জীবন নিয়ে উক্তি-সাদামাটা জীবন নিয়ে উক্তি
প্রিয় পাঠক জীবন নিয়ে উক্তি ও সাদামাটা জীবন নিয়ে উক্তি জানুন। জীবন আমাদের একটি অমূল্য সম্পদ কারণ জীবন আমাদেরকে দিয়েছেন মহান আল্লাহ এবং আমাদের সকলকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে
তার কাছে ফিরে। এজন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া মুহুই পড়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না মানুষের মত মানুষ তৈরি হন এবং মহান আল্লাহকে খুশি করার চেষ্টা করুন
ভূমিকা
জীবন নিয়ে এই পৃথিবীতে একেক জন মানুষের চিন্তা ধারা একেক রকম। কেউ চাই জীবনে অনেক টাকা পয়সা অর্জন করে রাজকীয় জীবনযাপন করতে আবার কেউ চায় সাধারণ সাদামাটা জীবন যাপন করে এই পৃথিবী থেকে বিদায় হতে জীবনের বৈচিত্র্যময় ঘটনাগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস বিস্তারিতভাবে জানতে নীচে আরো পড়তে থাকুন।
জীবন নিয়ে উক্তি
জীবন একটি অমূল্য সম্পদ মহান আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে পবিত্রতম সৃষ্টি মানব জাতি এছাড়াও তিনি গাছপালা পশুপাখি ও জ্বীন জাতকে সৃষ্টি করেছেন তবে মানুষের মতো সৌন্দর্য ও বুদ্ধি কোন জাতিকে সুস্পষ্টভাবে এত জ্ঞান প্রদান করেননি। এজন্য আমরা সব সময় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব।
আরও পড়ুনঃ ছেলেদের কষ্টের স্ট্যাটাস জানুন
জীবনে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটাস ক্যাপশন দিয়ে থাকি। এ ধরনের সেরা কিছু উক্তি ও স্ট্যাটাস নিচে দেওয়া হল
- জীবনকে ভালোভাবে বুঝতে হলে ভ্রমণ করতে শেখো🧡🖤💔
- জীবনে আফসোস করো না কেবল শিক্ষা গ্রহণ করো সবকিছু অর্জন করতে পারবে🧡🖤💔
- মানুষের জীবনে দুইটা সময় থাকে একটা সময় হচ্ছে মূল্যবান আরেকটা হচ্ছে মূল্যহীন🧡🖤💔
- মানুষের জীবনকে যদি ফুলের সঙ্গে তুলনা করা হয় তাহলে সেই ফুলের মধুর হচ্ছে ভালোবাসা
- জীবন খুবই কঠিন আপনি যখন বোকা হোন তখন আরো কঠিন হয়🧡🖤💔
- জীবনের চলার পথে বাধা আসতে পারে তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে🧡🖤💔
- জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না জীবনকে আরো উন্নত এবং কিছু তৈরি করুন
- যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপদজনক এবং অন্য সবার জন্য
- আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি কারণ তাদের চোখের জলে যায় না🧡🖤💔
- মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে বিবেকে বাধা দেয় তাদের জীবনে কখনো সুখ হয় না দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে🧡🖤💔
- তুমি একবারই বাঁচবে কিন্তু যদি সঠিকভাবে বাঁচে একবারই যথেষ্ট🧡🖤💔
- আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করে আপনার পুরো জীবন ব্যয় করেন তাহলে আপনি কখনোই রোদ উপভোগ করবেন না🧡🖤💔
