প্রেমের ছন্দ-মিষ্টি প্রেমের ছন্দ sms জেনে নিন


সম্মানিত পাঠক প্রেমের ছন্দ ও মিষ্টি প্রেমের ছন্দ sms জেনে নিন। প্রেমহীন জীবন পাথরের ন্যায় প্রেম কোন না কোন সময় মানুষের জীবনে আসবেই তা আমরা অনুভবেও কল্পনা করতে পারিনা
প্রেমের ছন্দ ও sms
প্রকৃতি আমাদের জীবনে এমন কিছু মানুষের সঙ্গে পরিচিত করে তোলে যে ্রাতা জীবন থেকে হারিয়ে গেলে অসম্ভব রকমের কষ্ট তৈরি হয় জান কাউকে বলা সম্ভব হয়না

ভূমিকা  

জীবনে প্রেম অনেকবার আসতে পারে প্রেম কোন বাধা মানে না মানেনা কোন লোকও লজ্জা প্রেমের নেই কোন শেষ নেই কোন সমাপ্তি। এজন্য সব সময় ভালোবাসার মানুষটির হাত শক্ত করে ধরে রাখার চেষ্টা করবেন প্রেম এর  ছন্দ ও এসএমএস জানতে নিতে আরো পড়ুন

প্রেমের ছন্দ

ভালোবাসা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের দুজনকে সম্ভাবনাময় প্রহরে উন্মোচিত করে। মানুষ প্রেমে পড়লে তার চিন্তা চেতনা অনেকটাই পাল্টে যায়। প্রিয় মানুষের এক পলকের আলতো হাসিতে আমাদের জীবনটা নতুন দিকে মোড় নেই এজন্য আমরা সব সময় প্রিয় মানুষের সঙ্গে বেশি বেশি কথা বলার চেষ্টা করি। এজন্য আজকের এই পোস্টটিতে ভালোবাসার সেরা কিছু ছন্দ প্রকাশ করা হলো
  • আমার মনের মাধুরী মিশায়ে তোমার মূর্তি গড়েছি তোমার লাগি ওগো প্রিয় তোমার ফুলের সজ্জা দেখেছিহৃদয় দিয়ে ভেব শুধু হৃদয়ের কথা আজ থেকে তুমি হবে প্রজাপতি পাখা ভেবো না কখনো আছো একা হাত বাড়ালে পাবে তুমি আমার দেখা হবে💙🧡🖤💛
  • যেতে যেতে পথে হল প্রেম শুধু দুটি মনে অনুভবে কথা হবে ভালোবাসারই এই মিলনে মেঘের পালকিতে উড়ে উড়ে পাখিরা যায় বহুদূর আকাশটা থাকে পিছনে স্বপ্নের নীল ভুবনে খারাপ ওয়াজ শুধু ভালোবেসে দুজনে💙🧡🖤💛
  • আমাদের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয় এজন্য দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা করে আসেন কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরো গভীরতম💙🧡🖤💛
  • কি করে বলবো মুখে তোমায় ভালোবাসি বুঝে কি পারো না নিতে দেখে মুখের হাসি💙🧡🖤💛
  • দেখা হলো যেদিন প্রথম তোমায় আমায় সেদিনে তেই আমার হৃদয় করলে তুমি জয় তোমায় দেখে হাসি মুখে ফিরে যেন ঘরে সারারাত ঘুম হলো না মরি ছটফট করে💙🧡🖤💛
  • প্রেমে আছে কত মজা বল দেখি তুমি কোথাও নেই আজ শুধু তুমি আমি।💙🧡🖤💛
  • কি করে বোঝাবো তোমায় আমি ভালোবাসি দেখে আমায় বোঝেনা সে মিষ্টি মধুর হাসি
  • রাগলে তোমার মুখখানা হয়ে যায় শুধু রাঙা কিসে তোমার রাগ কমে নেই গো আমার💙🧡🖤💛
  • কথা দিয়ে কথা রাখো না এটাই তোমার স্বভাব আসলে তোমার মধ্যে সত্যি প্রেমের অভাব
  • প্রেমের জ্বালা বড় জ্বালা জলে হৃদয় আগুন মেটে না তো সে জালা আসুক যত ফাগুন💙🧡🖤💛
  • রাগ করো না রাধিকা তোমায় বড় ভালোবাসি তাইতো কত দূরে থেকে তোমার কাছে আসি
  • চাইলেই কি মনের মত বোনকে সবাই পাই কিছুই শূন্য হয়ে যায়।💙🧡🖤💛
  • লাল গোলাপের পাপড়ি দিয়ে দেখবো তোমার নাম হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান তুমি আমার জান তুমি আমার প্রান💙🧡🖤💛
  • ভালোবাসে এই মন তোমাকে চায় সারাক্ষণ আছিস তুই মনের মাঝে পাশে থাকি সকাল সাজে কিভাবে ভুলবো তোকে তুই যে আমার জীবন💙🧡🖤💛
  • তুমি কি জানো তুমি আমার কাছে কি তুমি আমার হৃদয়ে থাকা বাসনা কাছে থেকে উপলব্ধি করার।💙🧡🖤💛
  • তোমার বুকে নীলের আভা তুমি মেঘবতী ইচ্ছে করে তোমায় ছুঁতে আকাশ বলি💙🧡🖤💛
  • ডালটি হলো সবুজ ফুলটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল💙🧡🖤💛
  • প্রেমের সুখ পাখি পুশতে হয় বুকের খাঁচায় সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসাই আবার কাউকে কাঁদায়।💙🧡🖤💛

