টেলিটক ব্যালেন্স চেক-রবি সিমের নাম্বার কিভাবে দেখে
সম্মানিত পাঠোক টেলিটক ব্যালেন্স চেক ও রবি সিমের নাম্বার কিভাবে দেখে জানুন। আমাদের দেশে বেশিরভাগ মানুষই মোবাইল ফোন চালালেও এর সম্পর্কে খুব বেশি অবগত না এজন্য বেশিরভাগ সময়ই। নিজের সিমের নাম্বার বের করার জন্য অন্য আরেকজনকে
জিজ্ঞেস করে থাকেন যে ভাই আমার সিমের নাম্বার টা একটু বের করে দেন। এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে নিজের ফোন নাম্বার মুখস্ত থাকে না
ভূমিকা
আমরা মোবাইল ফোন ব্যবহার করার জন্য আমাদের মোবাইলের মধ্যে দুই থেকে তিনটি করে সিম ব্যবহার করে থাকি। কথা বলা ও ইন্টারনেট ব্রাউজিং করার জন্য তাই এইসব সিমের ব্যালেন্স চেক করা ও এমবি চেক করার কোড নাম্বার বিস্তারিতভাবে জানতে নিচে আরো পড়ুন।
টেলিটক ব্যালেন্স চেক
বাংলাদেশের বেশ কয়েকটি মোবাইলের সিমের কোম্পানি আছে এর মধ্যে টেলিটক একটি। টেলিটক সিমের ইন্টারনেট সুবিধার জন্য বাংলাদেশ খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এই সিমের কোম্পানিটি অনেক দুর্লভ হলেও এর গ্রাহক সুবিধায় অনেক বিস্তার লাভ করেছে। টেলিটক সিমের ব্যালেন্স চেক করার জন্য *152# ডায়াল করতে হবে।
এবং নাম্বার চেক করার জন্য *551# কোড ডায়াল করতে হবে। *152# ডায়াল করলে মিনিট ও এমবি দেখা যাবে। এবং ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *1122# ।
রবি সিমের নাম্বার কিভাবে দেখে
রবি সিম এর নাম্বার কিভাবে দেখে আমরা অনেকেই তা জানিনা। এজন্য আমরা বেশিরভাগ সময়ই অন্য কারো সাহায্য নিয়ে তা জানার চেষ্টা করি এবং। গুগল সার্চ করে কি ডায়াল করতে হবে তা দেখার চেষ্টা করি। বাকি সব সিমের মত রবি সিমের নাম্বারও ডায়াল করে দেখা খুবই সহজ এজন্য প্রথমে এর কোড নাম্বার জানতে হবে।
আরও পড়ুনঃ জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় জানুন
- প্রথম অবস্থায় রবি সিমের নাম্বার দেখার সব থেকে সহজ ও ছোট উপায় হচ্ছে *2# ডায়াল করতে হবে।
- দ্বিতীয় ক্ষেত্রে রবি নাম্বার দেখার কোড *140*2*4# ডায়াল করতে হবে । এটি পূর্বের রবি নম্বর দেখার ইউএসডি কোড এটি ডায়াল করার মাধ্যমে আমরা খুব সহজেই নাম্বার দেখতে পাব।
বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে
বিশেষ করে বেশিরভাগ সময়ই আমাদের নিজেদের ফোন নাম্বার মনে থাকে না। সেটা নিজের হোক বা পরিবারের অন্য কোন সদস্যদের বা অন্য কোন বন্ধুদের। আমরা ফ্লেক্সি দেওয়ার সময় নাম্বার বলতে পারি না এজন্য আমাদের বেশিরভাগ সময় কোড নাম্বার দিয়ে নাম্বার চেক করে বলতে হয় এজন্য বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে এর সহজ উপায় হলোঃ
- প্রথমে মোবাইল ফোনের কি বাটন থেকে- *511# ডায়াল করতে হবে তাহলে স্ক্রিনে খুব দ্রুত ওই সিমের নাম্বার শো করবে।
- বাংলালিংক মোবাইল ব্যালেন্স চেক করার সহজ উপায়- *124# ডায়াল করতে হবে
- বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে- *5000500# / *1234# .
