পৃথিবীর সবচেয়ে ছোট দেশ-সুন্দর শহর কোনটি জানুন
প্রিয় পাঠক পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ও সুন্দর শহর কোনটি জানুন। সারা পৃথিবী ঘিরে বিশ্বসেরা সৌন্দর্যমন্ডিত দেশগুলিতে পৃথিবীর বেশিরভাগ দেশের জনসংখ্যায় ভ্রমণের জন্য যেয়ে থাকে এইসব দেশের সৌন্দর্য এতটাই বেশি যে
পর্যটকদের মন খুব সহজেই আকৃষ্ট করে ফেলে । ভ্রমণের জন্য বিখ্যাত বিশ্বের বেশ কয়েকটি দেশ ও শহর রয়েছে। এসব দেশের সৌন্দর্য অনেক প্রাণবন্ত।
ভূমিকা
মহান আল্লাহ পুরো পৃথিবী সৃষ্টি করেছেন এক অপরূপ সৌন্দর্য নিয়ে । বিশ্বের যেকোন প্রান্তেই যেকোনো দেশে যায় না কেন এক এক স্থানের সৌন্দর্য একেক রকম যা মুখে বলে প্রকাশ করা যাবে না মহান আল্লাহর অশেষ রহমত আমাদের মাঝে বিশ্বের সেরা সুন্দর শহর ও দেশের নাম ও বিস্তারিতভাবে জানতে নিচে আরো পড়ুন।
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ
পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় দেশ যেমন আছে ঠিক তেমনি সবচাইতে ছোট দেশ ও আছে। বিশ্বের বড় বড় দেশগুলোর জনসংখ্যা একই পরিবারে ৪০ থেকে ৫০ জন হয়ে থাকে। ঠিক সেইখান থেকে বিশ্বের এমন একটি দেশ রয়েছে যার মোট জনসংখ্যা ৩০ জনেরকম। বিষয়টি একটু অবাক করলেও একেবারে সত্য। এদেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয়।
আরও পড়ুনঃ চীনের প্রধানমন্ত্রীর নাম কি জানুন
এই দেশটি ইংল্যান্ডের কাছাকাছি নর্থ সিতে আছে এই দ্বীপ রাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ছোট এই দেশটির নাম সিল্যান্ড। পৃথিবীর বুকে সমুদ্রের মধ্যখানে এই দেশটির আবির্ভাব ঘটে ১৯৪২ সালে। এই দেশটির মোট আয়তন ৫৫০ স্কয়ার মিটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মান সেনাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষুদ্র এই তটে
আশ্রয় নেয় বিপক্ষ শিবিরের সেনারা। এর কিছুদিন পর ১৯৬৭ সালে ব্রিটিশ সেনা অধ্যক্ষর এই দ্বীপটি কিনে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন। তিনি এই দেশটির নাম রাখেন সিল্যান্ড। সিল্যান্ড দেশটিকে মাইক্রোনিশন বলা হয়ে থাকে। এ দৃষ্টিতে একমাত্র বাড়ি রয়েছে সেটি হল রাজপ্রাসাদ। এর দুটি পিলারের ভেতরে
আরও পড়ুনঃ বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর কোনটি জানুন
ছোট ছোট ঘর রয়েছে যাতে প্রায় ৩০০ মানুষ থাকতে পারবে। স্বাধীন দেশ হিসেবে এদেশে রয়েছে নিজস্ব মুদ্রা পাসপোর্ট ও পতাকা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বের ছোট দেশ হিসেবে ভ্যাটিকান সিটি কে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে সিলেন্ডই বিশ্বের সবচাইতে ছোট দেশ। এই দেশটির প্রধান একটি বৈশিষ্ট্য ছিল করোনা ভাইরাসের সময়
সারা বিশ্ব যখন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল তখন এই দিব্যি পুরোপুরি এই ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই ছিল না।
