ছেলেদের কষ্টের স্ট্যাটাস-মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস জানুন


প্রিয় পাঠক ছেলেদের কষ্টের স্ট্যাটাস ও মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস জানুন। ছেলেদের জীবনে অনেক দুঃখ কষ্ট ও অবহেলা নিয়ে কেটে যায়। কারণ তারা প্রিয়জনদের মুখের দিকে তাকিয়ে কখনো তাদের মনের কথা প্রকাশ করতে পারে না কারণ একজন পুরুষ যদি কাঁদে
ছেলেদের কষ্টের স্ট্যাটাস
তাহলে সমাজ বলবে সে ন্যাকামো করছে। কিন্তু পুরুষের মন পাথরের চেয়েও শক্ত তারা হাজারগুণ কষ্টের মধ্যে থাকলেও কখনো তার বহিঃপ্রকাশ করে না এটাই বাস্তবতা 

ভূমিকা 

আমাদের দেশে ছেলে হয়ে জন্মালে তাকে জন্মের পর থেকেই একটি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে হয় জীবনে সফলতার যুদ্ধ। কারণ সফলতা না পেলে সে ভালো কোন মেয়েকে বিয়ে করতে পারবে না এবং পরিবারের মানুষের মুখে হাসি ফোটাতে পারবে না আর এত কিছুর মধ্যে তার নিজের কোনো স্বপ্ন পূরণ করতে পারেনা। পুরুষদের কষ্টের সেরা কিছু স্ট্যাটাস বিস্তারিত জানতে নিয়েছে আরো পড়ুন।

ছেলেদের কষ্টের স্ট্যাটাস

বর্তমান সময়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সোশ্যাল মিডিয়ায় যেসব প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলোতে খুব সহজেই আমাদের মনের কথা ও অনুভূতি প্রকাশ করতে পারি। যা দেখে আমাদের বন্ধুরা অনেক পছন্দ করে। এই পোস্টটিতে সেরা কিছু স্ট্যাটাস জানাবো
  • ভাগ্যে না থাকলে হাজার কেঁদেও কোন লাভ নেই🧡💜💚
  • সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতার ব্যর্থতা হল জীবনের একটি অবিচ্ছেদে অংশ সব বলে কঠিন পরিশ্রম করে এগিয়ে যাওয়ায় সফলতার মূল🧡💜💚
  • পরিশ্রম কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করে না এবং পূর্বেও কখনো করেনি🧡💜💚
  • যিনি প্রকৃত প্রতিভাবান তার সাফল্যের এক শতাংশ অনুপ্রেরণা আর বাকি ৯৯% তার নিজের পরিশ্রমের ফল🧡💜💚
  • মানুষকে নিজের স্বপ্নের কথা বলে পরিহাসের পাত্র হয় না বরং তাদের এই ফলাফলটা দেখিয়ে দাও🧡💜💚
  • তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস খুব কাছেই আছি আমি ইচ্ছে হলে ডাকিস
  • কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়🧡💜💚
  • অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে🧡💜💚
  • মনে রাখবো তোমাকে চিরদিন তুমি যেখানেই থাকো যতদিন🧡💜💚
  • একজনের জন্য নিজের সারাটা জীবন বিলিয়ে দেওয়ার নাম ছেলে নয় নিজের আপন জন সকল মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে ছেলে🧡💜💚
  • ভাগ্যে থাকে না সাফল্য সাফল্য তো সেখানে থাকে যেখানে পরিশ্রমই তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে🧡💜💚
  • ছেলেরা কখনো একজনকে নিয়ে চিন্তা করে না তাদের মাথায় থাকে চারজন নারী মা বোনটি ও কন্যা🧡💜💚
  • সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙ্গার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন🧡💜💚
  • ছেলেদের জীবনটা বড় জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলে কিন্তু তাদের মন খারাপ গুলো কেউ দেখতে পায় না🧡💜💚
  • ছেলেদের মন খারাপের অধিকার নেই কান্নার অধিকার নেই কারণ ছেলেরা যদি কান্না করে তাহলে সবাই বলবে ন্যাকামো হচ্ছে🧡💜💚
  • ঘৃণা অবেলা একাকীত্ব নির্ঘুম রাত ছেলেদের জীবন এভাবে শেষ হয়ে যায়🧡💜💚
  • যে ছেলেটা মন খারাপের সময় কাউকে পাশে পায় না তার মত হতভাগা নিঃস্ব আর কেউ হয় না
  • তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না কারণ তুমি ছেলে মেয়ে নও🧡💜💚
  • পুরুষ মানে ধর্ষণকারী নয় পুরুষ মনে এক একটা মেয়ের আশ্রয়স্থল🧡💜💚
  • কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া ছেলেদের এক অন্যরকম ট্যালেন্ট🧡💜💚
  • ছেলে মানে নিজের চাওয়া পাওয়া গুলোকে চাপা দিয়ে প্রিয়জনের চাপ গুলোকে পূরণ করা
  • এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে হাজার হাজারও ২০ হজম করতে হয় এটাই ছেলেদের জীবন🧡💜💚

মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস জানুন

বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে তার জীবনটা সবসময় দুঃখ কষ্টে ভরে থাকবে এটাই বাস্তবতা। কারণ না পারবে তার পরিবার তার কোন সখ আহ্লাদ পূরণ করতে এবং সেও পারবে না কোন সফলতা দেখিয়ে নিজের পরিবারকে সুউচ্চে পৌঁছে দেওয়ার। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের চিন্তাভাবনা 

অনেক সত্য ও সৎ থাকলেও তারা সফলতা ও টাকার অভাবে কিছুই করতে পারে না এজন্য তাদের জীবন সবসময় দুঃখ কষ্টে ভরা। মধ্যবিত্ত ছেলেদের সেরা কিছু স্ট্যাটাস নিচে দেওয়া হল
  • মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট ভর্তি টাকা থাকে না মাথা ভর্তি টেনশন থাকে🧡💜💚
  • মধ্যবিত্ত পরিবারের সন্তান গুলোর পকেট ভরা টাকা না থাকুক কিন্তু বুকভরা স্বপ্ন থাকে🧡💜💚
  • যদি তোমাকে কেউ সন্দেহ করে তাহলে কষ্ট পেয়ো না মনে রাখবে মানুষ সেনাবাহিনীকে সন্দেহ করে সেটা আসল কিনা লোহাকে না🧡💜💚
  • কিছু না কথাটির মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে কখনো রাগ অভিমান কখনো বা কষ্ট আবার কখনো আবেগ মেশানো ভালোবাসা🧡💜💚
  • কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমার জন্য নতুন শিক্ষা🧡💜💚
  • প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয়🧡💜💚
  • সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজন খুবই খুজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে🧡💜💚
  • প্রিয় মানুষের কাছে প্রতারিত হলে মানুষ মরে যায় না ঠিকই কিন্তু হৃদয়ের বাম পাশে তৈরি হয় একটা ক্ষত যেখানে কখনোই ব্যান্ডেজ লাগানো যায় না🧡💜💚
  • যাদের কাছে আমি জীবিত থেকেও মৃত আমি চাইনা আমার সত্যিকার মৃত্যুর খবরটা তাদের কানে পৌঁছাক🧡💜💚
  • আমি যতটা তোমাকে চেয়েছি তার থেকে বেশি চেয়েছি তোমার মুখের হাসি তাই নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে অনেক দূরে চলে যাচ্ছি কিন্তু তাও তুমি আমাকে বল আমি স্বার্থপর
  • সব মানুষের রাত জেগে থাকার পেছনে একটা কারণ লুকিয়ে থাকে যা মানুষকে রাতে ঘুমাতে দেয় না🧡💜💚
  • মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাসটি নিয়ে পড়তে হয় না কারণ তারা নিজেই এক একটা নতুন উপন্যাস সৃষ্টি করে🧡💜💚
  • ছেলেরা কাঁদতে পারে না এটা সত্যি কিন্তু ভেতর থেকে ভীষণভাবে ভেঙে যায়🧡💜💚
  • ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসত তাহলে ব্রেকআপ শব্দটি আর থাকত না🧡💜💚
  • একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা🧡💜💚
  • ছেলেদের চোখে পানি তখনই আসে যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে🧡💜💚
  • ছেলেরা হয়তো একটু বেশি ভালোবাসে তাইতো রাস্তার ধারে এত পাগল ভরে🧡💜💚
  • শুনে থাকা মধ্যবিত্ত ছেলেটার ও একটা সময় ভালোবাসার মানুষ ছিল🧡💜💚
  • একজন অসহায় বেকার ছেলের ভরসা দেওয়ার জন্য যে তুই মানুষটি তার পাশে থাকে তাকে আমার শত কোটি সালাম🧡💜💚
  • মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কখনো কাউকে ভালোবাসতে নেই কারণ ভালোবাসার বহিঃপ্রকাশ করা তাদের জন্য সম্ভব নয়🧡💜💚
  • মধ্যবিত্ত ঘরের ছেলেদের জন্য পৃথিবীটা এক আজব কারখানা এখানে ধনীরা তাদের স্বপ্নের জন্য পরিবারকে ছেড়ে যায় আর মধ্যবিত্ত ছেলেরা পরিবারের জন্য নিজের স্বপ্নগুলো ছেড়ে দেয়
  • মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মনে পাহাড়ের মত ভালবাসার তীব্র আকাঙ্ক্ষা থাকে কিন্তু বাস্তবতা যে ভীষণ কঠিন তাই একসময় সে বুঝতে পারে যে সে মধ্যবিত্ত বেড়াজালে আটকা পড়েছে🧡💜💚
  • মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পরিশ্রমী করতে চায় কারণ তাদের প্রধান লক্ষ্য হলো বাবা-মাকে খুশি করা🧡💜💚
  • এখনো পকেটে আর করার জন্য জীবনে তারার মতো হাজারো স্বপ্ন নিয়ে বেঁচে থাকাই হলো মধ্যবিত্ত🧡💜💚
  • ঠোঁটে অভিনয়ের হাসি মেখে হেঁটে যাওয়া মধ্যবিত্ত ছেলেটা জানে যে জীবনে কোন কিছু নিয়েই খুব🧡💜💚