- বাংলালিংক মিনিট চেক করার জন্য কোড- *1242#
- বাংলালিংক এসএমএস চেক করার জন্য কোড- *1243#
- এছাড়াও বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার- 121
রবি সিমের ব্যালেন্স চেক
বাংলাদেশের টেলিকমিউনিকেশন বিটিআরসির অনুমোদিত বেশ কয়েকটি সিমের কোম্পানি রয়েছে এর মধ্যে রবি সিম একটি। রবি সিমের ব্যালেন্স চেক করার উপায় হল: প্রথমে আমাদের মোবাইলের স্ক্রিনের উপরে কি বাটনে *222# / 222 ডায়াল করতে হবে তাহলে সঙ্গে সঙ্গে ওই সিমে কত টাকা আছে খুব দ্রুততা স্ক্রিনে চলে আসবে।
এয়ারটেল ব্যালেন্স চেক নাম্বার
বাংলাদেশের বেশ কয়েকটি সিমের মধ্যে এয়ারটেল অন্যতম একটি. এয়ারটেল সিমে মিনিট ও ইন্টারনেটের সুবিধা গ্রাহকদের মন ছুয়ে গেছে. সুপারফাস্ট ফোর জি নেটওয়ার্ক এর সাথে গেমিং ক্রিম খুব স্বাচ্ছন্দ্যে করা যায়. এয়ারটেল ব্যালেন্স চেক নাম্বার কোড হলঃ
- ব্যালেন্স চেক বা বকেয়া বিল দেখার কোড *1#
- নিজস্ব সিমের নাম্বার দেখার কোড *2#
- এমবি চেক করার কোড *3#
- ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য কোড*4#
- সকল ধরনের মিনিট বান্ডেল দেখার কোড *0#
গ্রামীন সিমের নাম্বার দেখার কোড
বাংলাদেশের সবচাইতে বড় মোবাইলের সিমের কোম্পানি নাম হচ্ছে গ্রামীণফোন. এই সিমের নেটওয়ার্ক বাংলাদেশের প্রায় সর্বত্র অঞ্চলে ছড়িয়ে রয়েছে টি বাংলাদেশের সর্ব বৃহৎ সিমের কোম্পানি প্রায় সাত কোটির উপরে জিপি সিমের গ্রাহক রয়েছে । এই সিমের গ্রাহক সুবিধা অনেক বেশি এজন্য খুব সহজেই সিম ব্যবহার করা যায়।
গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে মিনিট প্যাকেজ ইন্টারনেট প্যাকেজ ও এসএমএস বান্ডেল বিভিন্ন ধরনের অফারের প্যাকেজ দিয়ে থাকেন এই কোম্পানি। গ্রামীণফোন বা জিপি মোবাইল নম্বর দেখার কোড *2#
- গ্রামীন সিমের ব্যালেন্স চেক করার কোড *566#
- গ্রামীন সিমের নাম্বার দেখার কোড *2#
- গ্রামীন সিমের এমবি দেখার কোড *121*4#
- গ্রামীন সিমে মিনিট দেখার কোড *121*1*2#
- গ্রামীন সিমের কাস্টমার কেয়ার নম্বর কোড 121
- গ্রামীন সিমের রিকুয়েস্ট কল করার জন্য কোড *123* নম্বর#
- গ্রামীন সিমের মিনিট ও এমবি কেনার জন্য কোড *121*1*6#
শেষ কথা
বিভিন্ন সিমের ব্যালেন্স ও নাম্বার চেক করার কোড সম্পর্কে এই আর্টিকেলে জানতে পারলেন এই আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url