সুন্দর শহর কোনটি জানুন
আমেরিকার কনডে নাস্ট ট্রাভেলার ম্যাগাজিনের পাঠকদের তথ্য মতে বিশ্বের সাতটি শহরের মধ্যে এই ম্যাগাজিন প্রথম স্থান লাভ করেছে ইতালি ও ফ্লোরেন্স শহর। বিশ্বের সবচাইতে সুন্দর শহর অবস্থিত ইউরোপের দেশ গ্রিসে। গ্রিসের এথেন্স শহর বিশ্বের সবথেকে সেরা ১০ টি সুন্দর শহরের তালিকায় উঠে এসেছে ষষ্ঠ স্থানে।
আরও পড়ুনঃ বাংলাদেশের সেরা ১০ টি ভ্রমনের স্থান
এই শহরের অপরূপ সৌন্দর্য পর্যটকদের খুব সহজেই মন জয় করে নিয়েছে। এজন্য ওয়ার্ড অফ স্ট্যাটিস্টিকস গ্রীসের রাজধানীকে পৃথিবীর সবচাইতে সুন্দর ১০ টি শহরের তালিকায় রেখেছেন। আমেরিকার কনডে নাস্ট ট্রাভেলার ম্যাগাজিনের পাঠকদের তথ্য মতে বিশ্বের সাতটি শহরের মধ্যে এই ম্যাগাজিন প্রথম স্থান লাভ করেছে ইতালি ও ফ্লোরেন্স শহর।
- তৃতীয় স্থানে রয়েছে-ভিয়েনা অস্ট্রিয়া
- চতুর্থ স্থানে রয়েছে-সিডনি অস্ট্রেলিয়া
- পঞ্চম স্থানে রয়েছে-ফ্রান্সের প্যারিস শহর
- ষষ্ঠ স্থানে রয়েছে-এথেন্স গ্রীস
- সপ্তম স্থানে রয়েছে-ভেনিস ইতালি
- অষ্টম স্থানে রয়েছে-বুদাপেস্ট হাঙ্গেরি
- নবম স্থানে রয়েছে-ইস্তাম্বুল তুর্কি
- দশম স্থানে রয়েছে-মাতেরা ইতালি
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি
জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি জেনে নিন। জনসংখ্যার দিক থেকে ও পৃথিবীর সবচাইতে ছোট দেশ একটিই। আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটিকে ধরা হয়। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এদেশের আয়তন ০.৪৪ বর্গ কিলোমিটার বা প্রায় ১১০ একর।
ইতালির কাছাকাছি অবস্থিত এই দেশটি এদেশে জনসংখ্যা মোট ৫১০ জন। তবে জনসংখ্যা ও আয়তনের দিক থেকে পৃথিবীর সবচাইতে ছোট দেশ সিল্যান্ড। এই তালিকায় আরো বেশ কয়েকটি শহর রয়েছে
- টুভালু- মোট জনসংখ্যা ১১,৩১২ জন। নয়টি প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি।
- নাউরু- মোট জনসংখ্যা ১২,৬৮৮ জন। প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ রাষ্ট্র এটি।
- কুক আইসল্যান্ড- মোট জনসংখ্যা ১৫,০৪০ জুন। এই দেশটিও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫ টি দ্বীপ নিয়ে অবস্থিত।
- পালাউ- মোট জনসংখ্যা ১৮,০৫৫ জন। মোট ৩৪০ টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ এটিও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত।
- সান মারিনো- মোট জনসংখ্যা ৩৩,৬৬০ জন। এই দেশটি ইতালির মধ্যে অবস্থিত।
- মোনাকো- মোট জনসংখ্যা ৩৬,৪৬৯ জন। এটি ভূমধ্যসাগরে অঞ্চলে অবস্থিত ।
- লিশটেনস্টাইন- মোট জনসংখ্যা ৩৯,৩২৭ জন। এই দৃষ্টি ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট পাঁচটি দ্বীপ নিয়ে গঠিত।
- সেন্ট কিটস অ্যান্ড নেভিস- মোট জনসংখ্যা ৪৭,৬৫৭ জন। ১০১ বর্গ মাইলের দেশ এটি।