- দুনিয়ার জীবন খেলাধুলা আমার সাথে ছাড়া আর কিছুই না🧡🖤💔
- পা না ভিজিয়ে হয়তো সমুদ্র পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব
- মধুমিত হল একটি অভিশাপের নাম জন্ম থেকে যাদের জীবন কাটে বানিয়ে নেওয়ার মাধ্যমে
- ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার🧡🖤💔
- প্রতিদিন আমাদের এমন ভাবে কাটানো উচিত যে আজ জীবনের শেষ দিন🧡🖤💔
- সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্য বস্তু🧡🖤💔
- আমি জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সেই কারণে আমি সফল হই🧡🖤💔
- নারী টাকা ও মর্যাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস সবসময় দেখা যায় এগুলো তাদের কাছে বিশ্বের মত হয়ে দাঁড়ায়🧡🖤💔
- যে অল্প সম্পদ থাকিবার সত্ত্বেও খুশি থাকে সেই প্রকৃত ভগবান আর অধিক বিদ্যমান হইয়াও যে অসুখী সে দুর্ভাগায় বটে🧡🖤💔
- হতে পারে জীবনে অনেক তার যদি আপনি সেটা উপভোগ করতে পারেন এজন্য শুধু প্রয়োজনে খুব সাহস কল্পনা শক্তি আর কিছু টাকা🧡🖤💔
- যে পরিশ্রম সে কখনো অন্যের উপর নির্ভর করে না🧡🖤💔
- দুশ্চিন্তা দূর করার সবচেয়ে ভালো উপায় নিজেকে ব্যস্ত রাখা🧡🖤💔
- একটু আকাঙ্খা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তি শুরু হয়🧡🖤💔
- ওরা তোমাকে নিয়ে ঠাট্টা কর হাসছে হাসুক আঘাত করছে করুক কিন্তু ওরা যেন তোমাকে কখনোই থামাতে না পারে।🧡🖤💔
- আমার যা আছে আমি তাই নিয়ে নিজেকে ভালো রাখতে চাই পৃথিবী কেবল শুধু আমাকে ভালো এবং খারাপের হিসেবে পরিচয় করিয়ে দেয়🧡🖤💔
- আমি সবসময় নিজেকে চেষ্টা করি কারণ মানুষকে বলল জানি আমি কখনো ভাবি নি🧡🖤💔
- অনুমান ও ধারনা করা থেকে বিরত থাকো কেননা অনুমান হলে বড় মিথ্যা কথা🧡🖤💔
- অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসো তখন জানালা দিয়ে পালায়🧡🖤💔
- অনেক কিছু ফিরে আসে ফিরে আনা যায় কিন্তু সময় তো ফিরে আনা অসম্ভব🧡🖤💔
- মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র🧡🖤💔
- অসৎ আনন্দের যে পবিত্র বেদনা ভালো🧡🖤💔
- যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করলেন🧡🖤💔
- আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না🧡🖤💔
- একজন বিশ্বস্ত বন্ধু ১০ হাজার আত্মীয়ের সমান🧡🖤💔
- এমন অনেক ব্যস্ত লোক আছে যারা জীবনের হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারিনি যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল🧡🖤💔
- জীবন একটা মুদ্রার মত আপনি আপনার ইচ্ছা মতো ব্যয় করতে পারেন কিন্তু আপনি এটি শুধুমাত্র একবার ব্যাক করেন🧡🖤💔
- জীবনে একটি পর্ব আপনার লোভ আপনার পথটি সন্ধান করা শীর্ষে পৌঁছানো নয়🧡🖤💔
- আমাদের জীবনের উদ্দেশ্য সুখী হওয়া🧡🖤💔
সাদামাটা জীবন নিয়ে উক্তি
