tofen কিসের কাজ করে-টোফেন সিরাপ কিসের ঔষধ


সম্মানিত পাঠক tofen কিসের কাজ করে ও টোফেন সিরাপ কিসের ঔষধ জেনে নিন। টোফেন ট্যাবলেটও সিরাপ শিশু বাচ্চা থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত ব্যক্তিরা খেতে পারবেন এটি ঠান্ডা জনিত বিভিন্ন সর্দি কাশি এজমা ও হাঁপানি রোগের প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
tofen কিসের কাজ করে জানুন
১ মিলিগ্রাম টোফেন ট্যাবলেট দিনে দুইবার সকালেও রাতে খাওয়া যেতে পারে তবে এই ট্যাবলেটই খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে

ভূমিকা

টোফেন ঘুমের ঔষধ ও এবং এলার্জি বিরোধী ঔষধের সঙ্গে সেবন করা যাবে না এছাড়াও ডায়াবেটিস বিরোধী বিভিন্ন ধরনের ঔষধের সাথে এটি গ্রহণ করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে টোফেন ট্যাবলেট ও সিরাপ সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে নিচে আরও পড়তে থাকুন।

tofen কিসের কাজ করে

টোফেন বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড এর একটি ঔষধ। আমরা বেশিরভাগ সময়ই ভুল করে থাকি যে টোফেন ঘুমের ওষুধ। কিন্তু টোফেন কোন ঘুমের ওষুধ না এটি মূলত কাশির ওষুধ তবে এটি খেলে শরীরে হালকা ঘুম ঘুম ভাব পায়।
  • টোফেন যে সব রোগের সমস্যা সমাধানে কাজ করে সেগুলো হল
  • এলার্জি অবস্থা যেমন রায়নাইটইস এবং কনজাংটিভাইটিস এর লক্ষণ যুক্ত চিকিৎসায়
  • হাঁপানির প্রতিরোধমূলক চিকিৎসায়
  • এলার্জি যেমন হে-ফিভার আটিকার ইয়ার লক্ষ্য যুক্ত চিকিৎসায়
  • নিউরোফ্রাইব্রোমা জনিত চুলকানি ব্যথা ও স্পর্শ অসহিষ্ণুতা ইত্যাদি রোগের উপসর্গ নির্মূলে

টোফেন সিরাপ কিসের ঔষধ

টোফেন সিরাপ হাঁপানি রোগ প্রতিরোধের চিকিৎসায় ব্যবহৃত হয়। টোফেন সিরাপ ব্যবহৃত হয় বাচ্চাদের ঠান্ডা জনিত বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। সাধারণ ঠান্ডা লেগে যেসব শিশুদের সর্দি-কাশি লেগেই থাকে তাদের এই ওষুধগুলো সেবনের 

পরামর্শ দিয়ে থাকে বিশেষজ্ঞ চিকিৎসকগন। আমাদের দেশের শীতকালে শিশু বাচ্চাদের ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি রোগের সৃষ্টি হয় যা থেকে হাঁপানি ও এলার্জি সমস্যা চোখ ওঠা ও বুকে কফ জমে যাওয়ার মত সমস্যা তৈরি হয়। এইসব রোগ থেকে নিরাময়ের জন্য টোফেন সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১ থেকে ১২ বছর বয়সের 

বাচ্চাদের ওপেন সিরাপ খাওয়ার পরামর্শ প্রদান করেন। ছোট শিশুদের ক্ষেত্রে টোফেন সিরাপ ব্যবহার করার পরামর্শ দেন। এই সিরাপ খাওয়ার নিয়ম
  • ১ বছর বয়সী বাচ্চাদের জন্য হাফ চামচ করে দিনে দুই বেলা সকালে ও সন্ধ্যায়
  • ১-৩ বছর বয়সী বাচ্চাদের জন্য এক চামচ করে দুই বেলা সকালেও রাতে
  • ৩-৬ বছর বয়সী বাচ্চাদের জন্য দেড় চামচ করে দুই বেলা সকালে ও রাতে
  • ৬-১২ বছর বয়সী বাচ্চাদের জন্য দুই চামচ করে দিনে দুই বেলা সকালেও রাতে

