প্রতিবেদন লেখার নিয়ম-আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
সম্মানিত পাঠক প্রতিবেদন লেখার নিয়ম ও আবেদন পত্র লেখার নিয়ম বাংলা জেনে নিন। প্রতিবেদন শব্দের ইংরেজি শব্দ Report থেকে এসেছে। যার বাংলা অর্থ বিবৃতি সমাচার বিবরণী। নির্দিষ্ট কোন বিষয়ে সংশ্লিষ্ট যাবতীয় প্রয়োজনীয় সমস্ত
তথ্য অনুসন্ধানের পর সেটিকে সুসংগঠিত ভাবে বর্ণনা করে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার প্রক্রিয়ায় হল প্রতিবেদন
ভূমিকা
কোন নির্দিষ্ট বিষয় কে নিয়ে প্রসঙ্গত সুসংগঠিত বিবরণী ধারার মাধ্যমে প্রকাশ করাকেই প্রতিবেদন বলা হয়ে থাকে প্রতিবেদন লিখার নিয়ম ও কৌশল জানতে নিচে আরো বিস্তারিত ভাবে পড়তে থাকুন।
প্রতিবেদন লেখার নিয়ম
প্রতিবেদন লেখার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এসব নিয়ম গুলো অনুসরণ করে প্রতিবেদন লিখতে হয়। প্রতিবেদনের জন্য নির্দিষ্ট কিছু কাঠামো রয়েছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবেদন লিখবেন সেই ঘটনার সম্পর্কে বিস্তারিতভাবে যুক্তিযুক্ত বক্তব্য তুলে ধরতে হবে। প্রতিবেদন লেখার সময় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হল
আরও পড়ুনঃ প্যারাগ্রাপ লিখার নিয়ম জানুন
প্রতিবেদন লেখার সময় নিরপেক্ষ অবস্থান থেকে লিখতে হবে। যেখানে প্রতিবেদকের নিজস্ব কোন আবেগ বা অনুভূতি প্রকাশ পাবে না। ঘটনাটি যে প্রক্রিয়ায় ঘটবে সেই প্রক্রিয়াতেই উপস্থাপন করায় একটি মানসম্মত প্রতিবেদন লেখার বৈশিষ্ট্য। প্রতিবেদন বেশ কিছু ক্যাটাগরির হয়ে থাকে এগুলো হলো
- সংবাদ প্রতিবেদন
- প্রাতিষ্ঠানিক প্রতিবেদন
- অপ্রাতিষ্ঠানিক প্রতিবেদন
- দাপ্তরিক প্রতিবেদন
- তদন্ত প্রতিবেদন
- গবেষণামূলক প্রতিবেদন
- প্রস্তাবনা প্রতিবেদন
- ঘোষণা প্রতিবেদন
- নিয়মিত প্রতিবেদন
- বিশেষ প্রতিবেদন
- সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন
- সাংস্কৃতিক প্রতিবেদন
প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখার নিয়ম
উদ্ধতন ও কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে নিনের কিছু নিয়ম করতে হবে
তারিখঃ ০১ এপ্রিল ২০২৪
বরাবর,
চেয়ারম্যান ( যার কাছে প্রতিবেদনটি পেশ করা হবে তার পদবী )
প্রতিষ্ঠানের নাম
প্রতিষ্ঠানের ঠিকানা
বিষয়ঃ...................................................................................................... বিষয়ে প্রতিবেদন ।
সূত্র/স্মারক নংঃ জেবিএল সি এ ডি/প্রতিবেদন/২০২৪-১ তারিখঃ ০৬ এপ্রিল ২০২৪।
জনাব,
বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং জেবিএল/সিএডি। প্রতিবেদন/২০২৪-১ তারিখঃ ০৬ এপ্রিল ২০২৪ অনুসারে বিষয়ে যা লিখেছেন তা লিখবেন ......... উপলক্ষে প্রতিবেদনটি নিম্নে পেশ করছি।
প্রতিবেদনের শিরোনাম
বিবরণঃ প্রয়োজন অনুসারে তিন। চারটি অনুচ্ছেদ
মতামতঃ
প্রতিবেদকের স্বাক্ষরঃ
প্রতিবেদনের বিষয়ঃ
প্রতিবেদনের সময়
প্রতিবেদনের তারিখ
প্রতিবেদনের স্থান
প্রতিবেদকের নাম ও ঠিকানা
প্রতিষ্ঠানিক প্রতিবেদন লিখার নমুনা
এপ্রিল ১- ২০২৪
প্রধান শিক্ষক
''ক'' স্কুল রাজশাহী