পৃথিবীতে মানুষ সবসময় পজিশনে থাকে না আমাদের অবস্থান নিয়মিতভাবে পাল্টাতে থাকে। জীবনের মানে ও ঠিক এমনটাই জীবন খুব দ্রুত নতুন নতুন দিগন্তের সূচনা করে এ পৃথিবীতে কেউ অনেক ধনী হিসেবে জন্মগ্রহণ করে আবার কেউ সাধারণ ঘরে জন্ম লাভ করে জীবনের অংশ বিভিন্ন রকম। তবে প্রকৃত সুখ খুঁজতে সাধারণ সাদামাটা জীবন জাপানই সর্বশ্রেষ্ঠ। সাদামাটা জীবনের সেরা কিছু উক্তি নিচে দেওয়া হল
- সাদামাটা জীবন সবার ভালো লাগেনা তবে এই জীবনে কেউ অসুখী হয় না🧡🖤💔
- নিজের জীবনকে ভালবাসুন হোক তা অনেকটা সাদামাটা তবু সুখের তো🧡🖤💔
- সাধারণত যারা সাদামাটা জীবন ভালবাসা তারাই সুন্দর মনের অধিকারী🧡🖤💔
- সাদামাটা জীবন যাপন করে কেউ কখনো হতাশ হয়নি বরং শান্তিতেই বাস করেন🧡🖤💔
- অনেকের সাদামাটা জীবনকে অনেক উপভোগ করে আবার অনেকেই নবাবের মতো জীবন কাটাতে চাই🧡🖤💔
- জীবনকে জটিল ভাবলে জটিল আর সাদামাটা ভালো সাদামাটাই হবে🧡🖤💔
- থাকে তার মধ্যে সাদামাটা জীবনই আমার পছন্দ🧡🖤💔
- জীবনের অনেক রকম হতে পারে তবে একেকটা করেই চলতে হবে🧡🖤💔
- অনেক সম্পদের মালিক হয়েও যে সাদামাটা জীবন যাপন করে সে হলো প্রকৃত জ্ঞানী
- পৃথিবীর প্রায় প্রত্যেকটি সফল মানুষের জীবন ছিল সাদামাটা🧡🖤💔
- জীবনকে সাদামাটা বলুন সফল হবেন এবং সুখী হবেন🧡🖤💔
- জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি চলতে চলতে আজ অজানা পথে এসে দাঁড়িয়েছি
- জীবন মানেই যে সুন্দর এমনটা নয় তবে সাদামাটা জীবন আসলে কিন্তু সুন্দর🧡🖤💔
- জীবন কখনো জটিল করবেন না সাদামাটা জীবনের মাঝে খুব বেশি🧡🖤💔
- জীবনের বহু রকমের রং থাকে তার মধ্যে সাদামাটা জীবনটাই আমার সবচাইতে বেশি পছন্দ
- কোন মানুষ যদি আপনাকে সম্মান না দেয় তবু আপনি সাদামাটা জীবন যাপন করুন সবসময় ভালো থাকবেন🧡🖤💔
- জীবনকে সাদামাটা করুন সুখী হবেন🧡🖤💔
- সাদামাটা জীবন মানে বোকা শুকা নয় এটা একটা মানুষের সরলতাকে বোঝায়🧡🖤💔
- যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারাই জানে সাদামাটা জীবন যাপন কেমন🧡🖤💔
- নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসা কারণ হচ্ছে নিজেকে কখনো ধোকা দেওয়া যায় না কারণ আমরা নিজেই নিজেদেরকে সুস্থ বন্ধু🧡🖤💔
- পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট থেকে সব সময় নিজেকে আগলে রাখুন না হলে মানুষ আপনাকে একে হৃদয় ভেঙ্গে যাবে🧡🖤💔
- নিজেকে বাঁচানোর জন্য হলেও আমাদের নিজের মত হওয়া উচিত আবেগ যেখানে ব্রাশ করে বিবেক সেখানে জেগে ওঠে🧡🖤💔
- আমি যখন বুঝতে পেরেছিলাম তোমাকে ভালোবাসি সেদিন থেকে আমি নিজের নিষ্পাপ নিজেকে হারিয়ে ফেলেছি🧡🖤💔
- লুঙ্গিতে যদি আগুন লাগে তাহলে যেমন খুললেও বিপদ আবার না খুললেও বিপদ ঠিক তেমনি কিছু সম্ভব লোক আছে যাদের সাথে সম্পর্ক থাকলেও বিপদ না থাকলেও বিপদ🧡🖤💔
- নিজের মাঝে থাকো নিজের কাছে যা কিছু আছে তা নিয়ে খুশি থাকো অন্য মানুষের দিকে তাকাতে নেই তাহলে কষ্ট পাবে🧡🖤💔