ইমোশনাল ছেলেদের কষ্টের স্ট্যাটাস

ছেলে হয়ে জন্মে কষ্টের সুখ পায়নি এমন মানুষ এই পৃথিবীতে কম আছে। কারণ ছেলে হয়ে জন্মালেই দুঃখ কষ্টের সেরা সুখগুলো তারা একমাত্র উপলব্ধি করতে পারে। কারণ পৃথিবী তাদের প্রতিটি পদক্ষেপে বুঝিয়ে দেয় যে কষ্টের অনুভূতিটা কি রকম। হোক সেটা প্রিয় মানুষের কাছ থেকে বা টাকার অভাবে। ইমোশনাল ছেলেদের কষ্টের স্ট্যাটাস জেনে নিন
  • হাজার কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে কারণ এটাই তাদের বৈশিষ্ট্য🧡💜💚
  • কেউ ঘুমাচ্ছে কেউ ঘুম খুঁজে আর কেউ ঘুমিয়ে পড়া মানুষটাকে খুঁজছে🧡💜💚
  • ছেলেরা কখনোই নিজের কথা ভাবেনা সংসারে সবার কথা তাদের ভাবায়🧡💜💚
  • নীরবতা ছুঁয়েছে এ মন তবুও আজও ছুঁতে পারেনি এই আঁখি শূন্যতা মাঝে মাগো তোমায় ভালোবাসি🧡💜💚
  • এই পৃথিবীতে যেদিন থেকে একটি ছেলে বুঝতে পারে অর্থের মূল্য সেদিন থেকেই শুরু হয়ে যায় তার জীবনে একটা অন্যান্য কষ্টের🧡💜💚
  • প্রেম সবকিছু ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে🧡💜💚
  • কাউকে ভালবেসে তোকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায়🧡💜💚
  • মাগো তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে কখনো বলে দিতে হয়নি আমার মনের সব কথাগুলো
  • অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দ তাই খারাপ🧡💜💚
  • ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তবতা অভিজ্ঞতা থেকে🧡💜💚
  • ছেলেদের কষ্ট হার মানে শত কষ্টের কাছে শুধুমাত্র ফ্যামিলিকে ভালো রাখার জন্য🧡💜💚
  • মেয়েদের কষ্ট মায়ের কাছে বলে আর ছেলেদের কষ্ট বলে না মা কষ্ট পাবে বলে🧡💜💚
  • আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি গভীর রাতে সে ভালোবাসাকে একা থাকতে দেখেছি🧡💜💚
  • কখনো কখনো কাছের মানুষগুলো থেকে এমন ব্যাথা পায় কান্না পায় তবুও কাদিনা🧡💜💚
  • ছেলেরা কানতে পারে না এটা সত্যি কিন্তু ভেতর থেকে ভীষণ ভাবে ভেঙ্গে যায়🧡💜💚
আবেগি ছেলেদের কষ্টের স্ট্যাটাস জানুন
আমাদের প্রত্যেকের জীবনে আবেগ অনুভূতি রয়েছে। তবে এই আবেগ গুলো খুব বেশি পরিমাণে রূপান্তরিত হলে তা আমাদের জীবনকে অন্য পর্যায়ে নিয়ে চলে যায়। এজন্য নিজের আবেগকে কন্ট্রোলে রেখে নিজের অনুভূতি গুলো প্রকাশ করার নামই ছেলেমানুষ। আবেগি ছেলেদের কষ্টের স্ট্যাটাস জানুন।
  • ভেতরের সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে তবুও কেন যেন চোখ থেকে অশ্রু ঝরে না
  • জানি সে আমার নয় তবুও কেন তাকে হারানোর এত ভয়🧡💜💚
  • একটা মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে যুদ্ধ করে হেরে যায়🧡💜💚
  • তোমাকে ছাড়া বেঁচে থাকা অনেক কঠিন তোমাকে এই কথাটা বলা আরও বেশি কঠিন
  • স্বপ্ন চলে যাই ঘুম ভাঙলে আর মানুষ চলে যায় স্বার্থ ফুরালে🧡💜💚
  • তুমি কেন আমার এত কাছে এসেছিলে আজ কেন আবার আমায় একা করে চলে গেলে🧡💜💚
  • তুমি চলে যাওয়ার পর হৃদয়ের এই দরজা আর খুলিনি নয় তো অনেক চাঁদ এসে এই হৃদয় আলোকিত করত🧡💜💚
  • যারা ভেতর থেকে মরে যায় সেই মানুষগুলোই অন্যকে বাঁচাতে শেখায়🧡💜💚