বিষয়ঃ বিদ্যালয়ে অনুষ্ঠিত পহেলা বৈশাখী অনুষ্ঠান মালা সম্পর্কে প্রতিবেদন
জনাব,
সম্প্রতি সমাপ্ত...... উক্ত অনুষ্ঠানের বিবরণ দিয়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও অনুষ্ঠানের সময়সূচী সহ সারমর্ম উল্লেখ করে বিস্তারিতভাবে মূল প্রেক্ষাপট তুলে ধরতে হবে )
প্রতিবেদকের নাম ও ঠিকানাঃ
প্রতিবেদনের শিরোনামঃ ''ক'' স্কুলে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালনের কর্মসূচি
প্রতিবেদন তৈরীর সময়ঃ
আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
বর্তমান সময়ে চাকরির বাজার অনেক কঠিন হলেও বেশিরভাগ কোম্পানিতে চাকরির আবেদন করতে গেলে দরখাস্ত লিখতে হয়। দরখাস্ত ছাড়া চাকরির আবেদন করা মোটেও সম্ভব না। চাকরির জন্য লেখা দরখাস্তকে অবশ্যই মার্জিত হতে হবে । এবং সেখানে বর্ণনা করতে হবে কেন নির্ধারিত পদে কোন কোম্পানি বা কর্তৃপক্ষ
আপনাকে নিয়োগ দিবে । আপনি নিয়োগ পেলে কোম্পানির জন্য কি করতে পারবেন এতে তাদের কি সুবিধা হবে ।
তারিখঃ ০১/০৪/২০২৪
বরাবর,
পরিচালক,
ভারশোঁ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
মান্দা নওগাঁ
বিষয়ঃ সরকারি শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে গত ২৭ মার্চ আপনাদের একটি ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম। আপনার প্রতিষ্ঠানে তিনজন সরকারি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। আমি আপনার প্রতিষ্ঠানটিতে সহকারী শিক্ষক হিসেবে চাকরির পদের জন্য একজন প্রার্থী হিসেবে আবেদন করতে ইচ্ছা প্রকাশ করছি। নিচে আমার শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় সকল তথ্য আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম।
প্রার্থীর নাম
পিতার নাম
মাতার নাম
বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা
মোবাইল নাম্বার
ইমেইল জন্ম
তারিখ
জাতীয়তা
ধর্ম
ব্লাড গ্রুপ
শিক্ষাগত যোগ্যতা
এখানে ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে হবে
অভিজ্ঞতা
১.....................
২.....................
অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমার উল্লেখিত তথ্যাবলী বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।
সংযুক্ত
- ২ কপি ছবি
- একাডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি
- চারিত্রিক সনদপত্র
- নাগরিকত্ব সনদপত্র
দরখাস্ত লেখার নিয়ম
দরখাস্ত লিখার নিয়মের ছবি দিলে আপনারা ভালো করে বুঝতে পারেন । ছবি ছাড়া অনেকেই দরখাস্ত লিখার নিয়ম সম্পর্কে সঠিক ধারণ। এজন্য আজকের এই পোস্টটিতে আপনাদেরকে দরখাস্ত লিখার নিয়ম । সকল ধরনের দরখাস্ত লেখার জন্য নিয়ম প্রায় একই রকম দরখাস্ত লেখার নিয়ম নিচে দেওয়া হল । দরখাস্ত লেখার নিয়ম যদি আমরা
একবার আয়ত্ত করতে পারি তাহলে তা দিয়ে আমরা সব ধরনের দরখাস্ত লিখতে পারবো কারণ দরখাস্ত লেখার নিয়ম প্রায় সব ক্ষেত্রে একই রকম।উপরের হেডিং সুন্দরভাবে লিখতে হবে এরপর সঠিক তথ্য বিশ্লেষণ করে সঠিক ভাষায় বাক্য চয়ন করে মনের ভাব প্রকাশ করতে হবে মাঝ বরাবর এবং নিচের সারাংশ ঠিক রেখে দরখাস্তটি আবেদন এর জন্য প্রস্তুত হবে।
চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
চাকরির আবেদন করার জন্য আবেদন পত্রের পত্রগর্ভ বা ভেতরের অংশ লেখার পরে এটি সুন্দর একটি ফরমাল খান এর মধ্যে রেখে শিরোনাম অংশটি লিখতে হবে। এক্ষেত্রে বাম পাশে পেরেকের প্রেরকের ঠিকানা ও ডান পাশে প্রাপকের ঠিকানা লিখে দিতে হবে। প্রাপকের ঠিকানা লিখার সময় সম্বোধন সূচক ''জনাব'' শব্দটি উল্লেখ করতে হবে। চাকরির আবেদন পত্র লিখার নিয়ম বাংলা
তারিখ
বরাবর,
কর্তৃপক্ষের নাম
ঠিকানা
বিষয়ঃ
জনাব/অন্য সম্ভাষণ,
স্পষ্টভাষায় এক অথবা সর্বোচ্চ তিন প্যারার মধ্যে আবেদনের মূল বিষয়টি লিখতে হবে
বিনীত, নিবেদক
আবেদনকারীর নাম
ঠিকানা
প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম
প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত লেখার জন্য আমাদেরকে বিশেষ কিছু নিয়ম অনুসরণ করতে হয় দরখাস্ত লেখার ক্ষেত্রে। প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম জেনে নিন
তারিখঃ ১৭/০৪/২০২৪
বরাবর,
প্রধান শিক্ষ্,
কালিকাম উচ্চ বিদ্যালয়, মান্দা নওগাঁ।
বিষয়ঃ বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত
প্রিয় স্যার,
সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি {অনুপস্থিতির কারণে} ( শুরু তারিখ ) থেকে ( শেষ তারিখ ) পর্যন্ত স্কুলে যেতে পারিনি। আমি আমার ডাক্তারের দেওয়া একটি মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করেছি। যা আমার অবস্থা এবং এই সময়ে আমার বিশ্রাম নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। উপরন্ত আমি আপনাকে জানাতে চাই যে আমি বিগত যে সব দিনগুলিতে অনুপস্থিত ছিলাম সেই দিনগুলিতে আমার ক্লাসে ( মোট সংখ্যক শিক্ষার্থী ) উপস্থিত ছিল যার মধ্যে ( উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ) উপস্থিত ছিল। আমি আপনাকে আশ্বস্ত করতেছি যে আমি যে এই সকল ক্লাসগুলোতে অনুপস্থিত ছিলাম সেই ক্লাস গুলো পুনরাই করে নেব এবং আমার হোমওয়ার্ক গুলো আমি নিজ দায়িত্বে করে নেব।
আপনার একান্ত অনুদত ছাত্র
নিজের নাম
শ্রেনী/বিভাগ
ব্যক্তিগত প্রতিবেদন লেখার নিয়ম
একটি প্রতিবেদন লেখার জন্য মৌলিক কিছু বিষয় উল্লেখ করতে হয়। যেগুলো ব্যতীত এটি প্রতিবেদন সম্পন্ন হয়ে উঠতে পারে না এজন্য একটি প্রতিবেদনের পরিপূর্ণতা নিষেধ করার জন্য এটা লেখার ক্ষেত্রে বিশেষ কিছু অংশের কথা মাথায় রেখে লিখতে হয় যেমন
- শিরোনাম
- প্রতিবেদকের নাম
- স্থান
- তারিখ
এই চারটি বিষয় না থাকলে প্রতিবেদন সম্পূর্ণরূপে প্রকাশ হয় না।
ব্যক্তিগত প্রতিবেদন লেখার নিয়ম নিচে দেওয়া হল
প্রতিবেদকের নামঃ
স্থানঃ
তারিখঃ
সংবাদ প্রতিবেদক হিসেবে গণমাধ্যমের সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে কাটপাটি একটু ভিন্ন হয়ে থাকে
শিরোনামঃ
প্রতিবেদনঃ
প্রতিবেদকের নামঃ
ঠিকানাঃ
শিরোনামঃ
সময়ঃ
তারিখঃ
শেষ কথা
উপরোক্ত আর্টিকেল থেকে আমরা বিভিন্ন ধরনের প্রতিবেদন ও দরখাস্ত লেখার নিয়ম ও কৌশল অবলম্বন করে বিভিন্ন ধরনের আবেদন পত্র ও প্রতিবেদন লিখতে পারবো ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url