বাংলাদেশের দ্বিতীয় উচু পাহাড়ের নাম কি জানুন
প্রিয় পাঠক বাংলাদেশের দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কি জানুন। বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় ও পর্বত দেখতে অসম্ভব সুন্দর লাগে প্রকৃতির যেন সৃষ্টি জগত। আমাদের দেশের চট্টগ্রাম অঞ্চলে গেলে পাহাড় পর্বতে ঘেরা একটি অন্যরকম রাজ্য
এত মনোমুগ্ধকর পরিবেশ যেন আকাশের বুক ভেসে বেড়াই এসব পাহাড়। দেখলেই প্রাণ জুড়িয়ে যায় পাহাড় পর্বত প্রায় সবার কাছেই অনেক পছন্দের
ভূমিকা
বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় সমূহের তালিকা ও সবচাইতে উঁচু পর্বত শৃঙ্গের নাম সম্পর্কে আলোচনা করা হলো। এসব নাম ও উচ্চতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচে আরো পড়তে থাকুন
বাংলাদেশের দ্বিতীয় উচু পাহাড়ের নাম কি জানুন
বাংলাদেশ নিম্ন ভূমি অঞ্চলের একটি দেশ। আমাদের দেশে চট্টগ্রাম সিলেট ও পশ্চিমাঞ্চলে উচ্চভূমি বেশ কিছু পাহাড় রয়েছে এসব পাহাড়ের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পাহাড়ের নাম হল সাকা হাফাং। এই পাহাড়ের উচ্চতা ৩৪৬৫ ফুট বা ১০৫৬মিটার। এটি অবস্থিত বান্দরবানের থানচি তে।
আরও পড়ুনঃ বাংলা দেশের ৬৫ তম জেলার নাম কি জানুন
বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় এর নাম তাজিংডং এই পাহাড়ের উচ্চতা ৪১৯৮ ফুট বা ১২৮০ মিটার। এটি বান্দরবান উপজেলার রুমা থানার পার্বতসারিতে এ অবস্থিত।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি
বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি জেনে নিন। আমাদের দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম তাজিংডং বা বিজয়। এটি আমাদের দেশের বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। কেওক্রাডং বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্বত শৃঙ্গ । এই পর্বত শৃঙ্গটি বান্দরবান জেলায় অবস্থিত।
বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি
বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানুন। প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের সব থেকে বড় পাহাড়ের নাম কি ? পর্বতের নাম নয়। বাংলাদেশের সব থেকে বড় ও বৃহত্তম পর্বত হল তাজিংডং বা বিজয়। ও বাংলাদেশের সবচাইতে বড় পাহাড়ের নাম হলো গারো পাহাড়।
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি জেনে নিন। বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড়ের নাম গারো পাহাড়। এই পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো খাসিয়া পর্বতমালার একটি অবিচ্ছেদ্য অংশ। এ পাহাড়ের কিছু অংশ ভারতের আসাম রাজ্যে ও এবং বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত এটি
আরও পড়ুনঃ বাংলাদেশের নদীর সংখ্যা কত জানুন
বাংলাদেশের সব থেকে বড় পাহাড়। এছাড়াও বাংলাদেশের আরও দুটি জেলায় ময়মনসিংহ ও সুনামগঞ্জ এর কিছু অংশ রয়েছে। এই পাহাড়ের বিস্তৃতি প্রায় ৮ হাজার বর্গ কিলোমিটার। গারো পাহাড়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং অবস্থিত। গারো পাহাড়ের প্রধান শহরের নাম তুরা। , এই শহরটি পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত।
বাংলাদেশের পাহাড়ের নাম
পাহাড় সৃষ্টি হয়েছে প্রাকৃতিক টারশিয়ারি যুগে। মাটির উঁচু স্তর বা স্তূপ কে পর্বত বলে। এবং অপেক্ষাকৃত কম উঁচু মাটির স্তুপ কে বলে পাহাড়। এবং এর থেকে ছোট যেগুলো সেগুলোকে বলা হয় টিলা। আর বেশ কিছু পর্বত কে একসঙ্গে বলা হয় পর্বতমালা। বাংলাদেশের পাহাড়গুলি , মূলত ভাঁজ পর্বত। বাংলাদেশের পাহাড়ের নাম হল
- তাজিং ডং-এই পাহাড়ের উচ্চতা ৪১৯৮ ফুট/১২৮০ মিটার বন্দরবান জেলার রমা উপজেলায় অবস্থিত।
- সাকা হাফাং-এই পাহাড়ের উচ্চতা ৩৪৬৫ ফুট/১০৫৬ মিটার বান্দরবান জেলার থানচি অবস্থিত
- জো তল্যাং/মোদোক মুয়াল - পাহাড়ের উচ্চতা ৩৩৫ ফুট/২০১৭ মিটার বান্দরবান থানচি তে অবস্থিত
- দুমনলং- এই পাহাড়ের উচ্চতা ৩৩১৪ ফুট/১১০ মিটার রাঙ্গামাটি বিলাইছড়িতে অবস্থিত
- জোগি হাফং-উচ্চতা ৩২৫১ ফুট/৯৯১ মিটার বান্দরবান থানচি অবস্থিত
- কেওক্রাডং- উচ্চতা ৩২৩৫ ফুট/৯৮৬ মিটার বান্দরবান জেলার রুমাতে অবস্থিত
- মাইথাই জামা হাফং- উচ্চতা ৩১৭৪ ফুট/৯৬৭ মিটার রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে অবস্থিত
- থিংদৌল তে হাফং- উচ্চতা ৩১৪৯ ফুট/৯৬০ মিটার বান্দরবান জেলার রুমাতে অবস্থিত
- মুখ্রা থুথাই হাফং- উচ্চতা ৩১২৯ ফুট/৯৫৪ মিটার রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে অবস্থিত
- কপিতাল- উচ্চতা ৩০০০৯৪ ফুট/ ৯৪৩ মিটার বান্দরবান জেলার রুমাতে অবস্থিত
- ক্রেইকং তং- উচ্চতা ৩০৮৩ ফুট/৯৪০ মিটার বান্দরবান জেলার রুমাতে অবস্থিত
- রাং টলাং-উচ্চতা মাপা হয়নি রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে অবস্থিত
- নাসাই হুম- উচ্চতা ৩০০৫ ফুট/৯১৬ মিটার বান্দরবান জেলার থানচি তে অবস্থিত
- আইয়াং তলং- উচ্চতা ৩২৯৮ ফুট/১২৫ মিটার বান্দরবান জেলার থানচি তে অবস্থিত
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা কত মিটার
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা কত মিটার জেনে নিন। বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড়ের নাম তাজিং ডং বা বিজয় এর উচ্চতা উচ্চতা ১২৩১ মিটার।
শেষ কথা
আমাদের দেশে বেশ কিছু পুরাতন পাহাড় পর্বত রয়েছে এগুলো আমাদের দেশের সৌন্দর্য সৃষ্টি করেছে। প্রাকৃতিক অপরূপ লীলাভূমির মাঝে এসব পাহাড় পর্বত কে দেখলে মনে হয় প্রকৃতির যেন অন্য একটি জগত। এজন্য সময় পেলে এসব পাহাড় পর্বতে ঘুরতে যাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url