  • জানিনা আমি কোন আধার এর প্রদীপ যে আসে সে জ্বালিয়ে দিয়ে চলে যায়🧡💜💚
  • কোন মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় তাকে ভুলিয়ে দেয়🧡💜💚
  • কোন মানুষই চায় না কাউকে হারাতে কিন্তু সময় তাকে ছিনিয়ে নেয়🧡💜💚
  • মানুষ মাত্রই মিথ্যা মিথ্যা কথা বলে হাজারো কষ্টের মাঝে থাকা সত্ত্বেও কেউ জিজ্ঞেস করলে বলে ভালো আছি🧡💜💚
  • আমি সবসময় সবাইকে ভালো রাখতে চাই বলে হয়তো নিজেই সব সময় দুঃখ কষ্ট পাই🧡💜💚
  • অন্যজনের নিজের জীবনকে বিসর্জন দিয়ে নিজেকে অন্যের কাছে ছবি দেওয়ার নামই ভালোবাসা🧡💜💚
  • নিজে ভালো থাকতে সবসময় অন্যকে কষ্ট দিতে হবে আর যদি অন্যকে ভালো রাখতে চান তবে অবশ্যই নিজেকে কষ্ট সহ্য করতে হবে🧡💜💚
  • কখনো কখনো কারো জন্য ভালো কিছু বা উপকার করে কিছু আশা করবেন না কেননা মানুষের উপকার ফুরিয়ে গেলে সে আপনাকে উপেক্ষা করবে🧡💜💚
  • মুন নিয়ে খেলা কারো মন ভাঙ্গা হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ তাই কখনো কারো মন ভাঙ্গা করবে নিজের মনের কথা ভেবে যেন করে নেবেন।🧡💜💚

ছেলেদের জীবনের কষ্টের স্ট্যাটাস 2024

পৃথিবীর একটি বড় মায়াজাল ছেলেদের কষ্ট যা সবাই বুঝতে পারলে ও কেউ দেখতে পায় না আর একজন ছেলে তার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে তার প্রিয়জনদের মুখে হাসি রাখার জন্য। ছেলেদের জীবনের কষ্টের স্ট্যাটাস 2024 জেনে নিন।
  • ঝরে যাওয়া কথা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার মনে
  • আবেগ হলে মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়🧡💜💚
  • বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না🧡💜💚
  • যে আমার কান্নার কারণ খুঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না🧡💜💚
  • ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে।
  • পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্ত যথেষ্ট🧡💜💚
  • তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন একবারও আমার খোঁজ নেয় না🧡💜💚
  • মন তাকে পছন্দ করে যে ভাগ্যে থাকে না🧡💜💚
  • ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা
  • মনে ছিল কত স্বপ্ন ছিল কত আশা সব কিছুই মিথ্যে ছিল তোমার ভালোবাসা🧡💜💚
  • চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমিও যে তোমার মত একা🧡💜💚
  • নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও
  • তার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়🧡💜💚
  • যেখানে স্বপ্ন আমাদের এক করতে পারেনা সেখানে বাস্তবতা তো নির্মম🧡💜💚
  • স্বপ্ন দেখে কিন্তু বাস্তবায়নে বিশ্বাস করি কাজ করে ফলাফল দেখায় কথা নয়🧡💜💚
  • নিজের ভুল থেকে শিক্ষা নেই অন্যের উপর নির্ভর করি না নিজেই যথেষ্ট🧡💜💚
  • সময়ের সাথে সাথে পরিবর্তন হয় কিন্তু মনোভাব একই থাকে শক্ত হয়ে ওঠে🧡💜💚
  • ভালোবাসার জন্য কষ্ট সহ্য করি কিন্তু অপমান সহ্য করি না আত্মসম্মান আমারও আছে
  • জীবন একটা খেলার নিয়ম মেনে খেলি কিন্তু হেরে যাবো না জয়ী হব🧡💜💚