- আপনার ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করার সর্বোত্তম উপায় হল এটি তৈরি করা🧡🖤💔
- আপনি যদি একটি সুখী জীবনে যাপন করতে চান তবে এদিকে একটি লোকের সাথে বেধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয়🧡🖤💔
- জীবন মানে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করা নয় এটা বৃষ্টিতে নাচতে শেখা🧡🖤💔
- জীবনের একটা সাইকেল চালানোর মতো আপনার বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে
- এই মুহূর্তের জন্য আনন্দিত হন। এই মুহূর্তটি আপনার জীবন🧡🖤💔
- আপনার সময় সীমিত সুতরাং অন্য কারো জীবন জ্ঞাপন করতে গিয়ে ওটাকে ব্যয় করবেন না
- সুখে থাকতে সবাই চায় কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়🧡🖤💔
- নিজের কথা শুনে আপনি সত্যিই অনেক কিছু শিখেন না🧡🖤💔
- কষ্টগুলিকে জ্ঞানে পরিণত করুন🧡🖤💔
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি
আমাদের জীবনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যত বড় হতে থাকে আমাদের জীবনের ও অনিশ্চয়তা ভাবও তত বৃদ্ধি পেতে থাকে। আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি যে আমরা ভবিষ্যতে কি করব। তবে এসব কিছুর মালিক একমাত্র আল্লাহ আমরা আগামীকাল পর্যন্ত বাঁচবো কিনা এটা একমাত্র তিনিই জানেন এজন্য জীবন নিয়ে এত হতাশাগ্রস্ত হওয়ার কোন কারণ নেই। হতাশাগ্রস্ত জীবন নিয়ে ও অনিশ্চিত জীবন নিয়ে উক্তি জানুন
- জীবনে অনিশ্চয়তা আপনি সংবিধান হয়ে বলেই আমরা তো পরিশ্রম করি না হলে আমরা মানুষেরা হতাম সবচেয়ে অলস প্রাণী🧡🖤💔
- জীবনের প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা আমাদের ভয় দেখায় তবু ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়ার নামিই সফলতা🧡🖤💔
- অনিশ্চিত জীবনের চেষ্টা হয় মৃত্যু দিয়ে নিশ্চিত মৃত্যু যেন এই জীবনের শেষ ঠিকানা🧡🖤💔
- আমার অনিশ্চিত জীবনের তোমার আগমনটা ছিল অনেকটা বসন্তের ছোঁয়া নতুন কুঁড়ির মতো একশূন্য আকাশকে যেন নতুন ফুলের আগমন🧡🖤💔
- আমাদের অতিরিক্ত জায়গা আমাদের জীবনকে অনিশ্চিত করে তুলে সেজন্য আমরা অতিরিক্ত রকমের বাড়াবাড়ি পর্যায়ে চলে যাই🧡🖤💔
- জন্ম এবং মৃত্যু আমরা সবাই এই দুই অজানার মাঝে চলে যাই🧡🖤💔
- কখনো ভেঙে পড়ে না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোন উদ্দেশ্যে কি আবার ফিরে আসে জীবনে🧡🖤💔
- বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না🧡🖤💔
- সুখে থাকাই জীবনে চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে করাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা🧡🖤💔
- পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে🧡🖤💔
