৈর্ঘ্য ১১৫কিলোমিটার রংপুর জেলায় অবস্থিত
- হালদা নদী দৈর্ঘ্য ৮১ কিলোমিটার চট্টগ্রাম জেলায় অবস্থিত
- শীতলক্ষ্যা নদী দৈর্ঘ্য ১০৮ কিলোমিটার গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী ও ঢাকা জেলায় অবস্থিত
- পুনর্ভবা নদী দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার কিলোমিটার দিনাজপুর ও রাজশাহী জেলায় অবস্থিত
শেষ কথা
বাংলাদেশের বেশি কিছু নদীর নাম ইতিহাস সম্পর্কে জানলেন এই তথ্য জেনে উপকৃত হয়ে থাকলে অবশ্যই প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন। নদী আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ এই নদীগুলোকে সঠিকভাবে পর্যালোচনা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url