ছেলেদের সেরা কষ্টের স্ট্যাটাস ফেসবুক

ইন্টারনেটের আদলে পৃথিবী দিন দিন বদলে যাচ্ছে নতুন নিয়মে। এরই ধারাবাহিকতায় আমরাও অনেক এগিয়ে যাচ্ছি পিছিয়ে নেই কোন অংশে। কিন্তু এক অংশে সবাই একটু পিছিয়ে সেটা হল বাংলাদেশের বেকার ছেলেদের পরিসংখ্যান যা থেকে তাদের জীবন অনেক দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে সামনে এগোতে হয়। ছেলেদের সেরা কষ্টের স্ট্যাটাস ফেসবুক জেনে নিন
  • অল্প বয়স থেকে যারা পরিবারের জন্য নিজেকে সেক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক🧡💜💚
  • না পাওয়াই ভালো ছিল পাইয়া হারানোর কষ্ট টা অনেক বেশি ছিল🧡💜💚
  • আমি তোমাকে কল্পনাতে সাজাতে পেরেছি কিন্তু বাস্তবে তোমাকে নিজের করতে পারিনি
  • কারো গল্পের প্রাক্তন আমি কারো জীবনের স্বপ্ন কারো ভাষায় চরিত্রহীন কারো কবিতার ছন্দ
  • স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকত আজ নীরবতাই পণ্য থাকে🧡💜💚
  • মানুষের আগে নিজেকে জানা উচিত তারপর পৃথিবীও সৃষ্টিকর্তাকে জানা অবশ্য একটা বিষয়
  • স্বপ্ন ভাঙার যন্ত্রণা তুমি কিভাবে বুঝবে প্রিয় তোমার সব স্বপ্নই তো পূর্ণতা পেয়েছে🧡💜💚
  • বয়স বাড়ছে বন্ধু কমেছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে হ্যাঁ এটাই হলো ছেলেদের জীবন🧡💜💚
  • ছেলে মানে চোখের জল বলে কিছু নেই চোখের জল আশা বারণ🧡💜💚
  • পুরস্কার কেউ কখনো ভালোবাসিনি ভালবেসেছে তার যোগ্যতা ও সফলতা এবং সামর্থ্যকে
  • সফলতা ছাড়া এই ভদ্র সমাজে আমাদের ছেলেদের কোন মূল্য নেই🧡💜💚
  • টাকা কামাও ব্রো আরো অনেক অনেক বেশি টাকা কামানোর কারণ ছেলেদের সৌন্দর্য ছেলেদের ইনকামে।🧡💜💚
  • পুরুষ কখনো প্রয়োজন হয় না মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হয়ে থাকে প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধু হতে পারে না🧡💜💚
  • প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায় যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয়
  • ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম কিন্তু গভীরতা অনেক বেশি🧡💜💚
  • প্রকৃত ছেলেরা কখনো রাজকন্যা খুঁজে না যাকে ভালবাসে তাকে প্রাণের মতো করে রাখে🧡💜💚

শেষ কথা

ছেলে হয়ে জন্মালে আপনাকে এই পৃথিবীর কষ্টের সুখগুলো অনুভব করতেই হবে। কিন্তু এসব কষ্ট অবহেলার মাঝ থেকে নিজেকে গুটিয়ে নিলে চলবে না । এসবের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করে শেষ পর্যন্ত সর্বোচ্চ সফলতা অর্জন করতে হবে কারণ এটাই বাস্তবতা নইলে আপনার কোন মূল্যায়ন থাকবে না এজন্য বেশি বেশি টাকা ইনকাম করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url