- ব্যর্থ হলে ভেঙ্গে পড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন আপনি পারবেন🧡🖤💔
- কখনো ভেঙে পড়ো না, পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোন রুপে তা আবার জীবনে ফিরিয়ে আনে🧡🖤💔
- নেতা হওয়ার উদ্দেশ্য নয় জনগণের জন্য কাজ করে যাও একদিন জনগণ তোমাকে নেতা বানাবে🧡🖤💔
- কোন মেয়ের পক্ষে শুধুরুপ দিয়ে একটি পুরুষকে মুগ্ধ করে রাখা সম্ভব না🧡🖤💔
- যখন আপনি জীবনের অনিশ্চয়তা থেকে দূরে ঠেলে পালিয়ে যাওয়ার চিন্তা করেন তখনই আপনি ব্যর্থ লোকের মধ্যে সামিল হন🧡🖤💔
- জীবন চলে তার আপন ছন্দে তবুও জীবনের অনিশ্চয়তা যেন আমাদেরকে শিখিয়ে দেয় জীবন কত অমূল্য🧡🖤💔
- করার আগেই আমাকে ভবিষ্যতের কথা বললে কোন সুযোগ না দিয়ে নিজের পথে চললে
- আমরা কেউই বর্তমানে আগ্রহী নই হয় অতীত নিয়ে চিন্তিত আর না হয় ভবিষ্যৎ নিয়ে কৌতুহলী
- যে তোমার অতীত ভুলিয়ে দেবে নিঃসন্দেহে তোমার ভবিষ্যৎ🧡🖤💔
- কাছের মানুষগুলো একসময় বদলে যাবে এই ভবিষ্যৎবাণী করতে জ্যোতিষী হতে হয় না
- অতীত ছাড়া ভবিষ্যৎ চিন্তা করা যায় না বর্তমান যারা উপলব্ধি করা যায় না যে জীবনের স্বাদ কি
- মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিন তার মৃত্যু হয়🧡🖤💔
- অন্যের জন্য বেঁচে থাকায় জীবনী সার্থক জীবন🧡🖤💔
ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি
এই পৃথিবীতে মহান আল্লাহ যত জীবের মধ্যে প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন তাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং এই পৃথিবী ক্ষণস্থায়ী। তাই জীবন নিয়ে আমরা এ পৃথিবীতে অনেক সম্ভাবনার দার ভেবে বসি এজন্য পৃথিবী সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের চাহিদা আকাঙ্ক্ষা তৈরি হয় আর এই আকাঙ্ক্ষা থেকেই
আমাদের হতাশার সৃষ্টি হয়। জীবনে যত চাহিদা কম তত সুখ ও শান্তি বেশি। ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি জেনে নিন
- সবকিছু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আমাদের কাছে এখন একমাত্র জিনিস🧡🖤💔
- আপনি আপনার চোখ দিয়ে যা দেখছেন তার এবং ক্ষণস্থায়ী আপনি আপনার হৃদয়ের মধ্যে দিয়ে যা দেখেন তার চিরন্তন এবং চিরন্তন🧡🖤💔
- আমরা স্থায়িত্বের জন্য আকাঙ্ক্ষা করি কিন্তু পরিচিতি মহাবিশ্বের সবকিছু ক্ষণস্থায়ী এটি একটি সত্য কিন্তু আমরা লড়াই করি🧡🖤💔
- জীবন যেন একটা ফুল আর জীবনে ভালোবাসা হলো মধুর স্বরূপ🧡🖤💔
- ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনের বাজার করে নিতে হবে🧡🖤💔
- ক্ষণস্থায়ী জীবনে কেউ চিরস্থায়ী নয় সকল কিছুই একদিন শেষ হয়ে যাবে🧡🖤💔
- জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যা কি হল তুমি সারা জীবন মাঠের ভেতরে দৌড়ে গোল দিতে পারে🧡🖤💔
- ক্ষণস্থায়ী জীবনে তুমি এমন ভাবে চলাফেরা করো যাতে করে তুমি চিরস্থায়ী জীবনে কামিয়াবি হও
- লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটি সফল মানুষের জীবন ছিল🧡🖤💔
- প্রত্যেক মানুষের জীবনে পাহাড়ের মত কিছু বিপদে ভুল করে জীবনের সাফল্য পৌঁছাতে হবে
- জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটাই শিখতে🧡🖤💔
- পরিবারের সঙ্গে কাটানো সময়টাই আপনি সারা জীবন মনে রেখে দিবেন🧡🖤💔
- জীবনকে অতি আপন মনে করে তাহলে সেই ব্যক্তির জীবনে কষ্টের বোঝাটা বেশি হবে🧡🖤💔
- তোমার মনে হয় সত্যিকারের লোক সব সময় কঠিন হওয়া উচিত এটা এমন হওয়া উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করে🧡🖤💔
- সাফল্য হলো সফলতার সাথে নিজের ঠিক করা লক্ষ বাস্তবায়ন করা🧡🖤💔
- লক্ষ্য পূরণ না করতে পারা যতটা না বেদনার জীবনে কোন লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক🧡🖤💔
- নদীর স্রোত যেমন শেষ হয়ে যায় ঠিক তেমনি একই জীবন শেষ হয়ে যাবে🧡🖤💔
- পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে বসবাস করতে পারেন তার কারণ হচ্ছে পৃথিবীর একটা ক্ষণস্থায়ী বাসস্থান যেখানে ক্ষণস্থায়ী জীবন নিয়ে সকলে বসবাস করে🧡🖤💔
- ক্ষণস্থায়ী জীবনে একদিন সকলের মৃত্যু আসবে জীবনকে যেমন মৃত্যুকেও তাহলে আমাদের কে মেনে নিতে হবে এই ক্ষণস্থায়ী জীবনে🧡🖤💔
- মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায়🧡🖤💔
- মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি🧡🖤💔
একাকিত্ব জীবন নিয়ে উক্তি ও স্ট্যাটাস
একাকীত্ব আমাদের সবার জীবনে রয়েছে একাকীত্ব কখনো না কখনো আমাদের জীবনকে কোন কিছুর একাকীত্ব করে তোলে। আমরা একাকিত্ব নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি ফেসবুকে সেরা কিছু পোষ্টের তালিকা নিচে দেওয়া হল। একাকিত্ব জীবন নিয়ে উক্তি ও স্ট্যাটাস জানুন
- সবচেয়ে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে অসহ্য মনে হয়🧡🖤💔💛
- নিঃসঙ্গতা আমাদের জীবনে একটি অংশ কেননা পৃথিবীতে আমরা একাই এসেছি এবং একাই চলে যেতে হবে🧡🖤💔💛
- কখনো কখনো একাকীত্বই ভালো মনে হয় তেমন তখন আঘাত করার কেউ থাকেনা🧡🖤💔💛
- সব মহান আর মূল্যবান জিনিসই একা🧡🖤💔💛
- পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে সবচেয়ে একা বাঁচতে পারে🧡🖤💔💛
- আমরা যতই বড় হই আমরা একা থাকতে তত বেশি অভ্যস্ত হতে থাকি🧡🖤💔💛
- একা থাকা সত্ত্বেও ভালো দিক হচ্ছে তোমার কাউকে কোন কিছু উত্তম মুখস্ত দিতে হয় না তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো🧡🖤💔💛
- একাকীত্ব ভীষণ সুন্দর তবে মস্তিষ্কের জমে থাকা স্মৃতি গুলো বিষাক্ত একাকীত্ব অবশ্যই সুন্দর কিন্তু যারা থাকে তারা জানে ঠিক কতটা ভয়ংকর🧡🖤💔💛
- একাকিত্বের মধ্যে সবচেয়ে খারাপ বিষয়টি হলো এটি নিজের মুখের মুখোমুখি হয়🧡🖤💔💛
- সব থেকে কঠিনতম একাকিত্ব হল নিজেকে নিজের ভালো না লাগা🧡🖤💔💛