মিষ্টি প্রেমের ছন্দ sms জেনে নিন

প্রেম বিলাসী নারী পুরুষ অসম্ভব লেভেলের সুন্দর হয়ে থাকে। প্রেম আমাদের জীবনের অভিজ্ঞতার একটি অংশ। প্রেম কোন না কোন সময় আমাদের জীবনে আসবে। প্রেমহীন মানুষ পাথরের ন্যায়। প্রেমের সেরা কিছু ছন্দ ও এসএমএস লিখে দেওয়া হয়
  • আমি আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসি তুমি কি সারা জীবন আর আমাকে দিবে।💙🧡🖤💛
  • অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি সমস্ত কল্পনা দিবে তোমার বসবাস অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা অফুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকামনে আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন স্বপ্ন আছে বলে আজ ভালবাসার এত আয়োজন একটা সুন্দর মনের দেখা পাব বলে অপেক্ষায় আছি সারাক্ষণ💙🧡🖤💛
  • ভালবাসি আমি শুধু তোকে আজ ও ঠিকই সেই আগের মতই💙🧡🖤💛
  • মেয়েদের ভালোবাসা আবেগপ্রবণ আর ছেলেদের ভালোবাসা অভ্যক্ত💙🧡🖤💛
  • ভালোবাসা তার জন্য ও ভালবাসতে জানে মন তাকে দেওয়া যায় যে অনুভব করতে জানে বিশ্বাস তাকে কর যে রাখতে জানে আর ভালবাসো তাকে যে ভালোবাসা দিতে জানে💙🧡🖤💛
  • দিন ফুরাবে রাত ফুরাবে ফুরাবে ফুলের প্রাণ সময়ই পোড়াবে জীবন ফুরাবে ফুরিয়ে যাবে জান কিন্তু তোমার জন্য ফুরাবে না আমার ভালোবাসাটা আই লাভ ইউ💙🧡🖤💛
  • আমি হলাম সাগর তুমি হলে ঢেউ চুপি চুপি প্রেম করবো জানিনা তো কেউ💙🧡🖤💛
  • রাতের আকাশে অনেক তারা একা লাগে তোমাকে ছাড়া শুধু ভাবি তোমার কথা কেমন আছো আমাকে ছাড়া💙🧡🖤💛
  • আমার স্বপ্ন জল ধারায় তুমি রিমঝিম শুরু করা বৃষ্টি আমার হৃদয়র ক্যানভাস জুড়ে তুমি ঈশ্বরের অপরূপ সৃষ্টি💙🧡🖤💛
  • মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে ভালোবাসি বলতে চাই নিঃশব্দের কোলাহলে শব্দ নিয়ে খেলতে চাই।
  • নীল আকাশের তারার মেলা মধ্যরাতে চাঁদের খেলা আপনি তো সকাল শিশির ভেজা শুধু দেখো আমার প্রেমে কত মজা💙🧡🖤💛
  • ভালবাসি ভালবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে💙🧡🖤💛
  • সব সময় ভালো থেকো ভালোবাসা মনে রেখো দিনের বেলা হাসিমুখে রাতের বেলা অনেক সুখে নানা রঙের স্বপ্ন দেখো স্বপ্নের মাঝে আমায় রেখ।💙🧡🖤💛

