বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি জানুন
প্রিয় পাঠক পৃথিবীর ইতিহাসে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি জানুন। সারা পৃথিবীতে এমন সব ঘটনা রয়েছে যা আমরা অনেকেই জানিনা এ সম্পর্কে কিছু তথ্য এই আর্টিকেলে তুলে ধরা হলো
পৃথিবীর সবথেকে বড় দেশ কোনটি ও নদী কোনটি এই সম্পর্কে এখানে জানতে পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় নদী অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
ভূমিকা
পৃথিবীর সবচাইতে বড় মুসলিম দেশ ও পৃথিবীর সেরা ১০ টি বৃহত্তম সেতুর নাম । এবং এই দেশগুলোর জনসংখ্যা ও আয়তন কত বিস্তারিত ভাবে জানতে নিচে আরও পড়তে থাকুন।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ও বিশ্বের নবম তম বৃহত্তম দেশ কাজাখাস্তান। এই দেশটির মোট আয়তন ২.৭ মিলিয়ন বর্গ কিলোমিটার।
- মুসলিম জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচাইতে বড় দেশ ইন্দোনেশিয়া এবং মুসলিম দেশের তালিকায় দ্বিতীয় বৃহত্তম দেশ। এই দেশটির মোট আয়তন ১৯, ০৪, ৫৬৯ বর্গ কিলোমিটার।
- এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সুদান এ দেশটির মোট আয়তন ২৫,০৫,৮১০ বর্গ কিলোমিটার।
- বিশ্বের চতুর্থ মুসলিম দেশের তালিকায় রয়েছে তুর্কমেনিস্তান এ দেশটির মোট আয়তন ৪,৯১,২১০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি
জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি । জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচাইতে বড় দেশ এখন ভারত। বৃহত্তর চীনকে পিছনে ফেলে ভারত এই তালিকায় শীর্ষে উঠে এসেছে জাতিসংঘের একটি জরিপ থেকে জানা গেছে। জনসংখ্যার দিক থেকে চীন এখন দ্বিতীয়। এই দেশগুলোর জনসংখ্যার তালিকা
- প্রথম স্থান ভারত মোট জনসংখ্যা- ১৪২ কোটি ৮৬ লাখ এর উপরে বর্তমান
- দ্বিতীয় স্থান চীন মোট জনসংখ্যা- ১৪২ কোটি ৫৭ লাখ বর্তমান
- তৃতীয় স্থান আমেরিকা ইউ এস এ মোট জনসংখ্যা- ৩২ কোটি ৯০ লাখের উপরে
- চতুর্থ স্থান ইন্দোনেশিয়া মোট জনসংখ্যা- ২৮ কোটির উপরে
- পঞ্চম স্থান পাকিস্তান মোট জনসংখ্যা- ২২ কোটির উপরে
- এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের মোট ২৭ টি দেশ এর মোট জনসংখ্যা- ৫১ কোটির উপরে।
বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি জানুন
বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি জানুন। পৃথিবীর সবথেকে বৃহত্তম নদীর তালিকায় ১ নম্বর স্থানে রয়েছে নীলনদ । এর দৈর্ঘ্য ৬৬৫০ কিলোমিটার এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত।
আরও পড়ুনঃ আর্জেন্টিনার প্রধান মন্ত্রীর নাম কি
- দ্বিতীয় স্থানে রয়েছে অ্যামাজন নদী এর দৈর্ঘ্য ৬৪০০-৭০৮৮ কিলোমিটার আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত ।
- তৃতীয় স্থানে রয়েছে ছ্যাং চিয়াং নদী এর দৈর্ঘ্য ৬৩০০-৬৯৯২ কিলোমিটার পূর্ব চীন সাগরের সাথে সংযুক্ত ।
- চতুর্থ স্থানে রয়েছে মিসিসিপি নদী এর দৈর্ঘ্য ৬২৭৫ কিলোমিটার মেক্সিকো উপসাগরের সঙ্গে সংযুক্ত ।
- পঞ্চম স্থানে রয়েছে ইয়েনিসেই নদী এর দৈর্ঘ ৫৫৩৯ কিলমিটার কারা সাগরের সঙ্গে সংযুক্ত ।
- ষষ্ঠ স্থানে রয়েছে পীত নদী এর দৈর্ঘ্য ৫৪৬৪ কিলোমিটার বোহাই সাগরের সঙ্গে সংযুক্ত ।
- সপ্তম স্থানে রয়েছে ওব-ইর্তিশ নদী এর দৈর্ঘ্য ৫৪১০ কিলোমিটার ওব উপসাগরের সঙ্গে সংযুক্ত ।