- নিজেকে ভালো করে জানার জন্য এবং পর্যালোচনা করার জন্য একাকিত্ব প্রয়োজনীয়তা আছে
- সবচেয়ে বড় দুঃখ হলো আমি যদি কখনো হারিয়ে যায় কেউ আমাকে খুঁজবে না🧡🖤💔💛
- কারো জন্য কিছু থেমে থাকে না থাকলেও মনে কিছু থেকে যায় যা কোনদিনও শেষ হয় না শুধু জীবন ধরে কাঁদায়🧡🖤💔💛
- চলে যাওয়া মানে প্রস্থান মহি বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী চলে গেলে আমরাও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে🧡🖤💔💛
- দিনশেষে আমরা সবাই একা🧡🖤💔💛
- একা থাকারই ভালো লাগাই হারিয়ে গিয়েছি নিঃসঙ্গতা আমাকে আর পাবে না🧡🖤💔💛
- নিরবে কাঁদার চেয়ে বড় কষ্ট এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই🧡🖤💔💛
- একাকীত্ব একটি অমূল্য সময় যেখানে আমি নিজের সাথে বৈশিষ্ট্য সম্পর্ক করতে পারি
- একাকিত্ব হল আমার ভেতরের শান্তির খোঁজ🧡🖤💔💛
- একাকীত্ব নিয়ে আমি আমার স্বপ্নের পৃথিবী একমাত্র চেয়ে যায়🧡🖤💔💛
- একাকীত্ব একটি পরিবার ছাড়া একটি নিদর্শন পরিবারের অবস্থান দেখে সাহায্য করে🧡🖤💔💛
- একাকীত্ব নিয়ে আমি আমরা জীবনে নিরাপত্তা ও সমৃদ্ধি প্রাপ্ত করতে সাহায্য করে আমি নিজের সাথে সম্পর্ক বাড়াতে পারি🧡🖤💔💛
- একাকীত্ব শুধু একা হয়ে যাওয়া নদী নয় এটা ঘটে যখন কেউ বিরুদ্ধে দেয় না🧡🖤💔💛
- আমরা সবাই একাই জনাব পরি আর একাই মৃত্যুবরণ করি একা কিন্তু অবশ্যই জীবনে যাত্রার একটা অংশ🧡🖤💔💛
- একাকীত্ব মানুষের জীবনের সৌন্দর্য করে এটি সূর্যের আলোর মতো এতো সময় পুড়িয়ে রাতের বাতাসকে অন্যরকম সুন্দর করে তোলে🧡🖤💔💛
- একা থাকার মাঝে আমি অস্বাভাবিক কিছুই দেখতে পাই না জীবনে এটি সাধারণ একটা বিষয় মাত্র🧡🖤💔💛
- মানুষের সবচেয়ে ভয়ানক অভাব হল একা আর প্রেমিহিন হয়ে যাওয়া🧡🖤💔💛
- আপনার দুর্বলা থেকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাখেন এজন্য তার প্রতি বিশ্বাস স্থাপন করে বেশি বেশি দোয়া করুন🧡🖤💔💛
- নিশ্চয় আল্লাহ তাকে নীরবে ডেকে যাওয়া কোন বান্দাকে হতাশ করেন না🧡🖤💔💛
ছেলেদের জীবন নিয়ে উক্তি
ছেলে হয়ে জন্মালে এ পৃথিবীতে তাকে অনেক জীবন যুদ্ধের সঙ্গে সম্মুখীন হতে হয়। কারণ একজন ছেলের জীবন অতটা সহজ হয় না যতটা একজন মেয়ের হয় ছেলে হয়ে জন্মালে তাকে নিজের পরিবারের এবং প্রিয়জনের কথা মাথায় রেখে সাফল্যের পিছনে ছুটতে হবে এবং অধিক অর্থ উপার্জন করতে হবে অর্থের পিছনে
ছুটতে গিয়ে তারা কখনো জীবনে রঙিন সাদ উপভোগ করতে পারেনা। ছেলেদের জীবনের সেরা কিছু উক্তি স্ট্যাটাস আপনাদেরকে জানাবো। ছেলেদের জীবন নিয়ে উক্তি জানুন
- ছেলেদের কান্না দেখে যদি মেয়েরা ছেড়ে না গিয়ে তাদের কাছে থেকে যেতে তাহলে তুমি বিচ্ছেদ শব্দটি আর কোনো সম্পর্কই থাকতো না🧡🖤💔💛
- শুধু ছেলেরাই পারে নিজের মনের ভেতর চেপে রেখে মুখে হাসি নেই সবার সাথে কথা বলতে