অসম্ভব সুন্দর প্রেমের ছন্দ

মানুষ তার ভালোবাসার মানুষকে অসম্ভব রকমের ভালবাসতে পারে যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। ভালোবাসা চিরন্তন একটি সত্য। দুটি হৃদয়ের গভীর থেকে জ্বালাময়ী প্রেমশিত যা অনন্তকালে বয়ে যায় দুর্বার হয়ে। অসম্ভব সুন্দর প্রেমের ছন্দ জেনে নিন
  • তোমার খোলা চুলে ছুঁয়ে যায় পড়ন্ত শীতের বিকেল গোধূলির লাল সবুজের সাজে সেজে ওঠে দূর দিগন্তের রেখা জোনাকির কোলাহল বলে দেয় হাতে নেই সময় অডেল তবুও আমার মনের বিজ্ঞাপনে তোমার কবিতা লেখা💙🧡🖤💛
  • দেবো তোমায় লাল গোলাপ স্বপ্নে গিয়ে করব আলাপ বলবো তোমায় ভালবাসি, থাকবো দুজন পাশাপাশি💙🧡🖤💛
  • ফুলে ফুলে সাজিয়েছে আমার এ মন আসলে কাছে দুজন মিলে সাজাবো জীবন বুক ভরা স্বপ্ন আর বুক ভরা আশা তোকে বন্ধু আসলে দেবো আমার ভালোবাসা💙🧡🖤💛
  • হাসি ভরা মুখ কি তোমার দেখতে বেশ মিষ্টি তোমার জন্য সৃষ্টি কর্তা করেছি আমায় সৃষ্টি আই লাভ ইউ জান পাখি ভালোবেসে জীবনে আমায় সুখের বৃষ্টি💙🧡🖤💛
  • আবার যদি রুদ্র ওঠে মেঘ কেটে যায় মনে তোমার সঙ্গী হব বনফুলের বনের💙🧡🖤💛
  • আম মিষ্টি জাম মিষ্টি তেতুল বড় টক তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ💙🧡🖤💛
  • সুন্দরী গো রূপ যে তোমার অপরূপা বলতে পারিনা সেই এক পলকের দেখা💙🧡🖤💛
  • গোলাপ তোমার ঠোঁটগুলো নয়ন তোমার সাগর এমন সুন্দর হোক আমি দেখিনি আর কারর
  • প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা প্রেমের বাঁধনে বেঁধে তোমায় গাদবো স্মৃতির মালা
  • তোমার মত পেতাম যদি আমি জীবন সাথী আমার বলো সুখী💙🧡🖤💛
  • তোমার আমার প্রেম ফুলের সৌরভ ছড়াবে আমাদের প্রেম ওগো সুরের জাল বুনবে💙🧡🖤💛
  • তুমি থাকবে মোর হৃদয়ে চিরদিনের তরে কোন বাধা টিকবে না কো মোদের মিলন অভিসারে💙🧡

মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ

বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক জেনারেশন গড়ে উঠেছে যার মাধ্যমে খুব সহজে মেয়ের কথা প্রিয়জনের সামনে উপস্থাপন করা যায়। মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ জেনে নিন।
  • আমি তোমার মনে নাই বরং তোমার হৃদয় থাকবো মন ভুলে যেতে পারে হৃদয় সবসময় মনে রাখবে আমি তোমাকে ভালবাসি প্রিয়💙🧡🖤💛
  • কত সুন্দর তুমি প্রেমে পড়েছি আমি সুন্দর তোমার মন ভালোবেসে হারাবো দুজন মায়াবী তোমার আঁখি দিওনাগুড়ি থেকে সুন্দর তোমার হাসি আমি তোমায় ভালোবাসি💙🧡🖤💛
  • হাজারো কারা চাইনা আমি একটা চাঁদ চাই হাজারো ফুল চাইনা আমি একটা গোলাপ চাই হাজারো জনম চাইনা আমি একটা জনম চাই সে জনমে যেন শুধু তোমায় আমি পাই💙🧡🖤💛
  • রূপের তুলনা নাইকো তোমার অপরূপা ক্ষনিকের সেই দেখা💙🧡🖤💛
  • তুমি সারাক্ষণ আমার হৃদয়ে আর মাথায় যে পরিমাণ ঘুরপাক খায় তাতে তো তুমি অনায়াসে চাঁদে যে ওপরে আসতে পারবে💙🧡🖤💛
  • আমি নিশ্বাস নেওয়ার জন্য কথা হয়তো ভুলে যেতে পারি কিন্তু তোমার কথা ভুলে যাওয়া অসম্ভব
  • কষ্ট ছাড়া কেউ হারাতে পারে না ভালোবাসা ছাড়া কোন সম্পর্ক তৈরি হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না।💙🧡🖤💛
  • প্রেম গাছ থেকে পড়া অন্ধ তালের মত কার ঘাড়ে গিয়ে যে কখন পড়ে তা আগে ভাগে বুঝতে পারা যায় না।💙🧡🖤💛
  • মন যদি কাঁদে আমি আসবো বর্ষা হয়ে মন যদি হাসে আমি আসবো চাঁদ হয়ে মন যদি খোঁজে আমি আসবো তোমার মনের মানুষ হয়ে💙🧡🖤💛
  • তুমি আমার প্রথম প্রেম তুমি আমার আশা জীবন মরণ তুমি আমার তুমি ভালোবাসা💙🧡🖤💛
  • আকাশ দিয়ে পাখি উড়ে নিচে পড়ে ছায়া তোমার জন্য সারাদিন আমার লাগে মায়া💙🧡🖤💛
  • বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাছের পাতা নড়ে সারাদিন তোমার কথা শুধু মনে পড়ে💙🧡🖤💛
  • যত দূরে যায় না কেন তুমি থাকবে কাছে💙🧡🖤💛
  • তুমি ছাড়া এ জীবনে কে থাকবে আর পাশে💙🧡🖤💛

মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ

ভালোবাসার মানুষটিকে মিষ্টি করে প্রেমের কথা ও শব্দ বোঝানোর জন্য চেষ্টা করে থাকি। প্রিয় মানুষকে খুশি করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্লাটফর্মে খুঁজে দেখিতে প্রিয় মানুষকে খুশি করার সেরা কিছু উপায় জানার কৌশল। আজকের এই পোস্টটিতে আপনাদেরকে মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ জানাবো
  • তুমি কি জানো তুমি আমার কাছে কি তুমি আমার হৃদয়ে থাকা এক সপ্তাহ বাসনা এক অপূর্ণ হচ্ছে একটি বারের জন্য আমার অস্তিত্বকে খুব কাছে থেকে উপলব্ধি করার💙🧡🖤💛
  • তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে রাজি বলতে হয়তো কোনদিনও পারবো না তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো না💙🧡🖤💛
  • যদি বলো আমায় মনে মনে কতবার বলবো আমার চোখের পাপড়ি নড়ে যতবার যদি বলো আমায় ভালোবাসো কত আমি বলবো ঐ আকাশে তারা আছে যত💙🧡🖤💛
  • আমি আমার জীবনে থেকে তোমাকে বেশি ভালবাসতে চাই তুমি কি সেই অধিকার আমাকে দিবে
  • অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা অফুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকা।💙🧡🖤💛
  • ভালবাসি আমি শুধু তোকে আজও সেই আগের মত💙🧡🖤💛
  • হৃদয় দিয়ে যদি কর অনুভব আধা মিশে গেছে তার সব💙🧡🖤💛
  • কাছে এসে বন্ধু তুমি ফিরে তাকাও তোমারে না দেখিলে আমার ভালো লাগেনা।
  • প্রেম মানেনা ছলনা ইউ মোরে ভুলনা ইট ইজ মাই কামনা।💙🧡🖤💛

রোমান্টিক প্রেমের ছন্দ

প্রেমের জিন্দেগি কুছ নেহি মানেঙ্গে দু দিলো কা ধারকান হো জায়েঙ্গে এক। পৃথিবীর সুন্দর একটি সৃষ্টি প্রেম প্রেম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এসেছে। রোমান্টিক প্রেমের ছন্দ জানুন
  • কথা দিয়ে কথা রাখো না এটা তোমার স্বভাব আসলে তোমার মধ্যে সত্যি প্রেমের অভাব
  • প্রেমের জ্বালা বড় জ্বালা জলে হৃদয় মেটে না তো সে জালা আসল কথা ফাগুন💙🧡🖤💛
  • আজ এই শুভ সময় আমার থাকবে মনে তোমার আমার মিলন হল এই শুভ দিন💙🧡🖤💛
  • তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার আলো
  • রাজার যেমন রাজ্য আছে আমার আছে তুমি তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি💙🧡🖤💛
  • প্রেম তুমি বড়ই কঠিন প্রেম না করলে বোঝা যায়না প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে না পড়লে জীবনকে অনুভব করা যায় না💙🧡🖤💛
  • তুমি সেই স্বপ্ন করে যাকে নিয়ে স্বপ্ন দেখি তুমি সেই অনুভূতি যাকে আমার মন অনুভব করে তুমি সেই প্রেমিকার ভালোবাসার ছন্দ প্রেমিক আমি।💙🧡🖤💛

শেষ কথা

উপরোক্ত পোস্টটি পড়ে বিভিন্ন ধরনের মিষ্টি ছন্দ ও ইমোশনাল ছন্দ সম্পর্কে জানতে পারলেন। এই পোস্টটি পড়ে পছন্দ হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।💙🧡🖤💛

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url