পৃথিবীর সবচেয়ে সুন্দর ১০ টি দেশের নাম জানুন
সারা পৃথিবীতে ইউরোপ ও আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে উন্নত বিশ্বে অনেক সুন্দর সুন্দর সব দেশ গড়ে উঠেছে। এসব দেশের সৌন্দর্য এতটাই বেশি যে পর্যটকেরা একবার এসব দেশে গেলে আর ফিরে আসতে চায় না অনেক সুন্দর সুন্দর পর্যটন নগরী ও বিল্ডিং দেখলে মন এক অন্য জগতে চলে যায়। পৃথিবীর সবচেয়ে সুন্দর ১০ টি দেশের নাম জানুন।
- তালিকায় প্রথম স্থানে রয়েছে- কানাডা।
- দ্বিতীয় স্থানে রয়েছে- যুক্তরাষ্ট্র
- তৃতীয় স্থানে রয়েছে- ভারত
- চতুর্থ স্থানে রয়েছে- আয়ারল্যান্ড
- পঞ্চম স্থানে রয়েছে- ইতালি
- ষষ্ঠ স্থানে রয়েছে- ব্রাজিল
- সপ্তম স্থানে রয়েছে- চীন
- অষ্টম স্থানে রয়েছে- দক্ষিণ আফ্রিকা
- নবম স্থানে রয়েছে- নিউজিল্যান্ড
- দশম স্থানে রয়েছে- সুইজারল্যান্ড
পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি জেনে নিন
পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় দেশ রয়েছে বেশ কয়েকটি। ঠিক তেমনি বড় বড় শহর রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি জেনে নিন। পৃথিবীর সব থেকে বড় নিউইয়র্ক শহর। এই শহরের মোট আয়তন ১১৬০০ বর্গ কিলোমিটার। এবং জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচাইতে বড় শহর জাপানের টোকিও। এছাড়াও বিশ্বের বড় শহরের তালিকায় রয়েছে
- ২- নম্বর স্থানে রয়েছে ব্যাংকক , থাইল্যান্ড
- ৩- নম্বর স্থানে রয়েছে বেইজিং , চীন
- ৪- নম্বর স্থানে রয়েছে বোগোতা , কলম্বিয়া
- ৫- নম্বর স্থানে রয়েছে বুয়েনোস আইরেস , আর্জেন্টিনা
- ৬- নম্বর স্থানে রয়েছে কায়রো , মিশর
- ৭- নম্বর স্থানে রয়েছে দিল্লি , ভারত
- ৮- নম্বর স্থানে রয়েছে ঢাকা , বাংলাদেশ
- ৯- নম্বর স্থানে রয়েছে গুয়ানজো , গণচীন
- ১০- নম্বর স্থানে রয়েছে ইস্তানবুল , তুরস্ক
পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটি
পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে মুসলিম উম্মার সর্বোত্তম ইবাদতের জায়গা পবিত্র মক্কা নগরী। এই স্থানে গেলে হৃদয় একটি অন্যরকম অনুভূতি পায়। এজন্য সবার জীবনের স্বপ্ন এই শহরে অন্তত একবার যাবার জন্য। তবে পৃথিবীর মধ্যে এমন একটি বিশেষ জায়গা আছে প্রশান্ত মহাসাগরিয় অঞ্চল এটি অনেক সুন্দর পানির উপর একটি স্থান।
তবে আমার ব্যক্তিগত মতামত যে আমার মা যেখানে থাকে সেটি পৃথিবীর সবচাইতে সুন্দরতম স্থান আমার বাড়ি।
শেষ কথা
বিশ্বের এত সুন্দর সুন্দর দেশ গুলোর নাম শুনে এখনই এ দেশগুলোতে যাওয়ার জন্য মন উৎফুল্লহয়ে উঠেছে। এই দেশগুলো সুন্দর্য এতটাই বেশি যে একবার গেলে আর আসতে মন চাইবে না। তবে সব কিছুর উর্ধ্বে আমার দেশে কোন অংশে কম না পৃথিবীর সকল দেশের রানী আমার বাংলাদেশ আমার জন্মভূমি যেখানেই থাকি না কেন মা মাটির দেশ আমার কাছে সবার আগে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url