- একটা ছেলের জীবনের সবচেয়ে বড় ভুল হলো প্রতিষ্ঠিত না হয়েই কাউকে নিয়ে স্বপ্ন দেখা
- যখন নিজের প্রিয় মানুষের কথা বুকে তীরের মত লাগে ছেলেদের চোখে জল তখনই আসে
- ভালোবাসার ক্ষেত্রে ছেলেরা হয়তো মেয়েদের থেকে বেশি ভালোবাসে তাইতো রাস্তার ধারে অনেক পাগল ঘোরে🧡🖤💔💛
- ঘৃণা অবহেলা একাকীত্ব আর নির্ঘুম রাত ছেলের জীবন ঠিক এভাবেই শেষ হয়ে যায়🧡🖤💔💛
- ছেলেরা সাধারণত কাঁদে না সত্যি কিন্তু তারা কষ্ট পেলে ভেতর থেকে ভীষণভাবে ভেঙে যায়
- যে ছেলেটা মন খারাপ হলে কথা বলার জন্য তাকে পাশে পায় না তাকে হতভাগা নিঃসঙ্গ এই পৃথিবীতে হয়তো আর কেউ নেই🧡🖤💔💛
- পুরুষদের দশ দশা কখনো হাতি কখনো মশা🧡🖤💔💛
- মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্ন দিয়ে দেখে তখনই সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে🧡🖤💔💛
- বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে কিন্তু বিবাহিত পুরুষদের মরার ইচ্ছা বেশি🧡🖤💔💛
- একটি ছেলের সেরা বন্ধু হল তার মা🧡🖤💔💛
- একটি আনন্দিত হৃদয়ের ছেলেরাই সেরা পুরুষ তৈরি হয়🧡🖤💔💛
- ছেলেদের চোখে জল পড়ে দেখতে পায় না বাস্তবতা ছেলেরাও কাঁদে🧡🖤💔💛
- দায়িত্ব আর কর্তব্যের কাছে ছেলেদের সব স্বপ্ন আশা হারিয়ে যায়🧡🖤💔💛
- প্রকৃত ছেলেরা কখনো রাজত্ব তবে যাকে ভালোবাসে তাকে রানের মত করে রাখে🧡🖤💔💛
- শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে জীবন কতটা কষ্টের🧡🖤💔💛
- দুঃখের মাঝে আনন্দ খুঁজে নেওয়া ছেলেদের এক অন্যরকম ট্যালেন্ট🧡🖤💔💛
- ছেলেকে মানুষ হতে শেখানো বাবার প্রাথমিক কাজ🧡🖤💔💛
- আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মান🧡🖤💔💛
- ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসে তাহলে ব্রেকআপ শব্দ টিয়ার থাকত না🧡🖤💔💛
- ছেলেরা কাঁদতে পারে না এটা সত্যি কিন্তু ভেতর থেকে ভীষণভাবে ভেঙে পড়ে🧡🖤💔💛
- ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে একরাশ হাসি নিয়ে বলা হয় আমি ভালো আছি🧡🖤💔💛
- পুরুষ মানে ধর্ষণকারী নয় পুরুষ মানে এক একটা মেয়েদেন আশ্রয় স্থল🧡🖤💔💛
- ছেলে মানে নিজের চাওয়া পাওয়াকে চাপা দিয়ে প্রিয়জনের চাওয়া পাওয়া গুলোকে পূরণ করা
- ছেলে মানে গভীর রাতে একা একা তোদের বালিশ ভিজিয়ে ফেলা আবার সেই পথ চলা
- ডিপ্রেশনে থাকা মধ্যবিত্ত ছেলেটারও একটা সময় ভালোবাসার মানুষ🧡🖤💔💛
শেষ কথা
জীবন আল্লাহর দান আর এটা পুরোপুরি ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে অতিরিক্ত কোন চাহিদা রাখবেন না তাহলে জীবনে কষ্ট বেশি থাকবে এই ক্ষণস্থায়ী জীবনে বেশি বেশি মহান আল্লাহর ইবাদত করুন এবং তার কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করুন জীবনের সুখ শান্তি ভরপুর করে দেওয়ার মালিক একমাত্র তিনি। 🧡🖤💔💛
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url