- অষ্টম স্থানে রয়েছে রিও দে লা এই নদীর দৈর্ঘ্য ৪৮৮০ কিলোমিটার রিও দে লা প্লাতা সাগরের সঙ্গে সংযুক্ত ।
- নবম স্থানে রয়েছে কঙ্গো চাম্বেষি নদী এর দৈর্ঘ্য ৪৭০০ কিলোমিটার আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত ।
- দশম স্থানে রয়েছে আমুর নদী এর দৈর্ঘ্য ৪৪৪৪ কিলোমিটার ওখোৎস্ক সাগরের সঙ্গে সংযুক্ত ।
বিশ্বের সবচেয়ে বড় ১০ টি সেতুর নাম জানুন
পৃথিবীতে এখন প্রায় সব দেশের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে যে এক দেশের চাইতে আরেক দেশের বিল্ডিং কত উঁচু হবে কিংবা এক দেশের সেতুর চাইতে অন্য দেশের সেতুর দৈর্ঘ্য কত হবে এই নিয়ে। সেতু নদীর দুই ধারের সংযোগস্থল হিসেবে কাজ করে। বিশ্বের সবচেয়ে বড় ১০ টি সেতুর নাম জানুন। এই তালিকায় ১ নম্বরে আছে
- দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ- চীন
- দ্বিতীয় স্থানে রয়েছে চাং হুং কাওসিউং ভায়াডাক্ট- চীন
- তৃতীয় স্থানে রয়েছে তিয়ানঞ্জিং গর্যান্ড ব্রিজ- চীন
- চতুর্থ স্থানে রয়েছে ক্যাংন্ডি গর্যান্ড ব্রিজ- চীন
- পঞ্চম স্থানে রয়েছে ওয়েনান ওয়েইহে গর্যান্ড ব্রিজ- চীন
- ষষ্ঠ স্থানে রয়েছে বাং না এক্সপ্রেস ওয়ে- থাইল্যান্ড
- সপ্তম স্থানে রয়েছে বেইজিং গর্যান্ড ব্রিজ- চীন
- অষ্টম স্থানে রয়েছে লেক পচারট্রেন কজওয়ে- যুক্তরাষ্ট্র
- নবম স্থানে রয়েছে লাইন ( ১) উহান মেট্রো - চীন
- দশম স্থানে রয়েছে ব্রিজ ম্যানচ্যাক সোয়াম্প ব্রিজ-যুক্তরাষ্ট
বিশ্বের সবচেয়ে বড় সেতু কোন দেশে
পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সারা বিশ্বসহ চীনের বিজ্ঞানীরা অনেক বড় বড় সেতু আবিষ্কার করছেন। বিশ্বের সবচেয়ে বড় সেতু কোন দেশে জানুন। সবচেয়ে বড় সেতু বৃহত্তর চীন দেশে অবস্থিত এই সেতুটির নাম হল দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ- চীন। এছাড়াও সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাঁচটি সেতুসহ আরো বেশ কয়েকটি বড় সেতুর অবস্থান এই চীন দেশে।
বিশ্বের সবচেয়ে বড় ১০ টি দেশের তালিকার নাম
বিশ্বের সবচেয়ে বড় ১০ টি দেশের তালিকার নাম ও আয়তন নিচে দেওয়া হল। পৃথিবীর ইতিহাসে এমন দশটি দেশ রয়েছে যা পৃথিবীর একটি বিশাল অংশজুড়ে রয়েছে এই দেশগুলোর মধ্যে রয়েছে
- ১ নম্বর স্থানে আছে রাশিয়া এর মোট আয়তন- ১৭,০৯৮,২৪২ বর্গ কিলোমিটার
- ২ দুই নম্বর স্থানে রয়েছে কানাডা এর মোট আয়তন- ৯,৯৪৮,৬৭০ বর্গ কিলোমিটার
- ৩ নম্বর স্থানে রয়েছে চীন এর মোট আয়তন- ৯,৭০৬,৯৬১ বর্গ কিলোমিটার
- ৪ নম্বর স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এর মোট আয়তন- ৯,৩৭২,৬১০ বর্গ কিলোমিটার
- ৫ নম্বর স্থানে রয়েছে ব্রাজিল এর মোট আয়তন- ৮,৫১৫,৭৬৭ বর্গ কিলোমিটার
- ৬ নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এর মোট আয়তন- ৭,৬৯২,০২৪ বর্গ কিলোমিটার
- ৭ নম্বর স্থানে রয়েছে ভারত এর মোট আয়তন- ৩,২৮৭,৫৯০ বর্গ কিলোমিটার
- ৮ নম্বর স্থানে রয়েছে আর্জেন্টিনা এর মোট আয়তন- ২,৭৮০,৪০০ বর্গ কিলোমিটার
- ৯ নম্বর স্থানে রয়েছে কাজাখাস্তান এর মোট আয়তন- ২,৭২৪,৯০০ বর্গ কিলোমিটার
- ১০ নম্বর স্থানে রয়েছে আলজেরিয়া এর মোট আয়তন- ২,৩৮১,৭৪১ বর্গ কিলোমিটার
শেষ কথা
এই আর্টিকেলটিতে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে এটি জেনে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন নতুন সব তথ্য জানতে আমাদের সাথে থাকবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url