টোফেন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

টোফেন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন। অনেক বেশি পরিমাণে ওষুধ সেবনের ফলে বা এটি নির্দিষ্ট কোন খাবার বা পানিয়র সঙ্গে এটি গ্রহণ করলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে যা খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করতে সক্ষম। বিষয়গুলি নিচে দেওয়া হল যেমনঃ
  • অ্যালকোহলের সঙ্গে এই ওষুধের পারস্পরিক সম্পর্ক। এজন্য এটি অ্যালকোহলের সঙ্গে খেলে আমাদের পেটে রক্তপাতের লক্ষণ গুলি যেমন কাশি মল গুলির মধ্যে শুকনো এবং রক্ত পড়তে পারে
  • বিভিন্ন ধরনের ঔষধের সঙ্গে এটি বিষক্রিয়া হতে পারে। যেমন ঘুমের ঔষধ এলার্জি বিরোধী ঔষধ ডায়াবেটিস বিরোধী ঔষধ এর সঙ্গে এটি খেলে রক্তের প্লাটিলেট স্বল্পতা তৈরি হতে পারে । এজন্য এ ধরনের ওষুধের সঙ্গে টোফেন না খাওয়াই ভালো
  • টোফেন খুব বেশি পরিমাণে খেলে পেটে অস্বস্তি সৃষ্টি হয়ে বমি বমি ভাব তৈরি হবে।
  • এর উপাদান পরিমাণে অনেকটা কমে যাবে
  • ত্বক ও চোখে হলদেটে ভাব তৈরি হবে
  • শরীরের ক্ষুধা মন্দা তৈরি হয়ে স্নায়বিক দুর্বলতা তৈরি হবে ও নাক সর্দি যুক্ত হয়ে থাকবে
  • এবং কানের মধ্যে এক ধরনের আওয়াজ বা গুনগুন শব্দ হতে থাকবে

কাশির ট্যাবলেট টোফেন

কাশির ট্যাবলেট টোফেন এই কথাটি একদম সত্য। আমাদের দেহে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের রোগের প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়। তবে এটি মূলত প্রধান কাজ কাশি দূর করা এই ট্যাবলেটটি ছোট্ট শিশু বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ। তবে এটি সব বয়সের ব্যক্তিরাই খেতে পারবেন।

Tofen 1 mg এর কাজ কি

Tofen 1 mg এর কাজ কি জেনে নিন। টোফেন ১ এমজি ট্যাবলেট এর মধ্যে বিদ্যমান রয়েছে কিটোফেন ফিউমারেট । এটি সাধারণ কাশি ও হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এই ট্যাবলেট কিভাবে খেতে পারবেন
  • পূর্ণবয়স্ক ব্যক্তিরা এক মিলিগ্রাম করে দিনে দুইবার সেবন করতে পারবে এবং বিশেষ ক্ষেত্রে পরামর্শ ক্রমে ২ মিলিগ্রাম দিনে দুইবার সেবন করতে পারবেন
  • তিন বছর এর বেশি বৈশি বাচ্চাদের ১ মিলিগ্রাম করে দিনে দুইবার আহারের সাথে গ্রহণ করতে হবে। অনেক বেশি পরিমাণে ঘুম পেলে রাতের বেলা খাবারের সঙ্গে 0.5 থেকে এক মিলিগ্রাম কিটোটিফেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে
  • বৃদ্ধ বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে পূর্ণবয়স্কদের অনুরূপ

Tofen কি কাজ করে জানুন

টোফেন ট্যাবলেট শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি সকলেই খেতে পারবেন। Tofen কি কাজ করে জানুন। টোফেন প্রধানত কাশি ও হাঁপানির ওষুধ তবে এটি খাবার ফলে শরীরে একটু ঘুম ঘুম ভাব পায় এজন্য অনেকেই মনে করে যে এটি ঘুমের ঔষধ। কিন্তু টোফেন কোন ঘুমের ঔষধ না। এই শীতের সময় শিশু বাচ্চাদের বেশিরভাগ সময় ঠান্ডা জনিত 

বিভিন্ন ধরনের সর্দি জ্বর ও কাশি রোগ হয়ে বুকের মধ্যে কফ অ্যাজমা ও হাঁপানি রোগের সৃষ্টি হয় এসব রোগ নির্মূলে টোফেন ট্যাবলেটও সিরাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শেষ কথা

টোফেন শিশু বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ তবে এটি খাবার সময় বয়স্ক ব্যক্তিরা নিয়ম মাফিক খেতে হবে ডায়াবেটিসের ওষুধ ও বিভিন্ন অ্যালকোহলের সাথে এটি সেবন করা যাবে না তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে অনেক বড় রোগের সম্ভাবনা সৃষ্টি হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url